নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
কিছুটা আলো গা'য়ে মেখে, কিছুটা ভুল কাঁধে নিয়ে, কিছুটা দ্বিধা আর দ্বন্ধ বুকপকেটে রেখে তুমি অভিমান জমাতে ভালোবাসো বলেই সে আর আসে না এ পাড়ায়।
কিছুটা গম্ভীর হয়ে হাতের মাঝে অন্য হাত রেখে আকাশের দিকে তাকিয়ে এতো এতো কী ভাবো?
খবর তো দাও না, খবর তো নাও না।
চলে গেলে বুঝি ছাপ থাকে না!
তুমি তো তাদের দলে নাম লিখিয়ে একলা সুরে দৈর্ঘ্য মাপতে মাপতে গান গাও।
দূরে দূরে যেতে আর কত দূরে গেলে পথ হবে কেবল-ই একটা-ই।
তব চিঠিসম দূরত্বই হোক আমাদের ঠিকানা।
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০২৪ রাত ১২:৪৪
শায়মা বলেছেন: কবিতায় দূরত্ব এবং অভিমান।
অভিমান আর দূরত্ব দুই শব্দই একে অন্যের সাথে লেগে থাকে।