নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
ঝরা পাতাদের উড়ে যাওয়ায় বিষণ্ণতার গল্প থাকে
মিহি বুননে কষ্টলিপি আঁকা থাকে
কে পড়ে?
কে দেখে অথৈ অনল
আমি একান্ত ব্যাক্তিগত কারণে ব্লগে আসা বন্ধ করেছি।
অথচ আজ ফেসবুকে এক পাগলের মন্তব্য দেখলাম আমাকে নাকি ব্লগ থেকে বহিষ্কার করা হয়েছে।
হাহাআমগে!
হাসতে হাসতে আমি মরে গেছি!
একটা প্রশ্ন
জীর্ণতাও সুন্দর হয়, তুমি নও কেন?
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৫
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা ইসিয়াক ভাই।
আশা করি ভালো আছেন। ব্যক্তিগত ব্যস্ততায় ব্লগে ছিলাম না। ভাবছি অল্প কিছু সময় সামুর জন্য রাখবো। যদিও সামুতে এসে আর মজা পাই না। এখানে সেই পরিবেশও নেই।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Bangladeshis are like this.
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৩
নীলসাধু বলেছেন: হু। একা একা সবাই উজির নাজির সবই মেরে ফেলে!
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০১
রাজীব নুর বলেছেন: কোন ছাগলে কইছে আপনাকে ব্লগ থেকে বহিস্কার করা হয়েছে?
আমরা আপনাকে ভালোবাসি। অনেক মিস করি আপনাকে।
আপনি আবার আসুন। লিখুন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৭
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রাজীব নুর
আমরা এখন বুড়ো হয়ে গেছি। অতো সময় আর নেই।
হাবিজাবি কতো কাজ। তবে সময় পেলে ঢু দেবো অবশ্যই। ভালো থাকবেন।
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৪
চাঁদগাজী বলেছেন:
১ লাইনেই বললেন, কোন একজন "পাগল" বলেছে কথাটি; তারপর, বলছেন যে, আপনি হাসতে হাসতে মরে গেছেন, কিংবা মরে যাচ্ছেন। একজন ব্লগার অপপ্রচার চালিয়েছে, আপনি সেটাকে সঠিকভাবে হ্যান্ডলিং করেননি; দুটোই খরাপ ব্যাপার।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৬
নীলসাধু বলেছেন: ফেবুতে বলেছি। তবে মেয়েদের স্ট্যাটাসে অনেকে গিয়ে কী বলবে না বলবে দিশা পায় না। কি জানি উত্তেজনা তাদের মাঝে কাজ করে কে জানে- হা হা
কিছু মনে করিনি। কতোজন কতো কী বলে। আমি এসব গায়ে মাখি না। কথা কারা বেশি বলে আমি জানি
ভালো থাকবেন।
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৩
মলাসইলমুইনা বলেছেন: হাহাহা ----কারো বই প্রকাশ করতে পারবেন না বলেছিলেন নাকি এর মধ্যে ? কোনো হতাশ গ্রন্থ লেখক মনে হচ্ছে !
হ্যা, প্রতিদিনের ব্যস্ত সময় থেকে একটু বরাদ্দ রাখবেন ব্লগের জন্য । কতগুলো বই বের হচ্ছে এবারের বই মেলায় একরঙা ঘুড়ি থেকে ? ভালো ভাকুন ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৫
নীলসাধু বলেছেন: আপনি দেখি ঠিকঠাক ধরে ফেলেছেন- হা হা হা
সামুর নতুন পুরাতন ব্লগার নিয়ে ঠ্যাকা নাই। আবার বিপদে আপদে আমরা যারা বনের মোষ তারাই তারাই এগিয়ে আসি।ব্লগার এবং ব্লগের সুদিনে যেমন ছিলাম দুর্দিনে ও আছি কিন্তু ব্লগের মালিকপক্ষ ও অন্যান্যরা নানান নিয়ম নীতি দেখায়। গা করে না। অথচ আমরাও তাদের গা না করলে আমাদের কিছু আসবে যাবে না। আমরা তবু তা করি না। যাইহোক অভ্যাসবশত আছি।
ঘুড়ি থেকে এবার নতুন পাণ্ডুলিপি আহবান করনি আমরা। আমাদের প্রকাশনা নীতিমালায় পরিবর্তন এনেছি। গল্প উপন্যাস কবিতা বিবিধ অনুবাদ মিলিয়ে ৩০টি নতুন বই আসছে। দুটি পত্রিকা সহ মিলিয়ে প্রায় ৩২টি বই আসছে। দোয়া রাখবেন। পাশে থাকবেন।
বইমেলায় আসবেন দেখা হবে।
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:১৬
সোহানী বলেছেন: ওয়েলকাম ব্যাক....
