নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

কথোপকথনে আমার তুমি!

১১ ই জুলাই, ২০২৫ রাত ১২:৩১



-কিন্তু আমার ভিতরে এত ভুল… এত অপরাধবোধ… এত রাগ...এত অভিমান... এত জেদ...যতবার নিজের দিকে তাকাই, দেখি জলজ্যান্ত একটা দাগ দেওয়া আয়না। এই আয়নার ভেতর আমি নিজেকে আর ভালোবাসতে পারি না।তুমি কি একটুও বোঝ না? উত্তর দাও?

-শুনো পাগলী! তোমার আয়না দাগে ভরে গেছে বলছো, কিন্তু তুমি কি জানো, দাগ হয় আয়নার ওপর, ওতো তুমি নও। তুমি হলে দাগবিহীন। প্রতিটি ভুল, অপরাধ ,অন্যায়,অভিমান ,জেদ তোমার ভেতরে মেঘের মত জমে। তুমি খন্ড খন্ড এই মেঘগুলোকে বিশাল এক দাগ ভেবে অস্থির হয়ে আছ!

-কিন্তু তবুও তো এ দাগটা আমি নিয়েছি নিজের নামে। সব ভুল যেন আমার গায়ে চেপে আছে কখনও না বলা কথা, কখনও না-বলা আচরণ…সব কিছু আমাকে যে পীড়া দিচ্ছে , বলি তার কী হবে?

-শোন মেয়ে! মানুষ ভুল করে। ভুল করেই সে জানতে আর বুঝতে শেখে কোথায় হাঁটতে হয়, কোথায় থামতে হয়। ভুল মানে ভুল না তা হল ওই সময়ে তুমি তোমার অসচেতনতাকে প্রাধান্য দিয়েছ আর নিজের ভুল খুঁজে পাওয়ার মানে তুমি সচেতন হচ্ছো।

: তাহলে আমি কি নিজেকে ক্ষমা করতে পারি?

-সেটাই তো হওয়া দরকার। দেখ, তুমি নিজেকে ক্ষমা করলে, তোমার দাগ দেওয়া আয়নাও কিন্তু স্বচ্ছ হয়ে যাবে। ক্ষমা কোনো আত্ম-রক্ষা নয়, এ এক চুপচাপ প্রেম নিজের প্রতি নিজের ,অনেকটা বলতে পার নিজের মাথায় নিজের হাত বুলান। নিজের হাতকেই সান্ত্বনার হাত বানিয়ে নিজের ভুলের সাথে আপোষ করা। কী বুঝলে,পাগলী?

-তুমি তো কত কিছুই বোঝাও আমাকে। আমি ঋণী তোমার কাছে! কিন্তু একটা কথা এ আত্ম-প্রেম কীভাবে শেখা যায় বলবে?

-শিখতে হবে না। যাকে ভালোবাসো ,তাঁর কথা তো তুমি মানো। তাহলে প্রতিদিন অন্তত একবার নিজের চোখে তাকাও। আর বলো - আমি ভুল করবো, কারণ আমি চলছি। আমি এই গ্রহের একজন সাধারণ মানুষ আর আমি চলছি কারণ আমি বেঁচে আছি। আর তুমি বেঁচে থাকলে ভুল হবে, ক্ষমা আসবে, তুমি নিজেই এক নতুন সূর্য হয়ে উঠবে তোমার জীবনে।

-তোমাকে আমি কখনো-ই ধন্যবাদ দিতে পারি না!

-ওটা তাঁদেরকে দিয়ো , যারা "ধন্যবাদ"পেতে ভালোবাসে! এখন তব আসি?

-আর একটু থেকে যাও!
-আমি তো তোমার কাছেই থাকি , তুমি কেবল মাঝে মাঝে টের পাও।
-সেই ভালো। ভালো থেকো। আবার আসব তোমার উত্তর হয়ে!
-আমি তাহলে প্রশ্নের কাছাকাছি যাই, যেন আমাদের আবার দেখা হয়!

©রুবাইদা গুলশান

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.