নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

ব্যস্ত আছি আজীবন

০৪ ঠা মে, ২০২৫ রাত ১০:৪৩

ব্যস্ত আছি আজীবন

সময়ের বেড়াজালে ভাবি ব্যস্ত আছি
কোনো এক অদৃশ্য ক্যালেন্ডারে,
জীবনের পাতাগুলো ছিঁড়ে ফেলতে ফেলতে
বাকি থাকে কেবল সংখ্যা আর কিছু না পাওয়া বিকেল।
সকাল আসে, আবার ফুরিয়ে যায় ফুরুত করে
একটা মিটিং, একটা ফাইল, একটা ‘জরুরি’ কাজ,
এর মাঝেই হারায় একটা চিঠি লেখার ইচ্ছে,
একটা কবিতা, কিংবা কেমন আছো এমন প্রশ্নের উত্তরটা!
জানি , এই ব্যস্ততা আসলে কোনো গন্তব্য নয়,
শুধু নিজেকে ভুলে থাকার সুন্দর ছল,
অচেনা নিয়মে আরামের চাদরে নিজেকে জড়ানো বল
ক্লান্ত হয় শরীর ,ক্লান্ত হয় মন
খুব ভেবে দেখি
কেউ কখনো প্রশ্ন করেনি
“একটু বসে নিজের কথা বলো তো নীল।”
আরে মশাই! এ জগত সংসারে কে কার কথা শুনতে চায়!
ব্যস্ততা কারো গন্তব্য নয়,
এ শুধু নিজেকে ভুলে থাকার ছল,
দুনিয়া তো ক্ষণস্থায়ী,
আসল ঠিকানা পরকাল।
তবে যে আমায় ,কেউ তো প্রশ্ন করেনি কখনো
তোমার রবের সঙ্গে শেষ কথা কবে হয়েছে,বল ?
কী বলব আমি ভেঙেচুরে
কারণে অকারণে ব্যস্ত ভীষণ আমারও সময়জাল
ভুলেছি সব যা আছে বাকি
পতপত শব্দে মৃত্যুর পতাকা হাতে নিয়ে
ভাবি কেবল
মৃত্যু কোনো মিটিং এর জন্য অপেক্ষা করে না।

♦️ রুবাইদা গুলশান

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০২৫ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.