![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
প্রেস বিজ্ঞপ্তি
সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘এক রঙ্গা এক ঘুড়ি’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১৬ই নভেম্বর, ২০১৮ বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়াতনে বিকাল ৪টায় সুবিধাবঞ্চিত শিশু সহ স্বেচ্ছাসেবী, কবি সাহিত্যিক বন্ধু বান্ধবদের অংশগ্রহণে আনন্দ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ড. আবুল হোসেন, পরিচালক, পথ শিশু পুনর্বাসন কার্যক্রম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মাঈনুদ্দিন মইনুল, কান্ট্রি ডাইরেক্টর, গুড নেইবারস্ বাংলাদেশ এবং এম. জাহাঙ্গীর হোসেন, প্রেসিডেন্ট, স্ক্যান বাংলাদেশ।
আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের পরিবেশনায় সমবেত সংগীত, নৃত্য ও কবিতা পাঠ সহ অন্যান্য সাংস্কৃতিক আয়োজন থাকবে। স্বেচ্ছাসেবী কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ৫ জন স্বেচ্ছাসেবীকে ঘুড়ি মানবিক মানুষ সম্মাননা ২০১৮ প্রদান করা হবে।
আমন্ত্রণ রইলো। ধন্যবাদন্তে-
নীলসাধু
প্রতিষ্ঠাতা, এক রঙ্গা এক ঘুড়ি
প্রধান কার্যালয়ঃ ৩২/২ শুক্রাবাদ, নীচতলা
ঢাকা ১২০৭, ফোন- ০১৯৯৫৫২৯৬৫৪, ০১৭১১৩১০৪৭৬
www.ekrongaekghuri.co
২| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০১
উম্মে সায়মা বলেছেন: বাহ। শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: গুড জব।
ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা সংগঠন করবো। কিন্তু করতে পারিনি। এখনও আমার এরকম ইচ্ছা আছে।
আপনারা পেরেছেন, আপনারা ভাগ্যবান।