নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

ব্লগ ডে ২০১৯ র নিমন্ত্রণ :: চলে আসুন সবাই। আসুন উৎসবে মাতি

২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪০



আজ ২৫ তারিখ, বড় দিন। শুভেচ্ছা রইলো।
আনন্দ হাসি গানে ভরে উঠুক সকলের জীবন এই প্রার্থনা করি।

আজ ১১তম ব্লগ দিবস উদযাপন উপলক্ষে ব্লগারদের মিলনমেলা
পুনর্মিলনী আয়োজন।
ব্যানার, পোষ্টার, ম্যাগাজিন, মগ, অনুষ্ঠান আয়োজন, খানাদানা পিঠা পুলি আর এক ঝাঁক অজানা অচেনা মানুষের সাথে দেখা হবার প্রবল বাসনা - সবমিলিয়ে আজ শুধুই বড় দিন মনে হচ্ছে না। মনে হচ্ছে আজ উৎসব আমাদের!!

সকল প্রস্তুতি সম্পন্ন। আমরা প্রস্তুত।

যে যেখানে আছেন নির্দেশিকা অনুযায়ী চলে আসুন
দেখা হোক আজ।

কে রেজি করেছেন কে করেননি তা আমি জানি না।
সে সব দেখছে জাদিদ :D
আমার নিমন্ত্রণ তাই খোলা- ওপেন ফর অল আর কি (এই শৈত্য প্রবাহে কেউ আবার কিছু খুলে ফেলবেন না যেন!!)
সকলের জন্য উদাত্ত আহবান। আসুন ব্লগ দিবস উপলক্ষে আনন্দে মাতি!!













মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এলাম বলে। দেখা হবে। আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করা যাবে না। তাই অফুরন্ত ভালোবাসা রইলো।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৩

শহিদুল ইসলাম মৃধা বলেছেন: সময় অভাবে আসতে পারছিনা বলে দুঃখিত! তবে নেটে মিস করবোনা।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫১

প্রামানিক বলেছেন: আমি প্রায় কাছাকাছি আইসা পড়ছি। ধন্যবাদ

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২

ইসিয়াক বলেছেন: ব্লগ ডে ২০১৯ সফল হোক
সবার জন্য রইলো শুভকামনা।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন খোলা আহবানে ভাললাগা!
এই ঠান্ডায় মনে হয়না কেউ ভুল করবে ;) হা হা হা

ইনশাল্লাহ দেখ হবার আশাই রাখছি।

ব্লগ ডের জন্য শুভকামনা
বড়দিনের শুভেচ্ছা

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: সামুতে কি লাইভ করা যাবে? তাহলে ভালো হয়।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১১

শের শায়রী বলেছেন: খুব ইচ্ছা ছিল আসব ২০ তারিখ সেভাবেই প্রিপারেশান নেয়া ছিল। বাচ্চাদের স্কুলের পরীক্ষা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, তারাও অস্থির ছিল ঘুরতে যাবার জন্য তাও ঠেকিয়ে দিয়েছিলাম ২০ তারিখ পর্যন্ত, এদিকে নিজের কর্মস্থলে যোগ দানের সময় ও চলে আসছে শেষে যখন দেখলাম ২৫ তারিখ পিছিয়েছে, আর ঢাকা থাকা হল না, চলে আসলাম ঢাকার বাইরে।

তবে যেখানেই থাকি না কেন মনটা পরে রইল আপনাদের সাথে। সবাইকে মিস করব। কি আর করা মানুষের সব আশা সব সময় পূরন হয় না।

ব্লগ ডের সাফল্য কামনায়।।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ম্যাগাজিনে কার কার লেখা ছাপা হলো?সূচিপত্রটা দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.