নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
নদীতে গা ভিজিয়েছিল কূর্চি!
এক সন্ধ্যায় একে একে মুছে ফেলেছিল স্পর্শের সকল আর্য চিহ্ন! ভেবেছিল ভুলে যাবে রোদ ছায়া
শিমুল বন একলা দুপুর!
ভেবেছিল ভালো আছে।
উত্তরে হাওয়া এসে গোপনে চিবুক ছুঁয়ে যায়!
চোখ জুড়ে এক সমুদ্র জল। বিবর্ণ পাতাদের মাঝে ভাসে কার মুখ।
কূর্চি দেখতে চায় না কিছুই।
বিবাগী আসমান জুড়ে ফিসফাস।
টুপটাপ শিশির। হায় সময় তোমার কাছেই বন্ধক রেখেছি
অবেলার যতো গান।
নিশুতি রাতের রূপকথারা মেঘে মেঘে ভাসে...
.
.
#কূর্চি_রূপকথা
নীলসাধু
০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৫
নীলসাধু বলেছেন: কইতারিনা।
গুগলে সার্চ দ্যান।
না পাইলে আমার ব্লগ ঘুরে দেখেন। বুঝে জাবেন কূর্চি কে বা কি!
২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৫
চাঁদগাজী বলেছেন:
এক রংগা ঘুঁড়ি নিয়ে কবিতা?
০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৪
নীলসাধু বলেছেন: ভাইসাব এসব হাবিজাবি লেখাও আপনি পড়েন।
এগুলান কিছু না। এমনি এমনি গুতাগুতি।
থ্যাংকু।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৪
রাজীব নুর বলেছেন: শহরের উষ্ণতম দিনে, পীচ গলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ...
০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৬
নীলসাধু বলেছেন: আহা।
মন্তব্যে ভালো লাগা। খুবই কাব্যিক হয়েছে কমেন্ট
থ্যাংকিউ রাজীব নুর ভাই।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: উচ্চমাত্রার কাব্য চর্চা। ভাল লাগল।
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৪
পদ্মপুকুর বলেছেন: বুদ্ধদেব এর মাধুকরীতে নায়িকার নাম ছিলো কুর্চি
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
ডুবুরি বলেছেন: বেশ লিখেছেন নীল ভাই। মন ছুঁয়ে গেল।
ঘুড়ি ব্লগের সদস্য ছিলাম.. গল্প, কবিতা ছিল কিছু। ব্যস্ততার কারণে সময় দিতে পারিনি, সামুতেও একই অবস্থা। প্রোফাইল দেখলে বুঝতে পারবেন। একদিন আবিষ্কার করলাম ব্লগটি নেই। কী হয়েছিল ওটির?
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
ঋণাত্মক শূণ্য বলেছেন: কূর্চি কি জিনিষ?