নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
বকুল ফুলের মিষ্টি গন্ধে ভরে থাকে আমার এই ঘর। আমি মাটির ঘরে থাকি। এই ঘরের পেছন দিকটায় মা'য়ের হাতে লাগানো বকুল ফুলের গাছ৷ কী অদ্ভুত স্নিগ্ধতা এই ফুলকে ঘিরে। মাটির এই ঘরে বয়ে যায় প্রশান্তির স্নিগ্ধ শীতল রূপ। পথচেয়ে থাকি জানালা দিয়ে। তুমি এসেছিলে সে-ই কবে! ভালো করে তোমার মুখটাও দেখিনি। সে-ই একটি মাধবী রাত তুমি বললে আপনার এই গৃহ, এমন সুন্দর উঠোন আর বকুল ফুলের মিষ্টি গন্ধে ব্যাকুল আমার হৃদবসন্ত। সে-ই একটি মাধবী রাত তুমি আমার হলে। বসন্ত নেমে এলো আমার ছোট্ট কুঁড়েঘরে। এমন সুখময় জীবন আর কে-ই বা পেতে পারে। আমি সেদিনের পর আর কোনদিন সুখী হইনি। আমি কারো জীবনের বকুল হইনি।
তোমার বকুল ফুল
রুবাইদা গুলশান
২| ২৫ শে মে, ২০২৪ রাত ১০:০২
গোবিন্দলগোবেচারা বলেছেন: আপনার বাক্য গঠন, শব্দচয়ন, শব্দ বিন্যাস অসাধারণ সুন্দর। এই ব্লগে আপনি ছাড়া আর মাত্র দুইজন লেখকের দেখা পেয়েছি যাদের মুক্ত গদ্য ঠিক বুকের ভেতরটাতে ধাক্কা মারে।
আপনার লেখার পরিমাণ অনেক কম। অনেক বেশি বেশি করে লেখার অনুরোধ থাকলো।
৩| ২৫ শে মে, ২০২৪ রাত ১০:১৬
খায়রুল আহসান বলেছেন: অতি চমৎকার!
"আমি কারো জীবনের বকুল ফুল হইনি" -
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০২৪ রাত ৯:১৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চমৎকার হৃদয়ের বাসনা
....................................................
নিখাদ ভালোবাসার কথা মনে হলে
বুকটা কেঁপে উঠে ।
https://play.google.com/store/apps/details?id=com.devlobis.valentinesdayflowers&hl=en_US