নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
“Rivers do not drink their own water; trees do not eat their own fruit; the sun does not shine on itself and flowers do not spread their fragrance for themselves. Living for others is a rule of nature. We are all born to help each other. No matter how difficult it is. Life is good when you are happy; but much better when others are happy because of you.”
স্বেচ্ছাসেবী সংস্থা এক রঙা এক ঘুড়ির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো গত ১৮ই নভেম্বর। এলিফ্যান্ট রোডের কবিতা ক্যাফেতে ঘুড়ি স্কুলের শিশুদের সাথে নিয়ে এই আয়োজনে আমরা সময় কাটিয়েছি।
বাংলা ব্লগের শুরুর সময়ে ঘুড়ির যাত্রা শুরু হয়েছিল।
২০০৮ সালে।
ঘূড়ির এই দীর্ঘ পথচলায় ব্লগের অনেকের সহায়তা সহযোগিতা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি।
দীর্ঘ একটা সময় আমরা পার হয়ে এসেছি। গত করোনাকালে দেশ ও দেশের বাইরেও ঘুড়ির কার্যক্রমের কথা ছড়িয়ে গেছে। আমরা নিজেরাও কাজ করতে গিয়ে অসুস্থ হয়েছিলাম। শিশু অধিকার ও সুরক্ষায় আমরা আরো নিবেদিত হয়ে কাজ করে যাবো এই প্রত্যাশা ব্যক্ত করে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সমাপ্ত হয়।
গত ১৪ বছরে আমরা কী করেছি?
০১- দেশের বেশ কয়েকটি প্রত্যন্ত্ জেলা শহরে আনুমানিক সাড়ে চার হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
০২- করোনাকালে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় ১০ হাজার ৫০০ শিশু ও মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
০৩- করোনাকালে শিশুদের মাঝে ৫ বার প্রায় ৩০০ শিশুর পরিবারকে ত্রাণ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
০৪- করোনাকালে সর্বমোট ৭০০ মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
০৫- রক্ত ও জরুরী ঔষধ সরবরাহ করেছি।
০৬- করোনাকালে ১৪২ টি মধ্যবিত্ত পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
০৭- ঢাকা ও ঢাকার বাহিরে একাধিকবার স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করেছি আমরা। ১৫০০ এর বেশি শিশু ও অসহায় মানুষকে স্বাস্থ্যসেবা ও জরুরী ঔষোধ দেয়া হয়েছে।
০৮- দুস্থ কয়েকজনের চিকিতসায় সহায়তা তাদের পাশে থেকেছি আমরা।
০৯- ঢাকায় একটি স্কুল পরিচালনা করছি আমরা যেখানে বিনা বেতনে বস্তি ও পথে থাকা শিশুরা পড়ছে। সকল কিছু ফ্রি।
১০- ঢাকা মহানগরীতে ফল উতসবের নামে যে আয়োজনটি এখন হয় তার শুরুটা করেছিলাম আমরা এক রঙা এক ঘুড়ি। আমরা টানা ৩ বছর প্রায় ২২০০ শিশু ও দুস্থ মানুষকে ফলমূল প্রদান করেছি।
মোটা দাগে এগুলো আমাদের কাজের ফিরিস্তি। এ ছাড়াও আরো নানাবিধ হাবিজাবি কাজে আমরা যুক্ত ছিলাম। আগামীতেও এগুলো আরো জোরেশোরে চালু থাকবে পাশাপাশি আরো কিছু উদ্যোগে আমরা যুক্ত হবো এই আশা রাখছি। শিশুদের অধিকার সুরক্ষায় আমরা অবদান রেখে যেতে চাই।
ভালো থাকবেন সকলে।
ধন্যবাদ।
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৫
নীলসাধু বলেছেন: আন্তরিক ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
আশা করছি কুশলে আছেন।
শুভকামনা রইলো।
২| ২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সকলের মঙ্গল হোক, সকলের মাঝে মানবতা জাগ্রত হোক।
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৬
নীলসাধু বলেছেন: থ্যনাগকু আব্দুল হাক ভাই।
ভালো থাকবেন আপনিও।
৩| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৪৬
রাজীব নুর বলেছেন: ভালো কাজ। মহতি উদ্যোগ।
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৪
নীলসাধু বলেছেন: ধন্যবাদ।
আশা করছি কুশলে আছেন।
শুভকামনা নিরন্তর।
৪| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১০:০৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনারা আরও বড় হয়ে সমাজে আরও অবদান রাখুন এই কামনা করছি। ছবির নীচে আপনাদের নামগুলি দিলে চিনতে সুবিধা হতো।
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৭
নীলসাধু বলেছেন: থ্যাংকিউ।
আচ্ছা পোষ্ট এডিট করে সকলের নাম দেবার চেষ্টা করবো।
৫| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৩২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: একটি ভালো উদ্যোগ।
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৬
নীলসাধু বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো।
৬| ২১ শে নভেম্বর, ২০২১ রাত ৩:০৫
নেওয়াজ আলি বলেছেন: শুভেচ্ছা ও শুভকানা
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৪
নীলসাধু বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন। শুভেচ্ছা রইলো।
৭| ২১ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৯
নতুন নকিব বলেছেন:
আপনাদের এইসব কাজের সাথে নিজেকে যুক্ত করার ইচ্ছে হয়। মানবিক এই উদ্যোগগুলো নি:সন্দেহে খুবই ভালো কাজ। দিন দিন এসব কাজ আরও অগ্রগতি এবং ব্যাপকতা লাভ করুক, সেই কামনা করছি।
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৩
নীলসাধু বলেছেন: সময় থাকলে মাঝে মাঝে এলেন। সময় দিলেন।
আমাদের ফেসবুক গ্রুপ ও এখানেও নানা কাজের কথা জানাই আমরা।
ভালো থাকবেন।
৮| ২১ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:১৩
কুশন বলেছেন: যখন দেশে একবারে চলে আসবো। তখন এরকম একটা সংগঠন করবো। আশা করি আপনাকে পাশে পাবো।
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪২
নীলসাধু বলেছেন: ইনশাআল্লাহ অবশ্যই।
জানাবেন। পাশে আছি আমরা।
৯| ২১ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:০৬
নীল আকাশ বলেছেন: ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকতে 'এক রঙা এক ঘুড়ি'কে অভিনন্দন এবং শুভেচ্ছা।
আপনি এবং ভাবী ভালো থাকুন সব সময়।
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪২
নীলসাধু বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন, দোয়ায় রাখবেন।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৬
খায়রুল আহসান বলেছেন: আপনাদের এসব মহতি কার্যক্রমের জন্য আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আরও অনেক পরোপকারী মানুষের অংশগ্রহণে আরও বৃহত্তর পরিসরে আপনাদের এ নিঃস্বার্থ প্রচেষ্টা বিস্তৃতি লাভ করুক, এ শুভকামনা রেখে যাচ্ছি।