নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

শুন্যতা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪০

তুমি চিরকাল এমনি রবে
যেন আমার সামনে দাঁড়িয়ে আছ
‎ এক গুচ্ছ সাদা ফুল নিয়ে।
‎ফুলের গন্ধ আসছে ভেসে
‎তাকিয়ে আছি তোমার দিকে
‎চাওয়া না চাওয়া সব হারিয়ে
‎এতটা কাছে যেন ছুঁয়ে দেয়া যাবে
‎ অথচ বলতে পারি না সেই কথা
‎ভালোবাসে ভালো থেকো প্রিয়
‎অতঃপর
‎মনে হয় দাঁড়িয়ে আমি বেলাভূমিতে
‎তুমি আসছ সরে ক্রমে ক্রমে আমারি কাছে
‎অথচ দূরত্ব হাজার বছরের
‎একই আকাশেই তারা হয়ে থাকি
‎চাইলেও পারি না স্পর্শে আঁকতে
‎শুক্তির মুক্তো হয়ে লুকিয়ে থাকো নির্ভৃত কোণে।
‎আর তুমি
‎দু:খের বিনিময়ে রচনা করো অন্যের সুখ।
‎আমি চেয়ে থাকি তোমার দিকে
‎ফোঁটা ফোঁটা জল গড়িয়ে তখন চিবুক বেয়ে
‎ চোখ লাল হয়ে ওঠা যেন শিউলি ঝরার বিরহ বেদনায়।
‎ ‎বুকের ভেতর ঘুরপাক খায় নিদারুণ শুন্যতা।
‎এতোটা কাছে অথচ বলতে পারি না ভালোবাসি।
‎শুন্যতা ঘিরে পরিপূর্ণ তোমাকে জিজ্ঞেস করি তাই
‎ভালোবাসো?
@রুবাইদা গুলশান

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শূন্যতাই পরিপূর্ণতার পরিপূরক। খুব সুন্দর কবিতা। ভাল লাগল।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৯

নীল মনি বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা :) আবার বেড়াতে আসবেন ওয়ালে

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১১

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে আপু।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.