নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
মহাখালীর মতোন উদ্ভট এক এলাকা যেখানে বাস, গাড়ি, সিএনজি, মানুষে গমগম করে।
বিরামহীন চিৎকার চেচামেচি- সেখানেই
প্রথমবারের মতোন দেখা হয়েছিলো আমাদের। আমি কিছুক্ষণ আগেই গিয়ে দাঁড়িয়ে আছি।
তারপর এলে তুমি।
আমাদের একে অন্যকে দেখা।
প্রথম দেখা।
তোমার মুখে জলছাপ হাসি। চুলগুলো কিছুটা এলোমেলো। অযতনে বাধা।
চোখগুলো হাসছে অবিরত।
আমি দেখছি।
চোখ ফেরাতেও ইচ্ছে করছে না। সারা মুখে কি অশেষ মায়া
আদর মাখা সবুজ বন যেন। ঘুমপাড়ানি গান।
আমি ঘোর কেটে যাবার পর বললাম, চলো
তুমি হেসে আমার সাথে চললে
মনে আছে তারপর কি হলো? আচ্ছা তুমি কি ভয় পেয়েছিলে সেদিন?
আমাকে কেন কবিতার ডাকাত ভেবেছিলে!
সে কথা মনে করে কতো হাসাহাসি। আমরা সেদিন শাহবাগ গিয়েছিলাম
পথে কাওরান বাজারে থেমে ছিলাম অনেকটা সময়।
ট্রেন যাচ্ছে।
মনে হলো, যেতে থাকুক এই ট্রেন। অনন্তকাল চলতে থাকুক এই সবুজ রঙের ট্রেন। ঢাকা থেকে রাজশাহী হয়ে কুমিল্লা চলে যাক। দিল্লী আগ্রা ঘুরে আসুক।
থেমে থাকুক সময়। আমরা এভাবেই কাটাই অনন্ত এক জীবন
কেটে যাক শীত গ্রীষ্ম আমাবস্যার অগুনতি রাত।
আচ্ছা সেদিনই কি টিএসসি থেকে হেঁটে গিয়েছিলাম আমরা? ঐযে তোমার বাসা অবধি?
মনে আছে তোমার!
ছবি//ইন্টারনেট সংগ্রহ
২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৫
নীলসাধু বলেছেন: ধন্যবাদ ভাই।
অনেকদিন পর ব্লগ মুক্ত স্বাধীন। সবাই কিছুটা উত্তেজনা নিয়েই যুক্ত হচ্ছে। আনন্দ চারপাশে।
এভাবেই পথ চলতে থাকুক প্রিয় ব্লগ।
ধন্যবাদ।
২| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৮
রাবেয়া রাহীম বলেছেন: আহ সময়!! দিন চলে গেলেও মনের নিভৃত কোণে রয়ে যায় গভীর জলছাপ হয়ে । বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে
ফেলে আসা সেই প্রাণবন্ত সময় , ক্ষণ আরও বেশী উজ্জল হতে থাকে।
কবিতায় ভালো লাগা ++
২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৮
নীলসাধু বলেছেন: থ্যাংকিউ রাবেয়া রাহীম আপা।
আশা করি কুশলে আছেন। শুভকামনা নিরন্তর জানবেন।
৩| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৪
ইসমাঈল আযহার বলেছেন: সুন্দর লিখেছেন
২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩০
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রইল ইসমাঈল আযহার।
৪| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: আহ
কি প্রেম। কি আবেগ। কি সুন্দর সৃতি। অতি মধুর।
২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৮
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রইল।
আন্তরিক ধন্যবাদ।
৫| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+ সুপ্রিয় নীলসাধু ।
২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২১
নীলসাধু বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।
শুভেচ্ছা সতত জানবেন।
৬| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আবেগকে নিখুঁত করে তুলে ধরেছেন কবিতায়। প্রথমে ছোট গল্প ভেবেছিলাম, কিন্ত যখন পড়লাম তখনই মনে হলো এটা কবিতা-----শুভকামনা রইল
৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬
নীলসাধু বলেছেন: ধন্যবাদ জানবেন।
আন্তরিক মন্তব্যে ভালো লাগা রইলো।
৭| ২৮ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭
শ।মসীর বলেছেন: সুন্দর..........।
৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৫
নীলসাধু বলেছেন: ধন্যবাদ।
৮| ২৯ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:৫১
ল বলেছেন: মনে আছে কি না -- তবে প্রেম বহতা নদীর মতো।।।
চমৎকার কথন।।
৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬
নীলসাধু বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১০
সোনালী ডানার চিল বলেছেন: আবেগ প্রকাশের চমৎকার ভঙ্গিমা ভালো লাগলো!
অনেকদিন পর জমজমাট ব্লগ মন ভালো করে দিচ্ছে-
শুভকামনা ভাই..