নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন

১১ ই আগস্ট, ২০২৫ রাত ২:২১

হারালে হারায় যে জন
কে রাখে সে খবর
কবে কোথা হতে নদী গেলো বেঁকে!
যা যায় সে যাবার জন্যই যায়
যে রয়ে যায়, সে তো বিনা কারণেই যায়!
তবুও খুব নিশ্চয়তা নিয়ে যে থাকে বসে
খুব অনিশ্চিত সময়ের হাতে হাত রাখে সে
যে ছিলোই না তাকে যে ধরে রাখে
হারটা বলো -এখানে কার ঝুড়িতে ঝিকঝিক করে।
তুমি নেই -সত্যি কি নেই!
কিছু বিশ্বাস অবিশ্বাসের মতো লাগে!
কিছু ভালোবাসা হীরন্ময় হয়ে হৃদয়ে থাকে।
পেয়ে যা হারাই মানুষ
তার ব্যথা কেউ কি লুকাতে পারে?

রুবাইদা গুলশান

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:০৪

বিজন রয় বলেছেন: আপনি অনেক পুরানো ব্লগার!

মাঝে মাঝে পোস্ট দিচ্ছেন।


চমৎকার একটি কবিতা।
ভালোলাগা রইল।

১১ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:২০

নীল মনি বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা । ওয়াইফাই ছাড়া তো এখানে আসা যায় না। যখন আসতে চাই তখন জিপি নেট সাপোর্ট করে না। যাইহোক আশা করি ভালো আছেন ।

২| ১১ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৩| ১১ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা মনে ধরেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.