নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

এবং আবার চলা শুরু করুন; যদি ততোদিন বেঁচে থাকেন—

১৩ ই মার্চ, ২০২০ দুপুর ১২:০০



আমি কোলাহল পছন্দ করি, মানুষ ভালোবাসি বলে! নির্জনতাকে ভালোবাসি এই মানুষদের পালকে ভালোবাসার কারণ খুঁজতে গিয়ে!
তবু এই যে নির্জন জন মানবহীন সচিত্র অবাক পৃথিবী তা আমাকে ব্যথিত করে।
বিষণ্ণ করে।

আমরা ছুটছি ছুটছি
আর ছুটছি
পঙ্গপালের মতোন ছুটছি, লাজ লজ্জা ভুলে ছুটছি—
সেই ছোটা যে শুধু সমৃদ্ধি শান্তি কল্যাণের পথে নয় তা বোঝার জন্যেই থামার দরকার ছিলো।
নিজেরা থামতে বার্থ হয়েছি। ছুটতে ছুটতে থামার কথা মনেই নেই যে!
ঊর্ধ্বশ্বাসে এই ছোটাছুটি প্রকৃতির ভালো লাগেনি।
তাইতো এবার তার হস্তক্ষেপ!
থামুন।
থামতেই হচ্ছে।
এবার ভাবুন। এবং আবার চলা শুরু করুন;
যদি ততোদিন বেঁচে থাকেন—


#করোনা











ছবি//ইন্টারনেট সংগ্রহ

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: পৃথিবীবাসীর বড় দুঃসময় যাচ্ছে।

২| ১৩ ই মার্চ, ২০২০ দুপুর ১:১৫

নেওয়াজ আলি বলেছেন: Sad :((

৩| ১৩ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫৯

শের শায়রী বলেছেন: ছুটে চলায় স্রষ্টার তরফ থেকে কিছুটা প্রাশান্তি। কিসের জন্য এত ছুটে চলা আমাদের?

৪| ১৩ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৮

ইসিয়াক বলেছেন: গভীর ভাবনা থেকে অসাধারণ কথা মালা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.