নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

শামুকের ডিম

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৮

'জানতেও পারিনি লুকিয়ে তুমি চুপটি করে তারি অপেক্ষায়'
ছোট্ট জীবনে কত কিছু যে দেখা বাকি। চাইলেও দেখতে পাব না। আমি শুনেছি শামুকে ডিম পাড়ে।তবে এত কাছ থেকে যে দেখতে পাব কখনো তা ভাবতেও পারিনি।এই পৃথিবীর পরতে পরতে সৌন্দর্য লুকিয়ে আছে।শুধু খুঁজে নিতে হবে। গত বছর শিলাইদহ গিয়েছিলাম।সেখানেই পুকুরধারে ফ্রেমবন্দি হল শামুকের ডিম।
আলহামদুলিল্লাহ্‌

#রুবাইদা গুলশান
#মোবাইল ফটোগ্রাফি

মন্তব্য ২৯ টি রেটিং +১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে! কী আশ্চর্য! শামুকের ডিমের সাথে তো আমারও পরিচয় ছিল না! ভালই হল। নতুন কিছু জানা ও দেখার সুযোগ হল। আপনি কিভাবে যে এসব ব্যাপারে ইন্টারেস্টেড হন মাথায় ধরে না। :)

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:১২

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ শুকরিয়া। আমার ছবি তোলার শখ আছে। আমি প্রচুর ফুলের ছবি তুলেছি। একে একে ছবিগুলো দিয়ে রাখব।যখন আমি থাকব না ওগুলো থেকে যাবে :) হিহি
গরীবের ডিএস লার নাই :( মোবাইল সম্বল

২| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:১৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ছবি তোলার জন্য ভাল ক্যামেরার ভূমিকা মুখ্য নয়, মুখ্য হল মনের চাহিদা আর আন্তরিকতা। তাই ডিএসএলআর না থাকলেও কিছু আসে যায় না।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:২৭

নীল মনি বলেছেন: সেটা ঠিক আছে তবে ঝকঝকে তকতকে ছবির জন্য সেটার প্রয়োজন। :)

৩| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:১৮

শাহিন-৯৯ বলেছেন: আগে বৃষ্টি মেীসুমে এগুলো মাঠে প্রচুর দেখা যেত, এখন দেখা যায় কিনা জানিনা।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:২৭

নীল মনি বলেছেন: আমিও তো জানি না

৪| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:২২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: ছোট বেলায় দেখেছি শামুকের ডিম। বর্ষা বা তার পরবর্তী সময়ে জলাশয়ে দেখা যায়।
সাদা রংয়ের অসংখ্য ডিম একত্রিত থাকে। ডিমগুলি খুবই নরম হয়।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:২৮

নীল মনি বলেছেন: একদম সঠিক অনেক নরোম ডিম :)

৫| ০২ রা এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫৪

সৈয়দ তাজুল বলেছেন:
আপনি কি নিশ্চিত এটা শামুকের ঠিম?

০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৯

নীল মনি বলেছেন: হুম নিশ্চিত কারণ আমি তখনো চিনতাম না,আমার সাথে যারা ছিলেন তারা বললেন তুই খুঁজতিস না, এই দ্যাখ :)

৬| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৭:২০

দিবা রুমি বলেছেন: আমাদের চোখের সামনে এমন অনেক জোকস থাকে যা আমরা দেখতে পাই না বা য়ার খোঁজ নেই না। কিন্তু এ সকল সৃষ্টি আমাদের উপকারের জন্যই।
ভালোলাগা জানবে

০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৯

নীল মনি বলেছেন: ঠিক তাই সকল উপকরণ আমাদের মনোরঞ্জনের জন্য। শুকরিয়া :)

৭| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৭:২৩

দিবা রুমি বলেছেন: ছবিতে দক্ষতার ছাপ দৃশ্যমান

ভাগ্যিস ঐসময় ব্যাঙ ছিল না, নতুবা লাফ দিয়ে আপনার কাঁধে উঠতো। =p~

০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪১

নীল মনি বলেছেন: হিহিহি মজা পেয়েছি। ব্যাঙ ভয় লাগে না

৮| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৩

সৈয়দ তাজুল বলেছেন: প্রিয়তে কিভাবে সেভ করবো আপু? =p~

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৩

নীল মনি বলেছেন: হিহিহি

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৫

নীল মনি বলেছেন: নকিব ভাইয়া দেখিয়ে দিয়েছেন। আমার মোবাইলে স্টার চিহ্ন আসে না,শুধু লাইক,রিপোর্ট আর মন্তব্য।

৯| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:২০

নতুন নকিব বলেছেন:



@সৈয়দ তাজুল,

পোস্টের নিচের দিকে ডান পাশে দেখবেন তিনটি বাটন রয়েছে- প্রথমটি 'লাইক বাটন', দ্বিতীয়টি 'কোনো পোস্ট প্রিয়তে নেয়ার জন্য' এবং তৃতীয়টি কোনও পোস্টে আপত্তি জানানোর জন্য'।

কোনো পোস্টে গিয়ে তিনটি বাটনের ভেতরে এই মধ্যখানের পোস্ট প্রিয়তে নেয়ার বাটনটিতে ক্লিক করলে সেই পোস্টটি আপনার প্রিয় পোস্টের তালিকায় যু্ক্ত হবে।

নিচে দেখুন-





শামুকের ডিম নিয়ে পোস্ট দেয়ায় ধন্যবাদ। অনেক স্মৃতি রয়েছে এ বিষয়ে। অনেক ভাল থাকুন, নীল মনি।

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৭

নীল মনি বলেছেন: শুকরিয়া ও কৃতজ্ঞতা বুঝিয়ে দেয়ার জন্য।মোবাইলে স্টার অপশনটা আসলে আসছে না তাই হয়ত খুঁজে পাইনি।

পোস্টটি দেখার জন্য খুশি হয়েছি, শামুকের ডিমের সাথে স্মৃতিগাঁথা জানতে পারলে খুশি হতাম।সময় করে একদিন লিখে ফেলবেন। :)

১০| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:১১

ক্স বলেছেন: এবার ডিম ফুটে বের হওয়া শামুকের বাচ্চার ছবি দেখান।

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৮

নীল মনি বলেছেন: হিহিহি

১১| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাংলাদেশি শামুকের ডিম আরও সুন্দর।
বুঝেছেন ম্যাডাম!

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৯

নীল মনি বলেছেন: তাই বুঝি! এটা বুঝি বিদেশি?

শুকরিয়া।


স্যার আমি কিন্তু বুঝিনি

১২| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৩

নতুন নকিব বলেছেন:



জবাব দেয়ায় কৃতজ্ঞতা।

দেখি, সময় বের করে কখনও শামুককথা লিখব, ইনশাআল্লাহ। আপনি তো ভাল লিখেন। আপনার হাত অনেক ভাল। লিখতে থাকুন। কয়েকটি পোস্ট দেখেছি। অধমের দোআ আপনার সঙ্গী হবে, আশা রাখি।

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৫

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ কিভাবে কৃতজ্ঞতা জানাই বুঝতে পারছি না।আপনার জন্যও অনেক দোয়া রইল।

:)

১৩| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৪২

সুমন কর বলেছেন: আগে দেখিনি, ধন্যবাদ।

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:০২

নীল মনি বলেছেন:

১৪| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:০০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যালো! আছেন নাকি এখনই মিসকলে সাড়া দিয়ে ফেলেছেন? কেমন ছিলেন সারাদিন?

১৫| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৩

নীল মনি বলেছেন: হ্যালোওঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅ আছি তো আলহামদুলিল্লাহ্‌ ভালোওঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.