নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

রাজপুত্রের প্রত্যাবর্তন

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৫

রাজপুত্রের প্রত্যাবর্তন

সে যেন এক রূপকথার গল্প। আয়াত আর এলিসা দাদিবাড়ি গিয়েছিল বেড়াতে। দাদা শোনালেন গল্প।
খুব সুন্দর একটা দেশ ছিল। গাছের ছায়ায়, বনের মায়ায় সুখে-শান্তিতে বাস করত সে দেশের মানুষ। কিন্তু এত সুখ যেন ঠিক সুখ নয়। তারা সবকিছু করতে পারবে কিন্তু নিজের ভাষায় কথা বলতে পারবে না, আর স্বাধীনভাবে চলতেও পারবে না।
সে দেশের রাজা ছিল ভীষণ চোর। সবার বাড়ি গিয়ে চুরি করে সব নিজের নামে নিয়ে নেয়। চোর তো মহাখুশি সব চুরি করে। কেউ নেই তাকে ধরার মতো। এইভাবে দিন যায়। যেতেই থাকে। সেই দেশে হঠাত্ কোথা হতে যেন এক রাজপুত্র আসে। সে দেখে সব চুরি হয়ে যাচ্ছে। সব চলে যাচ্ছে নষ্টদের দখলে। রাজপুত্রের রাগ হলো। সে একদিন বলে—আজ থেকে তোমরা সবাই স্বাধীন। দুষ্টু রাজার কথা আর কেউ শুনবে না।
দুষ্টু রাজা খেপে যায়। এত বড় সাহস! কোথাকার কোন ছেলে এসে বলে কি না এই রাজত্ব তার! পাহারাদার যাও তাকে ধরে নিয়ে আসো।
পাহারাদাররা তাকে ধরে নিয়ে আসে। বলে, তুমি রাজদ্রোহী। তোমাকে তো কারাগারে যেতে হবে।
রাজপুত্র বন্দি হবার পর দেশের সাধারণ মানুষ গর্জে ওঠে। রাজপুত্রের পূর্বের নির্দেশমতো এর পর তারা সেই রাজার সঙ্গে অনেক বড় যুদ্ধ শুরু করে। সেই যুদ্ধে জয়ী হয় সাধারণ প্রজা। তার পর একদিন কারাগার থেকে মুক্ত হয় রাজপুত্র। এসে দেখে প্রজারা তাকে ভীষণ ভালোবাসে। রাজপুত্রের আগমনের দিন ছিল সেই দেশে এক উত্সবের আমেজ। গোটা জাতি রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল কখন তাদের সেই রাজপুত্র স্বাধীন বাংলার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশের মাটিতে আসবেন।

@রুবাইদা গুলশান

#গতকালের দৈনিক ইত্তেফাকের আয়োজনে প্রকাশিত
আমি ছোট মানুষ তাই এইটুকুতেই খুশি :)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: বাহ !!!
খুব সুন্দর ঝরঝরে লেখা।

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬

নীল মনি বলেছেন: আপনি ভীষণ ভালো উৎসাহ দিতে পারেন। :)

২| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


লেখক নিজে খুশী থাকলেই ভালো

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

নীল মনি বলেছেন: :) আমি স্বল্পে সন্তুষ্ট :)

৩| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: রূপক গল্প হিসেবে ভালো হয়েছে।

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

নীল মনি বলেছেন: শুকরিয়া :) দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.