![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
রুবাইদা গুলশান
সময়ই সৌন্দর্যের চোখকে অন্ধকার করে দেয় কিংবা আনে আলো।
এই সময়ই হৃদয়কে উজ্জ্বল করে, গড়ে তোলে সোনার পটভূমি।
এই সময়ের কাছে
আমার হৃদয়,
তোমার হাতে বন্দি।
তোমার ডাকেই পাখির মতো
কেঁপে ওঠি বারে বারে।
জানোই তুমি
দুঃখ দিতে লাগে একটি শব্দ
তবুও কেন দুঃখ দাও
কেন বলো, ভালোবাসো?
০৪ ঠা মে, ২০২৫ রাত ৯:৩৭
নীল মনি বলেছেন: শুকরিয়া
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০২৫ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।