নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
মেপে মেপে পথ চলা হয়ে উঠেনি কোনকালে
এমন কী নি:শ্বাসের মাপও নিতে শিখিনি!
অথচ তুমি রোজ নি:শ্বাসের মাপ নিয়ে দিন শুরু কর।
পুরানো দেয়ালের সত্যতায় দাঁড়িয়ে
তোমার নিঃশ্বাসের একাকি গোলাপ ঠিক ফুটে রয়।
তোমার চোখ প্রশস্ত দিবালোকে প্রেম করে
তুমি নিজেকে স্বপ্নে রেখে দাও সুখের সাধনায়।
মৃত্যুর অর্থহীন মুখ চুম্বন করতে করতে
আমি ভাঙা স্বপ্নের দিকে তাকিয়ে কাঁদি।
আমি বাতাস এবং মেঘ ভালোবাসি
সে আমাকে আলাদা করে দেয় তোমার থেকে।
ভালোবাসা পড়ে থাকে স্মৃতির সাদা পাতা হয়ে।
একটি অন্ধকার মুখ ভেসে ওঠে জীবনের আয়নায়।
ঝুলছে কাঁটাতারে তার জীবনের পড়ন্ত বিকেল বেলা।
আমার হৃদয় ডানার সাথে পায়ে যেন আটকে আছে
গভীর দীর্ঘশ্বাস!
শুনছ তুমি ; সব হিসেব ভুলে
মানুষের বেশ ধরে তোমার কাছে একদিন এসেছিলাম।
©রুবাইদা গুলশান
ছবি ইন্টারনেট
০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৯
নীল মনি বলেছেন: ☺☺☺☺
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৩
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন+
০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:২০
নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতা ও ছবি দুটোই সুন্দর।
০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:২০
নীল মনি বলেছেন: শুকরিয়া সুন্দর মন্তব্য করার জন্য।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: একটি অন্ধকার মুখ ভেসে ওঠে জীবনের আয়নায়
বাহ চমৎকার কবিতাটি পড়লাম এক নিশ্বাসে।
০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:২১
নীল মনি বলেছেন: শুকরিয়া ও কৃতজ্ঞতা। আমি তো অনুপ্রাণিত হয়ে যাচ্ছি
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এত সুন্দর লিখতে পারেন আপনি তারপরও নিজেকে লুকিয়ে রাখতে চান কেন? কবিতায় অসম্ভব ভালোলাগা। কিপ ইট আপ।
৬| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:২২
নীল মনি বলেছেন: এত সুন্দর মন্তব্য
০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:২৩
নীল মনি বলেছেন: আবার সেই অর্ধেক মন্তব্য পোস্ট হল।এত সুন্দর মন্তব্য! কিপ ইট আপ
৭| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার ওপর ভূতের আছর আছে।
০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১২
নীল মনি বলেছেন: হিহিহি ছু মন্তর ছুউউউউউউউউউউউ। ভূত ভয় পেয়েছে
৮| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভয় পেলেও মনে হয় পুরোপুরি ছেড়ে যাবে না। বার বার ফিরে ফিরে আসবে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৩
সোহাগ তানভীর সাকিব বলেছেন: যদিও কবিতার ভাবার্থ গভীর তাৎপর্যের বিষয় তারপরও ভালো লেগেছে।