নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

শিমুল বন সবুজ ধানি জমি, বক খয়েরি শালিক আর বন জারুলের সাথে!

০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫১

শিমুল বন
সবুজ ধানি জমি
বক, খয়েরি শালিক আর বন জারুলের সাথে!

নীলসাধুর তোলা কিছু ছবি!

আমি ঢাকায় টানা বেশিদিন থাকতে পারি না। মাঝে মাঝেই প্রকৃতি
সবুজ
খোলা প্রান্তরে ঘুরে বেড়াই।
হাতে ক্যামেরা থাকলে টুকটাক ছবি তুলি।
এই অভ্যাস আমার দীর্ঘদিনের। আমি ঢাকায় বড় হলেও ছোটবেলা হতে গ্রাম, সবুজ, নদী, খাল, বিল, বট, জারুল- তাদের সকলের সাথেই আমার সখ্য!



































মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২১

ইসিয়াক বলেছেন: ছবিগুলো খুবই সুন্দর।
শুভকামনা রইলো ভাইয়া।

০৮ ই মার্চ, ২০২০ রাত ৮:১৭

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা ইসিয়াক :)

২| ০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫১

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ। খুবই ভালো লাগলো।

০৮ ই মার্চ, ২০২০ রাত ৮:১৮

নীলসাধু বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

৩| ০৮ ই মার্চ, ২০২০ রাত ১০:৫১

আহমেদ জী এস বলেছেন: নীলসাধু,





ছবিতে বর্ণনা আর ক্রমিক নম্বর থাকলে সুবিধে হতো কোনটি বেশী ভালো লেগেছে, কোনটি সুপার্ব এমন কিছু বলতে।
শুরুর প্রথম ছবিটি মোহনীয়। আর ৬ নম্বরটি ভালো লাগলো।

বক, ধানী জমি, শিমুল না হয় দেখলুম কিন্তু "শালিক" গেলো কই !!!!!!!!!! :(

০৯ ই মার্চ, ২০২০ সকাল ১০:১৮

নীলসাধু বলেছেন: হা হা হা
তাইতো শালিকের ছবি নেই!

থ্যাংকিউ আহমেদ জী এস ভাই।
ভালো থাকবেন,

৪| ০৮ ই মার্চ, ২০২০ রাত ১০:৫৬

রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখলাম। গ্রাম আমারও ভালো লাগে।

০৯ ই মার্চ, ২০২০ সকাল ১০:১৮

নীলসাধু বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.