![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
আলো নামে না ধীরে
ঠিক সে যেন আসে চুপিসারে
কোনো অচেনা শব্দের নিচে চাপা পড়ে,
জানালার কাঁচে কাঁপে অস্থির পাতার মতো!
আলো আসে-হলুদের আলতো মায়ায়
কখনো ধুলো মাখা দুপুরে,
কখনো ক্লান্ত ভোরে,
কখনো বা কোনো জানালায় দাঁড়িয়ে থাকা মানুষের চোখে।
আমি তাকাই না।
আমি ভিতরে ডুবে থাকি
সেই ঘরে, যেখানে কেউ কখনো আলো জ্বালে না।
অন্ধকার আমায় চেনে।
আমি তার হাঁটুর কাছে বসে থাকি
সে আমার মাথায় হাত রাখে
বলে-ভয় পেয়ো না
তোর মতো অনেকেই হারায় এই শহরে।
আমি তাকিয়ে থাকি না আর,
তবু দেখি-
আলো ধুলো মুছে যেতে চায় ভেতরের দেওয়াল থেকে।
সেই দেয়াল, যেখানে প্রতিদিন লিখি
“আমি আছি, অথচ নেই।”
অন্ধকার আসে এক রকম শুশ্রূষা নিয়ে
তার মৃদু স্পর্শে ঘুম আসে,
কিন্তু ঘুমের নিচে লুকিয়ে থাকে বহুদিনের কান্না।
আমার রাজকীয় অভ্যর্থনার অসুখ!
আমি জানি না, আমি মানব না দানব।
এই প্রশ্ন আর তেমন করে জাগে না এখন,
একটা দ্বিধা প্রতিদিন চুপিচুপি জন্ম নেয়,
আর আমি তাকে নাম দিই অন্তরাত্মা।
আমি দানব কিংবা মানবের হিসাব বুঝি না
মেলাতে পারিনি কোনদিন কোন অংক!
আলো ডাকলেও ফিরি না,
কারণ আমি জানি - প্রকৃত মানব জানে
অন্ধকার যত গভীরই হোক,
তওবা তার আলো ছুঁয়ে থাকে!
সে আলো কারো চোখে নয়
ভীড় করুক আমার ঘরে!
রুবাইদা গুলশান
০৪ ঠা মে, ২০২৫ রাত ২:১৫
নীল মনি বলেছেন: মন্তব্যে অপরিমেয় কৃতজ্ঞতা
২| ০৪ ঠা মে, ২০২৫ ভোর ৫:৫৮
নতুন নকিব বলেছেন:
কবিতায় এক গভীর আত্মসংলাপের ছবি আঁকা হয়েছে, যেখানে আলো ও অন্ধকার মানুষের অন্তর্লোকের প্রতীক হয়ে ওঠে। কবি অন্ধকারে নিজের আত্মাকে খুঁজে পান, যেখানে তাওবার আলোও এক আশ্রয় হয়ে আসে। এই কবিতা আত্মচেতনা, দ্বন্দ্ব ও শুদ্ধির এক নিঃশব্দ আর্তি।
০৪ ঠা মে, ২০২৫ সকাল ৭:০০
নীল মনি বলেছেন: আল্লাহু আকবর । চমৎকার ও আন্তরিক মন্তব্যে। মহান আল্লাহ কবুল করুন আমাদের সবটুকু সবিনয় আবেদন এবং উত্তম কিছু লেখার তৌফিক দান করুন। শুকরিয়া
৩| ০৪ ঠা মে, ২০২৫ সকাল ১০:১২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
০৪ ঠা মে, ২০২৫ রাত ৯:৩৯
নীল মনি বলেছেন: সুন্দর মন্তব্যে
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০২৫ রাত ১:৪২
মামুinসামু বলেছেন: Beautiful poem.
"STOP FIGHTING, LET IT FLOW"