নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

অরণ্যের গুঞ্জন

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩


আলহামদুলিল্লাহ্‌! আমার দ্বিতীয় গল্পের বই "অরণ্যের গুঞ্জন " দেশ পাবলিকেশন্স হতে প্রকাশিত হতে চলেছে।ইন শা আল্লাহ্‌ শুক্রবার থেকে বইটি স্টলে পাবেন।

বইটি পাওয়া যাবে
অমর একুশে গ্রন্থমেলা ২০১৯
স্টল নং: ৩৮৮-৩৮৯
প্রাণের মেলায় সকলকে আমন্ত্রণ।

মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৯

মাহের ইসলাম বলেছেন: অভিনন্দন ও শুভ কামনা রইল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫০

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ দোয়া করবেন :)

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: রিভিউ ভালো হয়নি।
ন্যূনতম কয়েকটি গল্পের নাম তো দিতে পারতেন।
আরেকটু খুলে লিখলে ভালো হতো।
মন্তব্য শুনে আবার মনখারাপ করবেন না।

বইটির বহুল প্রচার কামনা করছি।
শুভেচ্ছা ও শুভকামনা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৪

নীল মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সত্যিটি সুন্দর করে লিখিনি। দায়সারা গোছের হয়ে গেছে। সুন্দর করে লিখলে মানুষ পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠবে তারপর যদি ভালো না লাগে তখন বলবে মেয়েটা এসব কী লিখেছে :) মন্তব্যের উত্তর দিতে দেরি হল। কিছু মনে করবেন না।বইটি পড়ার সুযোগ হলে সুন্দর করে রিভিউ লিখে দেয়ার বিনীত অনুরোধ রইল। আর মন্তব্য পড়ে মোটেও মন খারাপ করিনি। সত্য কথা শুনতে ও বলতে ভালোবাসি। দোয়া করবেন।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩০

নতুন নকিব বলেছেন:



'অরণ্যের গুঞ্জন' অরণ্যে নয়, গুঞ্জন তুলুক পাঠক মনে। সুখবরটি অবহিত করায় অভিনন্দন।

শুভকামনা আপনার জন্য।

বইটির বহুল প্রচার কামনা করছি। +++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬

নীল মনি বলেছেন: আস সালামু আলাইকুম। এত সুন্দর মন্তব্যে করেছেন! জাজাকাল্লাহ খাইরান। অফুরন্ত দোয়া চাই। আল্লাহ্‌ আপনাকে ও আপনার পরিবারকে নিরাপদে রাখুন।আমিন

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: সুন্দর প্রচ্ছদ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৭

নীল মনি বলেছেন: রাজীব দা শুকরিয়া। বইমেলা আসছেন তো?

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রচ্ছদ বেশ ভালো লেগেছে। বইটির সার্বিক সাফল্য কামনা করছি।

শ্রদ্ধেয় নকিবভাইয়ের সুরেই বলব,' অরণ্যের গুঞ্জন ' গুঞ্জন তুলুক ; তবে সে অরণ্য নয়, পাঠক হৃদয়ে ....

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৮

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌। আল্লাহ্‌ আপনাদের দোয়া কবুল করে নিন।আমিন। আশা করছি ভালো আছেন?

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: অভিনন্দন :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৯

নীল মনি বলেছেন: শুকরিয়া দুটো কারণে। প্রথমত আমার মত ছোট মানুষকে অনুসরণ করার জন্য এবং দ্বিতীয়ত অভিনন্দন জানানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.