নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

উস্তাদ আছেন কিরাম?!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪



দেখা হলে প্রথমেই জিজ্ঞেস করতো, উস্তাদ, আছেন কিরাম?!

আমি হাসতাম।
তারে দেখতাম। তার ছিলো একেকসময় একেক ভাব, বোঝার চেষ্টা করতাম মনের ভাব গতিক কোন দিকে।
মাঝে মাঝে সে সিরিয়াস।
বেশিরভাগ সময় পাগলাটে আলাপ হতো আমাদের। আমাদের দুজনের অনেক ব্লগ নিক ছিলো। একেক নিকের ভাষার ব্যবহার ছিলো একেক রকম। আমরা দুজনে দেখা হলে সে সব নিকের ভাষারীতি ব্যবহার করে কথা বলতাম।

তার সাথে শত স্মৃতি।
ব্লগে একবার খুব ঝামেলা চলছে। পুরো ব্লগ জুড়ে অস্থিরতা। সেসব দিনে আমরা ২৪ ঘণ্টা কানেকটেড ছিলাম। পোষ্ট মন্তব্য নিক ফেইক নিক, দিনরাত নেটেই থাকি।
ভার্চুয়াল যুদ্ধ।
কবি কুহক আমার সেই সময়ের সাথী।
যখন আমার পাশে কেউ ছিলো না তখনো সে ছিলো আমার সাথে।
একসাথে মোকাবিলা করেছি অনলাইনের শত্রুদের।

বইমেলার প্রতিটি দিন
কতো আলাপ
বই প্রকাশ
কবিতাকে নিয়ে ধুনফুন কতো কাহিনী।

অনুপ্রাণন এর দিনগুলো
কনকর্ডে গেলেই চৈতী আপা আর কুহকের সংগে দেখা করে আসতাম। কিছুক্ষণ আড্ডা
চা সিগারেট পুড়িয়ে তবে ফেরা।

কুহকের শরীর দীর্ঘদিন ধরেই খারাপ ছিল। মৃত্যুকে নিয়ে তার এক ধরনের নির্বিকার ভাব ছিল। ছিলো বেপরোয়া বোহেমিয়ান কবি মন। সে যেন জানতো চলে যেতে যেতেও রয়ে যাওয়াদের একজন না মানুষ সে।
কতোবার হাসপাতাল আইসিও ঘুরে এসেছে সে। ফিরে আসার পর আবার সেই পুরনো কুহক। তবে গতো ২/৩ বছরে সে যেন কিছুটা ম্রিয়মাণ হয়ে গিয়েছিল। আগের উচ্ছ্বাস পাগলামিও কমে গিয়েছিল অনেকটা।

এভাবে তার চলে যাওয়া
চির প্রস্থানের খবর আমাকে বিষণ্ণতায় ডুবিয়েছে। প্রিয় বন্ধু ভালো থেকো।
শেষবারের মতোন দেখা হলো না এটা আক্ষেপ হয়ে থাকবে।



সুপ্রিয় জাদিদের সাথে আমার কথা হয়েছে। আমরা ভিন্ন একটি প্রসঙ্গে আলাপের সময় কবি কুহক মাহমুদ স্মরণে একটি শোকসভা আয়োজনের কথা বলছিলাম। তার একদিন আগে কবি এবং সংগঠক লাকী ভাইয়ের সাথেও আমি কথা বলেছি। তিনিও এই একই কথা বলেছেন। যদি সহ ব্লগার কবি সাহিত্যিক সকলেই একমত হোন তবে আসুন একদিন বসে তার কবিতা কথা ছবি নিয়ে স্মৃতিচারণ করি।
ধন্যবাদ।

বেশ কদিন পর ব্লগে লগ ইন করে পোষ্ট দিতে পারছি।
ভালো লাগছে। আশা করছি সকলেই ভালো আছেন।
ভালোবাসা।

মন্তব্য ৩৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: করা যেতে পারে। আর সে শোক সভায় উপস্থিত হতে পারলে ভাল লাগবে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

নীলসাধু বলেছেন: ওকে। জানাবো।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর প্রস্তাব। কবি কুহ মাহমুদের চীর প্রস্থান যেনো হারিয়ে যাওয়া না হয় সে যেনো বেঁচে থাকে আমাদের সকলের অন্তরে। ভাল থাকুক কবি ওপারে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

নীলসাধু বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪১

ইসিয়াক বলেছেন: ভালো ।
ধন্যবাদ

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭

নীলসাধু বলেছেন: ধন্যবাদ।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অত্যন্ত সত্য কথা।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭

নীলসাধু বলেছেন: ধন্যবাদ।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৪

রাকিব আর পি এম সি বলেছেন: সুন্দর একটি প্রস্তাব। সহমত জানাই।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৬

নীলসাধু বলেছেন: ধন্যবাদ।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:




কুহক মাহমুদ ভারতে চিকিৎসা করাতে চেয়েছিলেন?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৬

নীলসাধু বলেছেন: হু। শেষ দিকে এসে সে চেয়েছিলো ভারতে যেতে। আমরা পারিনি নিতে।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন: হু। শেষ দিকে এসে সে চেয়েছিলো ভারতে যেতে। আমরা পারিনি নিতে।

