নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
বেহালার সুরের মতোন ঢেউ তুলে ঝড় ওঠে!
ক্রমাগত জানালার কড়া নেড়ে যাই; চারিপাশের সবকিছু অন্ধকারের মতন নিশ্চুপ।
আকাশের উপর অদ্ভুত অপরিমেয়তা যার দিকে শুধু তাকানো যায়, তোমার চোখ দূরত্ব মাপে নিঃসঙ্গ যন্ত্রণার!
আলো নিভে যায়; চোখ চেয়ে রই অপেক্ষার।
স্বর্গের স্মরণিকা নিয়ে তুমি আসো ভ্রমণ স্বপ্নে ; তারার দেশের নিভু নিভু আনন্দের পরশে!
যে গাছগুলো চুপ করে থাকে, জানি না শব্দ এলে তারা কেমন করে কথা বলে!
বৃষ্টি, সবুজ আর জলের এই দেশে
মাশরুমের মত আর্দ্র উষ্ণতায় পরিমাপ করে যাই, তোমার এক চোখ থেকে অন্য চোখের দূরত্ব!
অসীম এলোমেলোতা সত্ত্বেও চোখ বন্ধ করি, রেখে দিই পৃথিবীর দুঃখের পাশে ছোট্ট এক টুকরো ধূসর কষ্ট; নিখুঁত চেতনার বৃত্তে একেঁ যাই স্থির মানচিত্রে গোপনীয়তার প্রিয়মুখ; মনখারাপের একটু সুখ কিংবা প্রিয় অসুখ!
-রুবাইদা গুলশান
২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৫
নীল মনি বলেছেন: ধন্যবাদ !
২| ২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারন আপনার লেখার হাত।
২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:২০
নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ ! অধিক প্রশংসা।
৩| ২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৪
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
২২ শে আগস্ট, ২০২০ রাত ১১:১৭
নীল মনি বলেছেন: কেমন আছেন ভাইয়া ? শুকরিয়া
৪| ২২ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৮
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা
২২ শে আগস্ট, ২০২০ রাত ১১:১৮
নীল মনি বলেছেন: মন্তব্য ও পাঠে কৃতজ্ঞতা!
৫| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ১:৫৭
সিদ্ধাচার্য লুইপা বলেছেন: বেশ ভালো লেখা। উপমাগুলো চমৎকার।
২৬ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪৬
নীল মনি বলেছেন: পাঠে কৃতজ্ঞতা
৬| ২৩ শে আগস্ট, ২০২০ সকাল ১০:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর।
২৬ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪৬
নীল মনি বলেছেন: শুকরিয়া
©somewhere in net ltd.
১| ২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:১০
মা.হাসান বলেছেন: তারার দেশের আনন্দের পরশ নিভুনিভু হবে কেনো?
ফিরে আসায় অনেক ধন্যবাদ।