নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

আপনাদের প্রতি সবিনয় অনুরোধ জানাই যে যেখানে আছেন সেখানেই অবস্থান করুন।

২৪ শে মার্চ, ২০২০ রাত ৮:৪৯



আপনাদের প্রতি সবিনয় অনুরোধ জানাই যে যেখানে আছেন সেখানেই অবস্থান করুন।
এই 'ছুটি' আমাদের আনন্দ করার জন্য দেয়া হয়নি। ঘুরাঘুরি করার জন্য অফিস আদালত 'বন্ধ' তা নয় কিন্তু। আমরা পুরো পৃথিবী বাসী গভীর সংকটে পড়েছি। আমাদের নিজেদের বাঁচাতে, আশেপাশে থাকা মানুষদের বাঁচাতে সর্বোপরি দেশ যেন মহামারি থেকে রক্ষা পায় তার জন্য লক ডাউন দেয়া হচ্ছে! এই সময় আপনার পাশে থাকা মানুষটির সংস্পর্শও পরিহার করুন।
মনে রাখবেন আমরা যদি সতর্ক এবং সচেতন থাকি তবে করোনা ভাইরাস দমন করা সম্ভব। চীন, কোরিয়া, সিঙ্গাপুর পুর, তাইওয়ান সহ বেশ কয়েকটি দেশ এই পন্থা অবলম্বন করেই করোনা ভাইরাসকে মোকাবেলা করেছেন। তারা সফল হতে পারলে ইনশাআল্লাহ আমরাও পারবো।
দয়া করে নিজেদের স্বার্থে এবং আপনার আশেপাশে থাকা মানুষের স্বার্থে সব ধরণের জনসমাগম এড়িয়ে চলুন। দূরত্ব বজায় রাখুন। স্বাস্থ্যসম্মত থাকুন; পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন।

করোনাভাইরাস :: বাংলাদেশে যা বন্ধ থাকছে, যত দিন বন্ধ থাকছে
.......................................................................................

> শিক্ষাপ্রতিষ্ঠান: ১৭ মার্চ থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ।
> এইচএসসি ও সমমানের পরীক্ষা: স্থগিত করা হয়েছে। আগামী এপ্রিল মাসের শুরুর দিকে এই পরীক্ষার পরবর্তী সময়সূচি জানানো হবে।
> আন্তর্জাতিক ফ্লাইট: ২১ মার্চ দিবাগত রাত ১২টা থেকে ইংল্যান্ড, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে বিমান চলাচল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ।
> অভ্যন্তরীণ ফ্লাইট: ২৪ মার্চ রাত ১২টা থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ।
> গ্যাস-বিদ্যুৎ বিল: ফেব্রুয়ারি থেকে মে—এই চার মাসের গ্যাসের বিল আগামী জুনে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য কোনো বিলম্ব মাশুল দিতে হবে না।
> বিপণিবিতান-মার্কেট: ২৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ। তবে সুপারশপ, ওষুধ, মুদি দোকান, কাঁচাবাজারসহ নিত্যপণ্যের দোকানপাট খোলা থাকবে।
> অফিস-আদালত: ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি।
> ট্রেন: ২৪ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।
> গণপরিবহন: ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সারা দেশের গণপরিবহন বন্ধ।
> নৌযান: অনির্দিষ্টকালের জন্য নৌযান চলাচল বন্ধ।

//সূত্র- প্রথম আলো অবলাইন

..........................................

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২০ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: স্যার আমাদের দেশের দৈনিক মজুরি প্রাপ্ত শ্রমিকদের জন্য লকডাউন কতটা উপযুক্ত? তাদেরকে সনাক্ত করা এবং তাদের মৌলিক চাহিদা পূরণে এখনো সমর্থ না আমাদের দেশ। এই সিদ্ধান্ত করোনার ক্ষতিকে ছাড়িয়ে যাবে না তো?

২৪ শে মার্চ, ২০২০ রাত ১১:২৫

নীলসাধু বলেছেন: জীবন বাঁচলে হিসাব করা যাবে। মরে গেলে কে করবে আতলামি?

২| ২৪ শে মার্চ, ২০২০ রাত ১১:৪৯

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো লেখা। নিজে সচেতন হই। অন্যকে সচেতন করি।

৩| ২৫ শে মার্চ, ২০২০ রাত ২:১৭

শের শায়রী বলেছেন: দাদা আমাদের দেশের মানুষের এক সাথে বসে ফাও প্যাচাল না পারলে পেটের ভাত হজম হয় না, এরা এই যে লক ডাউন এর মানেই তো বুজছে না, দল বেঁধে ঢাকা থেকে বাড়ী যাচ্ছে, আল্লাহ জানে এর মাঝে কয়জন ঢাকা থেকে শরীরে করে ভাইরাস নিয়ে এলাকায় গেছে, আর কয়জন নিজের এলাকায় সুস্থ্য শরীরে গিয়ে ভাইরাসে আক্রান্তের সংস্পর্শে এসে অসুস্থ্য হবে! এই লক ডাউন টা কি জিনিস?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.