নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
যখন দেশ সেরা ক্রিকেটার সাকিব ও তার স্ত্রী সন্তানকে নিয়ে নানা অশ্লীল মন্তব্য করা হয়েছে, তার পক্ষে অল্প কিছু বাদ প্রতিবাদ হয়েছে। কদিন পর আবার সবাই ভুলে গেছে।
এমনই অশালীন কদর্য মন্তব্য করা হয়েছে মাশরাফিকে নিয়ে।
অশালীন মন্তব্যের ঝড় উঠেছিল ক্রিকেটার নাসিরের বোনের সাথে একটি ছবিকে কেন্দ্র করে। বাদ যায়নি সৌম্য, লিটন, তামিম ইকবাল। ক্রিকেটারদের বাইরে প্রভা, মিথিলা অথবা জয়া আহসান কেউইই রক্ষা পায়নি। কিছু একটা হলেই অনলাইন কালো থেকে আরো কালো হয়েছে অপরিসীম কদর্যতায়। অসংখ্য নিক, একাউন্ট থেকে বিরামহীন অশালীন কদর্য মন্তব্য করা হয়েছে। সেখানে কদর্যতার সঙ্গে ছিলো চূড়ান্ত নারী-বিদ্বেষ। বেদনার ব্যাপার এই পাশবিকতার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করা দরকার ছিলো যা অনলাইনে দেখা যায়নি। সংখ্যায় একেবারেই অল্প আমরা যারা এসবে যোগ দেইনি কোনোদিন তারাও মেনে নিচ্ছি! এভাবেই আমাদের মন মননে যে ময়লা জমছে তার দিকে কেউ খেয়াল করছি না।
যখন এসব কদর্যতা চলে তখন এক দল আবার মহা উৎসাহে সে সব মন্তব্য দেখতে যান, পড়তে যান।, অনেকে আবার বন্ধুদের ট্যাগ করে দিয়ে আসেন যাতে করে তারাও মজা নিতে পারে। কি এক অসুস্থ অবস্থা ভাবুন?
এই তারা এরা তাহারা সবই কিন্তু আমরা আমরাই।
ছি ছি।
অনলাইনে ভালো ভালো কথা। একে দেখে তাকে দেখে এটা সেটা অনুকরণ করা আর বড় বড় বুলি কপচানো ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে শো অফের জায়গা। ছাগল পাগল কুকুর হায়েনা গরু ভেড়ার এক মিলন-মেলা যেন ফেসবুক। আমি বিশ্বাস করি সত্যি সত্যি যদি ছাগল পাগল কুকুর হায়েনা গরু ভেড়াও যদি ফেসবুক ব্যাবহার করতে পারতো তবু এতো কদর্যতা অশ্লীলতা অশালীন ব্যাবহার দেখতে হতো না যা এখন দেখছি, সহ্য করছি।
কাউকে কিছু বলার নেই কারণ আদতে এতে কোন লাভ নেই। আপনারা অনেকেই যার যার ইয়েহ ছিঁড়ে কবেই খালে ফেলে এসেছেন। কেউ যে কারো চেয়ে কম নন তাও জেনেছি। বয়সতো কম হয়নি
ধন্যবাদ।
নীলসাধু
০৭১২২০১৯
#নগরে_সাধু
০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩০
নীলসাধু বলেছেন: আসলে মনটাই খারাপ। একেকটা ঘটনায় আমরা আবার নিজেকে যেন নতুন করে চিনি আর বেদনাহত হই আমরা এমন?
আমার আশেপাশের সকলেই এমন!! তখন মন সত্যি বিষণ্ণ হয়।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারের পূর্ব শর্ত হলো -- সামাজিক হওয়া।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৮
বিজন রয় বলেছেন: সামাজিক প্রেক্ষাপটে আমাদের অবস্থান অনেক নিচে।
সে সমাজে এর চেয়ে ভাল কিছুর আমা করা যায় না।
আমি সবসময়ে ভয় আর লজ্জ্বায় নত হয়ে থাকি।
তবে এসব ভাঙতে হবে।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: সমাজে কিছু দুষ্টলোক থাকবেই। সব সমাজেই আছে। এমন কি নবিজি (সঃ) দেশেও মক্কা মদিনায় এরকম মন্দ লোক আছে।
এদের এড়িয়া চলাই বুদ্ধিমানের কাজ।
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: স্পষ্ট কথা বলেছেন। ভালো লাগলো।