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৯
আহমেদ জী এস বলেছেন: নীলসাধু ,
লাখটাকা দামের প্রশ্ন - জীর্ণতাও সুন্দর হয়, তুমি নও কেন?
জীর্ণ ঝরা পাতাদের উড়ে যাওয়ায় বিষণ্ণতার যে গল্প থাকে তাতেও থাকে অথৈ সুন্দরতা।
মিহি বুননে যে কষ্টলিপি আঁকা থাকে তাতেও তো থাকে মোহময় সুন্দরতার গন্ধ।
তেমন সুন্দর হতে বাঁধা কোথায় ? কে তা বোঝে?
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৫
রাজীব নুর বলেছেন: কথা একটাই- আপনাকে নিয়মিত চাই।
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন: Amio onekdin Asian
Amakeo no Tapu bolbe
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০৪
নীল আকাশ বলেছেন: ঘুড়ি থেকে এবার নতুন পাণ্ডুলিপি আহবান করনি আমরা। আমাদের প্রকাশনা নীতিমালায় পরিবর্তন এনেছি। গল্প উপন্যাস কবিতা বিবিধ অনুবাদ মিলিয়ে ৩০টি নতুন বই আসছে। দুটি পত্রিকা সহ মিলিয়ে প্রায় ৩২টি বই আসছে। দোয়া রাখবেন। পাশে থাকবেন। বইয়ের লিস্টগুলি ব্লগে দিলে ভালো হতো।
বইমেলায় আসলে আপনার সাথে দেখা হবে। আপনি জানেন আমি অনেক দূরে থাকি।
স্টলে কি এবার শবনমের কিছু কপি রাখবেন?
শুভ কামনা।
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫১
জুন বলেছেন: ফিরে আসলেন দেখে খুব ভালো লাগলো নীল সাধু। নিয়মিত লিখবেন আশাকরি।
১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এইটা কোন প্রশ্ন হইলো? মানতাম নো! এমন প্রশ্ন মানি না!
আর হ্যা, এমন উদ্ভট মানুষটারে ধন্যবাদ দেওন যায় তখন যখন ব্লগে আপনার স্থায়িত্ব আগের জম্বেশ হ্যে ওঠবে!
ভালো থাকুন। আগত বইমেলার প্রস্তুতি ভালোই কাটুক।
১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আপনি দেখি ঠিকঠাক ধরে ফেলেছেন- হা হা হা
সামুর নতুন পুরাতন ব্লগার নিয়ে ঠ্যাকা নাই। আবার বিপদে আপদে আমরা যারা বনের মোষ তারাই তারাই এগিয়ে আসি।ব্লগার এবং ব্লগের সুদিনে যেমন ছিলাম দুর্দিনে ও আছি কিন্তু ব্লগের মালিকপক্ষ ও অন্যান্যরা নানান নিয়ম নীতি দেখায়। গা করে না। অথচ আমরাও তাদের গা না করলে আমাদের কিছু আসবে যাবে না।
দাদা এত গোস্যা হলেন কনো!
কুল ডাউন !! এটা সত্যি যে মালিক
পক্ষের যেমন কিছু আসবে যাবেনা
তেমনি ব্লগারদেরও ! প্রথম আলা
ব্লগ বন্ধ হয়ে গেছে, তাদেরও কিছু
হয়নি তেমনি আমাদেরও !! তবে
মালিক পক্ষ আমাদের যাই ভাবুক না কেন
আমরা তাদের ভালোবাসি ব্লগকে ভালোবাসি।
১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৪
নয়ন বড়ুয়া বলেছেন:
দাদা নিয়মিত হোন...
আমি আপনার লেখা পড়তে চাই নিয়মিত...
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩১
ইসিয়াক বলেছেন: নীলদা অনেকদিন পরে আপনাকে ব্লগে পেয়ে ভালো লাগছে। শুভকামনা জানবেন।