নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

কূর্চি_বারোয়ারি আকাশ

২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৫



১।
ইচ্ছে ছিল কাছে যাবার!
খুব কাছে!
ইচ্ছে ছিল নিশ্বাসের শব্দে মদির
মাদল শোনার!
এলো চুল হাওয়ায় উড়ে এসে আমার নাক মুখ ছুঁয়ে যাবে, আমি মুঠোভরা অতীন্দ্রিয় সুখ দিগন্তে ছড়িয়ে দেবো!
জোড়া শালিকের ভ্রুকুটি দেখতে দেখতে
সবুজ মেহগনির ছায়ায়
চোখে চোখে রৌদ্র দুপুর আঁকবো!
এ বেলা হয়নি কিছুই!
নির্লিপ্ত নীরবতায় কেটে গেছে কত শতাব্দী!

বারোয়ারি আকাশে বালিহাঁস উড়ে যায়!
উড়ে যায়!
কে তার খোঁজ রাখে–

২।
তোমার বুকের মইধ্যে হলুদ পাতা
সবুজ রইদ
কতোদিন দ্যাখা নেই
ঝরা পাতাদের গান মৌন বিষাদ
গল্পের শেষ নেই…
.
.
.
নীলসাধু
#কূর্চি_বারোয়ারি_আকাশ
#ছবি সংগ্রহ
#ছবি সম্পাদনা নীলসাধু

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: চমৎকার হয়েছে।

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৬

নীলসাধু বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই। শুভেচ্ছা রইলো

২| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৬

সেজুতি_শিপু বলেছেন: ভালো লাগলো কবিতা।

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৬

নীলসাধু বলেছেন: আন্তরিক শুভেচ্ছা রইলো।

৩| ২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অপূর্ব ।

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৬

নীলসাধু বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন মাহমুদুর রহমান সুজন।

৪| ২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৭

নীলসাধু বলেছেন: কৃতজ্ঞতা অশেষ জানবেন।
শুভকামনা।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৯

সুনীল সমুদ্র বলেছেন: "এ বেলা হয়নি কিছুই! নির্লিপ্ত নীরবতায় কেটে গেছে কত শতাব্দী!" ...
.... অনেক সুন্দর !

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৭

নীলসাধু বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
ভালো থাকবেন।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১৭

ডঃ এম এ আলী বলেছেন:
প্রচ্ছদ ছবি ও কবিত্
দুটোই হয়েছে সুন্দর
যত ফুল, যত বৃক্ষ কবিতায় হয়েছে রোপণ
সবাই কবির এ কাব্যে হয়েছে অসাধারন।
পাঠে ভাল লাগল।

শুভেচ্ছা রইল

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৭

নীলসাধু বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.