নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
আসবে একদিন
এই শহরে শব্দের মিছিলে তোমার পা'য়ের শব্দ ম্লান হয়ে যায়।এই শহর ভীষণ দু:খী
যেন বছরের পর রয়েছে একলা।
তুমি দেখ
এই শহরে সবুজ পল্লব গুমড়ে কাঁদে
তাকিয়ে থাকে আকাশপানে, কবে ভিজবে বৃষ্টির ছাঁটে
আমি ধুলো মাখি গা'য়ে, ঘরে ফিরি ক্লান্ত চোখে।
আয়নায় দেখি অন্য আমিকে
যে আমিকে দেখো নি কখনো তুমি।
এ শহর প্রতিদিন স্বপ্ন বেচে ফিরে ঘরে
স্বপ্ন ভাসে লক্ষ চোখের মনির ঘরে।
পথ চলতে চলতে ফিক করে হেসে উঠি
দেখি জারুল ফুলও হাসছে দুলে দুলে
এই পৃথিবীর রঙয়ের মেলায়।
তুমিও যেন ভুল করে
নির্ঘুম স্মৃতির জগৎ ঘিরে
ভাবছ বসে আসবে একদিন এ শহরে
©রুবাইদা গুলশান
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৭
নীল মনি বলেছেন: শুকরিয়া। কেমন আছেন?
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩
রাজীব নুর বলেছেন: গত বারো ঘন্টায় ব্লগে অনেক গুলো কবিতা এসেছে। তার মধ্য থেকে আপনারটাই সেরা।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৮
নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্ শুকরিয়া।কেমন আছেন?
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মনি, শুভ সকাল।
আমি নিজাম।
অনেকদিন ঠিকমত পাই না। সব ঠিক আছে??
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
সনেট কবি বলেছেন: সুন্দর