নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

প্রকাশকের_কথা

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪২



খুব জরুরী একটি মিটিং সেরে মাত্রই বের হয়েছি!
দীর্ঘক্ষণ কোন কল রিসিভ করতে পারিনি তাই ফোন বের করে শিমুলের সাথে একবার কথা বললাম! কল লিস্টে দেখলাম ইতিমধ্যে বেশ কয়েকজন ফোন করেছে। একে একে আমি আবার সবাইকে কল ব্যাক করলাম।
একটি নাম্বার ছিল আন নোন।
কল ব্যাক করার পর ফোন ধরে একটি মেয়ে কণ্ঠ বললো, আচ্ছা আপনি কি একজন লেখক?
আমি বললাম, হু
কি লিখেন?

আমি ভাবলাম এ আবার কে? ফোন করেছে আমাকে অথচ জানে না আমি কে? কি করি? কি লিখি।
যাইহোক তাকে একটু গম্ভীর কণ্ঠে জানালাম-

আমি একজন কবি!
ওহ আচ্ছা। সে খুবই খুশি। সাথে হেসে জানালো, আমিও লিখি।
তারপর কিছুটা থেমে আবার প্রশ্ন-
আপনার নাম কি?
আমি ভাবলাম, বেশ! ভালো বিপদ হল দেখি! আমাকে ফোন করে আমার নামই জানতে চায়? এসবের কী মানে!!
আমি ঠাণ্ডা স্বরে বললাম, নীলসাধু! ততোক্ষণে আমি হাল্কা বিরক্ত।
সে আবার এমার এই বুঝে না।
এ আবার কেমন নাম?
আমি তাকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম নী ল সা ধু!
মনে হচ্ছে সে ঠিক বুঝতেই পারছে না! কিছুক্ষণ পর তাকে বোঝানো গেলো আমার নাম।
আমি আসল আলাপে গেলাম। জিজ্ঞেস করলাম, আপনি কে? কাকে চাইছেন?
তখন জানা গেলো মুল কাহিনী-

সে একটি বইয়ে পড়েছে বই পড়ে ভালো লেগে যাবার পর কোন এক বইয়ের নায়িকা বই থেকে প্রকাশকের নাম্বার নিয়ে ফোন করে লেখকের সঙ্গে কথা বলেছিল এমন কিছু!
সে আমাদের এক রঙা এক ঘুড়ি প্রকাশনী হতে প্রকাশিত একটি বই পড়ে সেখানে আমার নাম্বার পেয়ে ফোন করেছে!
বইয়ে প্রকাশক হিসেবে আমার নাম্বারই দেয়া থাকে। এবং সেই গল্পের মতোই একজন লেখকের সঙ্গে কথা বলতে পেরে সে আনন্দিত!
সব শুনে আমি অবাক হলেও খুব একটা বিস্মিত হলাম না।
হুমায়ূন আহমেদ এর বই পড়ার ইফেক্ট! এদের কার মনে কি আসে। সে কি করতে চায় কে বলতে পারে? মজা পেলাম।
কিছুক্ষণ তার সাথে কথা বলে ফোন রেখে দিলাম। তাকে মেঘফুল এ লিখতে বললাম, ঘুড়ি গ্রুপের কাজে যোগ দিতে বললাম, যা আমি প্রায় সবসময়ই করি

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫৫

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর নীল দা কেমন আছেন
আসলে করোনাই গেলো সব

০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪৯

নীলসাধু বলেছেন: ভালো আছি লিটন ভাই।
শুভেচ্ছা রইলো।

২| ০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি ওনাকে কিছু ভালো পরামর্শ দিয়েছেন। আপনার অনুপ্রেরণায় মেয়েটি সাহিত্য চর্চার পাশাপাশি সমাজ সেবা মুলক কাজে এগিয়ে আসতেও পারে। ধন্যবাদ আপনাকে।

০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪৯

নীলসাধু বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন।
ভালো থাকবেন।

৩| ০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:০৮

ইসিয়াক বলেছেন: অভিজ্ঞতাটা বেশ মজার!

০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৫০

নীলসাধু বলেছেন: কি খবর ইসিয়াক ভাই? কেমন আছেন :)

৪| ০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৯

কুশন বলেছেন: প্রকাশকের কথা ভালো লাগলো।
আপনি কি সারা বছর বই প্রকাশ করেন? না শুধু বইমেলার সময় বই প্রকাশ করে থাকেন? আপনি কি বই প্রকাশ করার জন্য টাকা নেন?

০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪৫

নীলসাধু বলেছেন: ধন্যবাদ।
এখন সারা বছরই প্রকাশ করি। এ মাসেই প্রকাশিত হচ্ছে দুটি বই।
যে বই প্রকাশের পর বিক্রির সম্ভাবনা আছে তা আমরা নিজেরাই প্রকাশ করি। আর যে বইয়ের বিক্রি হবার সম্ভাবনা কম সেই বই প্রকাশে আমরা নই সকল প্রকাশকই দ্বিধার মধ্যে থাকেন। এটা বাস্তবতা।
আমরা এখন আর ঘোষনা দিয়ে পাণ্ডুলিপি আহবান করে বই প্রকাশ করি না। নানা ধরণের সমস্যার কারণে এসব বন্ধ রেখেছি। এখন নিজের আনন্দে বই প্রকাশ করি।

৫| ০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নীল দা
কেমন আছেন্?
করোনা কালে হুটহাট সবার সাথে
কথা না বলাই ভালো' বিশেষ করে
আন নোন নাম্বাররে !! স্বাস্থ্য বিধি মেনে
কথা বলুন, সামাজিক দূরত্বও বজায় রাখুন =p~ !!

০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪৮

নীলসাধু বলেছেন: হা হা

নুরু ভাই ভালো থাকবেন।

৬| ০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: দাদা আমাদের উপর আপনার রাগটা কি একটু কমেছে?

০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪৮

নীলসাধু বলেছেন: ভাই, রাগ অনুরাগের কিছু নেই। এই ব্লগের ব্লগারদের সাথে আন্তরিক সম্পর্ক আছে সেটায় কোন সমস্যা নেই। ব্লগের মালিক পক্ষ ও মডারেটর বৃন্দের প্রতি রাগ আছে, সেটা থাকবে। তারা নিজেদের ভিন্ন গ্রহের মনে করেন যা ঠিক নয়, তারা যেমন আমার পরিচিত আমিও তাদের পরিচিত। এই আর কি!

৭| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:৩৬

ইসিয়াক বলেছেন: জ্বি ভাইয়া আমি ভালো আছি।
শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.