নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

নগরে সাধু :: স্বাস্থ্য সচেতনতা

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:২৫



ফুটপাথ দিয়ে যাচ্ছি, বাস স্ট্যান্ড পার হবার সময় সামনের একজনকে দেখলাম বিকট এক হাঁচি দিতে। সাথে সাথে তার আশেপাশে থাকা ৫/৭ জন কে দেখলাম ছিটকে সরে যেতে। এবং সকলের চোখে ছিল বিরক্তি।
বেচারা হাঁচি দিয়ে কাঁচুমাচু। তার সাথে নেই কোন রুমাল বা অন্য কিছু।
নিরীহ হাঁচি কাশি এখন বিপর্যয় ডেকে আনতে পারে।
গতকাল থেকে এই নগরের লোকজনের চলাচলও কিছুটা সীমিত মনে হচ্ছে। যেখানে খুব ভিড় লেগেই থাকতো সেখানে তুলনামুলকভাবে লোকজন কিছুটা কম দেখছি। করোনা ভাইরাস মানুষকে কিছুটা চিন্তায় ফেলে দিয়েছে। চীন দক্ষতার সাথেই এই বিপর্যয় সামাল দিয়েছে বলে মনে হচ্ছে। সেখান থেকেই এই ভাইরাস ছড়িয়েছে। বর্তমানে ইতালি ইরান সহ আরো কয়েকটি দেশে এর বিস্তার লক্ষ্য করছি আমরা।
বিশ্বের নানা স্থানে নানান দেশে ছড়িয়েছে এই ভাইরাস। বাংলাদেশেও তার উপস্থিতির ঘোষণা এসেছে। সংগত কারণেই সকলেই সাবধান। সচেতন। যদিও গ্রামের কি অবস্থা তা জানি না আমি। তবে শহরে এর এফেক্ট পড়ছে। শুধু এই শহর নয় বিশ্বের নানা শহরেই এর প্রভাব দেখছি আমরা। ধারণা করা হচ্ছে মন্দায় আক্রান্ত হতে পারে বিশ্ব অর্থনীতি।

নিজে এবং পরিবারের সদস্য যারা আছেন সকলেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন!
সাবান দিয়ে হাত ধোয়া ব্যতিরেকে মুখে চোখে হাত দেবেন না।
হাঁচি কাশি দিতে হলে রুমাল চেপে নিন।
জনসমাগম এড়িয়ে চলুন।
ব্যস!
প্রাথমিকভাবে এই কাজগুলো করলেই আমি আপনি সহ আমাদের আশেপাশে থাকা সকলেই নিরাপদ। স্বাস্থ্য সচেতন থাকুন। নিরাপদ হোক সকলের জীবন।


নীলসাধু
১০০২২০২০

নগরে সাধু'র গত পর্বের লিংক

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি না হয় সচেতন হলেন কিন্তু আসে পাশের বলদ গুলো যখন আপনার মুখ বরাবর এসে হাঁচি দেবে ?? সামলাবেন কিভাবে ?
অবাক হই , পকেটে সামান্য টিস্যুর কেনার মত টাকা কিংবা রাখার মত জায়গা থাকে না মানুষের ?

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:৫৪

নীলসাধু বলেছেন: আমাদের সকলের সচেতন হতে হবে। এর বিকল্প নেই। স্বাস্থ্যগত সচেতনতার জায়গায় আমাদের অবহেলা রয়েছে।

২| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমার মন্তব্যটা আসলে সকালে ঘটে যাওয়া ঘটনা।
পোষ্টের জন্য ধন্যবাদ।

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

নীলসাধু বলেছেন: বুঝতে পেরেছি :)

৩| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৪

ফয়সাল রকি বলেছেন: সেটাই। সবাইকেই সাবধান হতে হবে।

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা এবং ধন্যবাদ :)

৪| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: সাবধান আছি।

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

নীলসাধু বলেছেন: হু আমাদের সবার তাই থাকা ছাড়া অন্য উপায় নেই।

৫| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৪

নেওয়াজ আলি বলেছেন: কমনীয় ভাবনা।

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

নীলসাধু বলেছেন: ধন্যবাদ।

৬| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৯

শের শায়রী বলেছেন: খুব ভয়ে আছি ভাই, আল্লাহ না করুন এখন যদি সাধারন সর্দি জ্বর বা হাচি কাশি হয় তাইলে বাইরে বের হয়ে হাচি কাশি দিলে না পাবলিক মাইর খাই :((

৭| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন এবং সচেতন হতে হবে।

৮| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
স্বাস্থ্য সচেতন হোন
নিরাপদ থাকুন

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৩

নীলসাধু বলেছেন: হু এ ছাড়া আপাতত আমাদের আর কিছু করার নেই।

৯| ১১ ই মার্চ, ২০২০ রাত ১২:৪৪

নিভৃতা বলেছেন: যে অবস্থা দাঁড়িয়েছে, করোনায় না মরলেও আতঙ্কে না মরণ চলে আসে। সবাই ভালো থাকুক এই দোয়া করি।

১০| ১১ ই মার্চ, ২০২০ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হু আমাদের সবার তাই থাকা ছাড়া অন্য উপায় নেই।

এখন আমি সারাদিনে ১২ বার হাত ধুই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.