-ব্লগে সেটা নিয়ে কোন পোষ্ট দিয়েছিলেন?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭

নীলসাধু বলেছেন: ব্লগে পোষ্ট দেবার কথা আসছে কেন? সেতো ব্লগে জানাতে চায়নি। আমাদের বলেছে।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৪

অগ্নিবেশ বলেছেন: আপনারাই তাইলে মাল্টিনিকের ব্লগার?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

নীলসাধু বলেছেন: জ্বি। আমাদের বহু নিক ছিলো। একটা নোট প্যাডে সব নিক এবং পাস ওয়ার্ড লিখে রাখতে হতো। তবে এসব এই যুগের কথা নয়। আপ্নারা তখন ব্লগিং শিখেননি।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " ব্লগে পোষ্ট দেবার কথা আসছে কেন? সেতো ব্লগে জানাতে চায়নি। আমাদের বলেছে। "

-যেহেতু, টাকার অভাবে আপনারা নিতে পারেননি, ব্লগেও সাহায্য চাওয়ার দরকার ছিলো!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

নীলসাধু বলেছেন: আসলে তার শরীর এমন খারাপ গত ৬/৭ বছর হতেই। আমরা এক কথায় বলা যায় অভ্যস্থ হয়ে উঠেছিলাম কিন্তু এভাবে চলে যাবে ভাবিনি। নাহলে আমরা আরো চেষ্টা করতাম। কিন্তু কিছু করার সুযোগ হয়নি। তার আগেই সে আমাদের ছেড়ে চলে গেছে।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


যাক, আপনারা হয়তো সঠিক সময়ে বুঝতে পারেননি; যা হওয়ার হয়ে গেছে!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০২

নীলসাধু বলেছেন: হু। এ কষ্ট নিয়েই আছি চাঁদগাজী ভাই।

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কাছের বা পরিচিত কেউ বার্ধক্যের আগেই চলে যাওয়াটা মেনে নেয়া খুব কস্টের...

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

নীলসাধু বলেছেন: জ্বি। এমন একজন মানুষ যার সাথে লেখালিখি আড্ডা হাসি গানে সময় কাটিয়েছি তার প্রস্থান মনে বেদনা জাগায়।

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২২

পদাতিক চৌধুরি বলেছেন: ভীষণ ভালো প্রস্তাব। এমন একজন সুহৃদের চলে যাওয়া তো বারেবারে পিছনে উঁকি দেবেই। ওনার চলে যাওয়ার ক্ষত অপূরণীয় । কবির স্মৃতিচারণা যদি ভগ্নহৃদয়ে কিছুটা শান্তি দেয় সেটাই প্রার্থনীয় ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০১

নীলসাধু বলেছেন: জ্বি। আমরা তাকে স্মরণ করতে চাই। তার আত্মার প্রতি শান্তি বর্ষিত হোক।

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: এরকম একটা পোষ্ট মনে মনে আপনার কাছ থেকে আশা করেছিলাম।

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল প্রস্তাব।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৬

নীলসাধু বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২৬

নতুন নকিব বলেছেন:



সুন্দর স্মৃতিচারণ। ধন্যবাদ আপনাকে, এই পোস্টটি দিয়ে আমরা যারা ব্লগে প্রথম দিকে ছিলাম না, আমাদের কুহক ভাই সম্মন্ধে কিছু জানার সুযোগ করে দেয়ায়। তার পারকালিন জীবনের কল্যাণ হোক।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২৪

নীলসাধু বলেছেন: ধন্যবাদ। ব্লগার কবি ফটোগ্রাফার কুহক একজন ভিন্ন ধরণের মানূষ ছিলেন। তার কথা লিখতে গেলে বই হয়ে যাবে।
শুভকামনা রইলো।

১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩০

রেজওয়ান তানিম বলেছেন: শোকসভা জাতীয় কিছু হলে আমি আছি, জানায়েন

১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৩

প্রামানিক বলেছেন: নীল দা, আপনার কথাই মনে মনে ভাবছিলাম। সব চেয়ে বেশি ব্লগারের সাথে পরিচয় আপনার আপনিই অনেকের ভালোমন্দ খবর বেশি জানেন। শোক সভার আয়োজন করলে আমি অবশ্যই যোগ দেয়ার চেষ্টা করবো।

১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:১৫

ডঃ এম এ আলী বলেছেন:
প্রয়াত কবি কুহক স্মরণে শোক সভা আয়োজনের বিষয়ে ভাল প্রস্তাব ।
আশা করি অনেকেই তাতে যোগ দিবেন ।
শুভেচ্ছা রইল

১৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪

নীল আকাশ বলেছেন: নীল দা,
প্রয়াত কবি কুহক স্মরণে শোক সভা আয়োজনের বিষয়ে চমৎকার প্রস্তাব । আশা করছি হাতে সময় থাকলে সবাই এতে যোগ দিবেন।
এত সুন্দর একটা প্রস্তাব ব্লগে দেয়ার জন ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা রইল।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৪

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা।
সকলের মতামত পেয়ে ভালো লাগছে।
আশা করি দ্রুতই আমরা আপডেট জানাতে পারবো।

ধন্যবাদ।

২০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১৩

ফাহমিদা বারী বলেছেন: ব্যথিত হলাম :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.