নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
কিনে রাখা বইগুলো পড়ে থাকবে টেবিলে
কে উল্টাবে আমার কবিতার খাতা
বড়ই অবহেলায় হয়তো পড়ে থাকবে
আহমেদ ছফা
আবুল হাসান—
গত শীতে লাগানো গাছগুলো এই পৃথিবীর আলো হাওয়ায় বেড়ে উঠবে
জাম জারুল আর কৃষ্ণচূড়ার ঐ চারা
প্রতি বসন্তে হয়তো ঝরে যাবে হলুদ রঙের পাতা
দেখা হবে না আমার।
এই শহরের বিষাক্ত আলো হাওয়ায়
বেশতো বেঁচেই ছিলাম
প্রিয় মানুষের স্পর্শ ছাড়াই ফিরে যেতে হবে অন্য ভুবনে
ভাবিনি! রোদ মেখেছি
এ গলি থেকে সে পাড়া দাপিয়ে বেড়িয়েছি
কতো রঙের খেলা। আজ সব ছেড়ে যাবার সময়ে
এই নগরের জন্যে
মায়া হচ্ছে খুব!
তোমরা যারা রয়ে যাবে
অবারিত সবুজ ধানি জমির গন্ধ মেখে হেঁটে যাবে
তারা সকলে জেনো
আমিও ভালোবাসতাম সবুজ
নদীর কালো জল
আর
প্রেমিকার সলাজ হাসি—
নীলসাধু
০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৪৭
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রইলো ভাই।
২| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩৬
রাজীব নুর বলেছেন: আপনার কি কোনো কবিতার বই আছে??
০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৪৬
নীলসাধু বলেছেন: আছে দু তিনটে। সর্বশেষ প্রকাশিত হয়েছে
নির্বাচিত কবিতা।
শ্রাবণ প্রকাশনী। সেটা দু বছর আগে।
থ্যাংকিউ।
৩| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২৭
নেওয়াজ আলি বলেছেন: সুপাঠ্য লেখা
০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৪৭
নীলসাধু বলেছেন: থ্যাংকিউ।
৪| ০৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৮
কামরুন নাহার বীথি বলেছেন:
খুব ভালো লাগার মতই সুন্দর!!
অনেক শুভকামনা ভাই।
৫| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৩
উম্মে সায়মা বলেছেন: মন ছুঁয়ে যাওয়া কথামালা.....।
কাল রাবেয়া রহীম আপুর ফেসবুকে এ ধরনের একটা লেখা পড়েছিলাম। মনে হচ্ছে আমরা যেন ভুল করে কোন সাইন্স ফিকশনের পাতায় ঢুকে পড়েছি। আটকা পড়েছি। বের হবার পথ পাচ্ছিনা।
৬| ০৭ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:০৮
মলাসইলমুইনা বলেছেন: নীলসাধু,
করোনার ভয়াল খাবার মধ্যেও আপনার কবিতা পড়ে বড় শান্তি শান্তি লাগছে ।
কিন্তু এই অসময়ে চলে যাবার মন খারাপ করা কথা কেন ? এই ধূসর বেলায় তাহলে শ্রমজীবী ও শিশুদের মাঝে খাবার বিতরণ করে আশা আনন্দের দিগন্ত জোড়া আকাশে এতটুকু সুখের একরঙা ঘুড়িটা কে উড়িয়ে রাখবে ? ভালো থাকুন আর সাফল্যের সাথে যে কাজগুলো করে চলেছেন সেগুলো অনিরুদ্ধ ধারায় যেন করতে পারেন সব সময় সেই কামনা ।
৭| ০৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সবুজ কেনা ভালো বাসে। ব ই বের করতে পারলে লভ্যাংশ আজ অভাবী মানুষের কাছে দান করা যেত।
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।