নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
আগামী পরশু ৩ এপ্রিল হতে বিদ্যানন্দ - Bidyanondo সরবরাহকৃত প্যাকেট খাবার বিতরণ শুরু করছি আমরা। ১০০০ শিশু ও শ্রমজীবী মানুষদের মাঝে এই খাবার প্যাকেট বিতরণে আমাদের সহায়তা করছেন লিডো, আলোকিত শিশু, আপন ফাউন্ডেশন, ঢাকা আহছানিয়া মিশন ও হ্যাল্পিং হ্যান্ডস বিডি!
বিষয়টি কো অর্ডিনেট করছেন ঢাকা আহছানিয়া মিশন - এর প্রজেক্ট কো-অর্ডিনেটর ও সেক্টর স্পেশালিষ্ট- চাইল্ড প্রটেকশন মহাব্বত হোসেন (01716054610)।
ধন্যবাদ।
নীলসাধু
প্রধান সমন্বয়ক
করোনা মোকাবেলায় আমরা, বাংলাদেশ!
Supported by বিদ্যানন্দ - Bidyanondo
Sponsored by Peoples of Bangladesh
শিশুদের নিয়ে কাজ করছেন অথবা দুস্থ অসহায় মানুষদের খাবার প্রদানে নিযুক্ত আছেন এমন ব্যক্তি বা সংস্থার প্রতিনিধিদের যোগাযগ করার জন্য অনুরোধ করছি আমরা। ইমেইল: [email protected]
২| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ১:৫৬
নেওয়াজ আলি বলেছেন:
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ৯:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভূপেন হাজারীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।
মহতী উদ্দ্যোগকে প্রাণঢালা অভিনন্দন।
সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে এর বিনিময়ে
উত্তম পুরস্কার প্রদান করুন। আমিন