নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো -৫

১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭


# খারাপ লাগাকে সাথে নিয়েই ভালো লাগার শুরু!

# বড়লোকেরা বুঝি ইনবক্স করলে উত্তর দেয় না???অনলাইনে থাকা মানে তো অনলাইনে থাকা নয়,সবুজ বাতি জ্বালিয়ে দিয়ে কেউ কেউ কাজ করতে ভালোবাসে।আর অন্যরা ভাবে সে অনলাইন এ আছে অথচ আমার মেসেজের রিপ্লাই দেয় না।
কাউকে মেসেজ দেবার পর ধৈর্য ধারণ করা শিখে নেয়া উচিত,একটা মানুষ সব সময় উত্তর দেবার মুডে থাকে না।যারা সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করেন তাদের এই ব্যাপারে সহনশীলতার পরিচয় দেয়া উচিত।একটা মানুষ বিরক্ত হচ্ছে কিনা সেটা দেখা উচিত,মানুষটা ফ্রি আছে কিনা সেটা দেখা উচিত,তারপর না হয় তার উপর অভিমান করার অধিকার থাকলে অভিমান করা উচিত।কারো মেসেজ সিন করে উত্তর না দিলে খারাপ লাগে আমি জানি,কিন্তু অন্য পাশের মানুষটা নিশ্চয়ই বিজি আছে, নিশ্চয়ই পরে উত্তর দেবে এমন সান্ত্বনা মাথায় রেখে মেসেজ দেয়া উচিত।আর এটার সাথে গরীব বড়লোকের কোন সম্পর্ক নেই,যারা এমন করে ভাবেন আমি বলব তাদের মনের সংস্কার করুন,আপডেট করুন প্লিজ আরেকটি বার নিজেকে।

# কখনো কখনো অবাক হতেও ভুলে যায়, মানুষের নির্মমতা দেখে।

# এত সুন্দর চাঁদ বুঝি তোমার একার?এই চাঁদ আমার বাপের বাড়ির সম্পত্তি,সেই ছোট্ট বেলা থেকে চাঁদ আমার মামা
বুঝেছ?


# কখনো কখনো কথাগুলো ডুবে যায় সূর্যাস্তের মত করে,শুধু ব্যথা গুলো রয়ে যায় গোধূলির রঙে।তারপর মিলেমিশে এক রঙ,অপেক্ষা আবার নতুন প্রভাতের।

# সময় -শুধু অদ্ভুত নয় অনেক বড় ভূত। সব কিছু নিমিষেই চুরি করে নিয়ে যায়।

# হারিয়ে যাবার আগেই তো মানুষ ফিরে আসে ।

# কল্পনাবিলাসী কারণ আমি রোবট নই!

©রুবাইদা গুলশান

ছবি ইন্টারনেট

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
পড়তে সমস্যা হল। মাঝে ইন্টার চাপতে হবে।

অনেকে পোস্ট দিয়ে ডুব দেয়। তাদের রিমান্ডে নিতে হবে।

শ্রদ্ধেয় চাঁদগাজীকে প্রতিউত্তরের জন্য গোন্ডমেডেল দেয়া দরকার।।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৯

নীল মনি বলেছেন: ইন্টার চেপে দিয়েছি।বাকিটা বুঝি নি।

২| ১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবাই ভালো পাঠক হতে পারে না। তাদের কিছু সীমাবদ্ধতার গন্ডী থাকে।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২০

নীল মনি বলেছেন: কী বলব বুঝতে পারছি না

৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কথাগুলো সত্য। তবে সবার মনমানসিকতা এক নয়। ব্যতিক্রম থাকবেই। সব পাঠক কোনদিনই একই মনমানসিকতার হবে না। তেমনি সব লেখকও একরকম হবে না।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২১

নীল মনি বলেছেন: আসলে কি হচ্ছে কী!

৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মানুষ যখন একজনকে ইন্বক্স করে তখন সে মনে করে অপর প্রান্তের মানুষটা তার আপনজন তখন অধীর আবেগে অপেক্ষা করতে থাকে তার প্রতিউত্তরের জন্য। সে চেনা জানা হইক না কেন ভার্চুয়্যালে তবোত আবেগের কাছে যেনো মানুষ বন্ধি।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫২

নীল মনি বলেছেন: কিন্তু সব সময় উত্তর করা কি সম্ভব!

৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৮

দিবা রুমি বলেছেন: সবাই ভাল পাঠক হোক।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৯

নীল মনি বলেছেন: রুমি আপু আমি কেন কিছু বুঝতে পারছি না।এটা ঠিক যে আমি ভীষণ স্ট্রেসে আছি।

৬| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৯

দিবা রুমি বলেছেন: প্রতি-উত্তর-দাতারা হোক সচেতন ;)

৭| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: নিজেকে আপডেট করার ট্রেনিং নিচ্ছি।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৭

নীল মনি বলেছেন: বলি আমি কিছু বুঝি না কেন! মাথায় একটা বাড়ি দিতে পারবেন?

৮| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভূতদের নিয়ে রাত ৯টায় হাজির হব।। সবাইকে দাওয়াত।।


সরি টু সেঃ কপি-পেষ্ট
@"মন্তব্য ও প্রতব্য(প্রতিমন্তব্য) প্রসংগঃ

আপনি পোস্ট দিছেন। খুব ভাল হইছে। সবাই-ই ভাল কইতাছে। আর আপনে একা একা মুচকায়া হাসছেন। আহারেআমার পোস্টটা হিট হয়ে গেছে। এমনকি আনন্দে ফালফালিও করতাছেন আর টেবিলে চাপড়াইতাছেন।ভাল কথা। আপনার পোস্টে মানুষ অংশগ্রহণ করছে বলেই পোস্টে মজা পাইতেছেন। এখন আপনে কি কললেন?

একখান আকাম কইরে বসলেন। আকামটা হইলো- কারো কমেন্টেরই রিপ্লাই না করে আপনি খালি পড়েই ফালাইতাছেন।এইখানেই হলো সবচেয়ে বড়ো ঘাটতি।

আপনি ব্লগিংয়ের মানে জানেন?
ব্লগিংয়ে পোস্টদাতার জন্য কমেন্ট রিপ্লাই দেওয়াটা কতটুকু আবশ্যক সেটা কি জানেন? ব্লগের প্রাণ যদি পোস্ট হয় কমেন্ট করাটা তা হলে দেহ। আর রিপ্লাই/প্রতব্য হলো দেহের সজীব রক্ত।আপনি সময় কম দেন সমস্যা নেই। কিন্তু আপনার ব্লগকে মৃত রাখলে যে ক্ষতি হয় সেটা সামুর/অন্য কারোর না, এটা আপনার।নিজের পোস্টের ব্যাপারে আপনি যদি পাঠকের/ব্লগারের প্রশ্নের উত্তর একেবারেই না দেন তাহলে আপনি একটা ফাউল লোক বলিয়া খ্যাতি অর্জন করতে পারেন।


জানেনই তো যারা ধন্যবাদ দিতে জানে না সোসাইটিতে তাদের কি প্রকারের জীব হিসেবে দেখা হয়???
(স্নেহের গেমু)

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৭

নীল মনি বলেছেন: আজকের দিনটা গেল স্মরণে রাখার দিন।আমি পালাব।

আমি।মুখ বন্ধ রাখি।
ভূত দের নিয়ে এসেন।আমারে ভূত বানায় দেন।

৯| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৮

সোহাগ তানভীর সাকিব বলেছেন: একদম ঠিক কথা বলেছে। ধন্যবাদ।

১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:২৭

নীল মনি বলেছেন: :)

১০| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫০

কাওসার চৌধুরী বলেছেন:


মন্তব্য করবো কী না, ভাবছি?
আমার কথাগুলো বাকী সবাই বলে দিয়েছেন!!

১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:২৭

নীল মনি বলেছেন: শুকরিয়া

১১| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩১

রাজীব নুর বলেছেন: পুস্প আপনার লয়ে ফোটেনা,
অপরকে প্রস্ফুটিত করাই তাহার কাজ।

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৮

নীল মনি বলেছেন: জ্বী শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.