নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

১৯ ডিসেম্বর, বাংলা ব্লগ দিবস

২৮ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫৩



১৯ ডিসেম্বর, বাংলা ব্লগ দিবস।
দিবসটি প্রথমবার পালিত হয় ২০০৯ সালে। মূলত বাংলায় ব্লগিং-এ আগ্রহী করতেই দিবসটি পালন করা হয়।
সামহোয়্যার ইন-এর উদ্যোগে ব্লগারদের মতামতের ভিত্তিতে ১৯ ডিসেম্বরকে বাংলা ব্লগ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
তার পর হতে নিয়মিত/অনিয়মিত ভাবে দিবসটি পালন করে আসছে বাংলা ব্লগের ব্লগার-গন।

এ বছর কী পরিকল্পনা?

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:১২

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা জানাই আশা করছি বেঁচে থাকলে উপস্থিত থাকব

২৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৩

নীলসাধু বলেছেন: দেখা যাক ব্লগ কর্তৃপক্ষ কোন উদ্যোগ নেন কীনা। নাইলে আমরাতো রইলাম। ধন্যবাদ আলমগীর ভাই।

২| ২৮ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

নাহল তরকারি বলেছেন: পোলাও রোস্ট খাবারের ব্যাবস্থা আছে?

২৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৩

নীলসাধু বলেছেন: কইতারিনা কিছু। ব্লগ কর্তৃপক্ষ কোন উদ্যোগ নেন কীনা দেখি -
ধন্যবাদ।

৩| ২৮ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১১

প্রামানিক বলেছেন: এবার উদ্যোগ নিলে সাথে থাকবো। এগিয়ে যান নীল দা।

২৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৬

নীলসাধু বলেছেন: আমার একার কাজ নয় এটা প্রামানিক ভাই। আমি একাতো উদ্যোগ নিতে পারি না। ব্লগ কর্তৃপক্ষ আছে তারা ঠিক করুক। আগেও পাশে ছিলাম এবারেও বললে সেটাও ভাবা যাবে।

৪| ২৮ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৩

প্রামানিক বলেছেন: ব্লগ দিবন পালন করার জন্য উদ্যোগ নিলে অবশ্যই সাথে থাকবো। ডিসেম্বরের ১ তারিখ থেকেই এবিষয়ে উদ্যোগ নেয়া দরকার তা না হলে পরে সময় থাকে না।

৫| ২৮ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগ কর্তৃপক্ষের এ নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা সেটা আগে জানা দরকার। পোস্টের জন্য ধন্যবাদ।

২৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৫

নীলসাধু বলেছেন: হু। তাদের মনে করিয়ে দেবার জন্যেই পোষ্ট দিলাম। আগে এক মাস আগে থেকেই পরিকল্পনা হতো। কিন্তু সেই দিন আর নেই।

৬| ২৮ শে নভেম্বর, ২০২১ রাত ১১:২১

খায়রুল আহসান বলেছেন: 'ব্লগ দিবস' প্রতি বছরে না হলেও, প্রতি দুই তিন বছরে একবার করে ধুমধামের সাথে পালিত হওয়া উচিত। ২০১৯ এর ডিসেম্বরের ব্লগ দিবস উদযাপনের তারিখ পরিবর্তন হবার কারণে রেজিস্ট্রেশন করেও উপস্থিত থাকতে পারিনি, কেননা পরিবর্তিত তারিখ ২৫শে ডিসেম্বরের আগেই আমি দেশ ত্যাগ করেছিলাম। এবারে হলে যোগদানেরয় আশা রাখি, ইন শা আল্লাহ।

ভবিষ্যতে কোন নির্দিষ্ট তারিখের বদলে ডিসেম্বরের প্রথম শনিবারে ব্লগ দিবস উদযাপন করা যেতে পারে, যদিও এবারে সেটা মোটেই সম্ভব হবে না। প্রথম শনিবারে না করলে পরের দিকে বিজয় দিবস, বড়দিন, ইত্যাদির চাপ এসে পড়বে।

২৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৭

নীলসাধু বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই। সুন্দর মন্তব্য করেছেন।
আশা করছি ব্লগ কর্তৃপক্ষ বিবেচনায় নেবেন।
ধন্যবাদ জানবেন।

৭| ২৮ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৩৬

আহমেদ জী এস বলেছেন: নীলসাধু,





ঝিমিয়ে পড়া ব্লগটির জন্যে "ব্লগ দিবস পালন " একটি টনিকের কাজ করতে পারে............

২৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:২২

নীলসাধু বলেছেন: হুম আড্ডা হলে দেখা টেখা হলে কিছুতো হবেই। মান অভিমান বা ভালোবাসা সম্ভাবনা আছে দুটোরই।

৮| ২৮ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫৪

মৌরি হক দোলা বলেছেন: এবারও মহাসমারোহে অফলাইনে হোক... !:#P !:#P

২৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:২০

নীলসাধু বলেছেন: হলে ভালো হয়।
বহুদিন দেখাসাক্ষাত নেই। আবার একটা আড্ডা হলো।

ধন্যবাদ।

৯| ২৯ শে নভেম্বর, ২০২১ রাত ১:২২

রাজীব নুর বলেছেন: বাংলা ব্লগ দিবস। অবশ্যই আনন্দের সাথে দিনটি পালন করা উচিত।

২৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:১৯

নীলসাধু বলেছেন: আমিও মনে করি দিনটি পালন করা উচিৎ। দেখা যাক ব্লগ কর্তৃপক্ষ কোন উদ্যোগ নেন কীনা। নাইলে আমরাতো রইলাম। ধন্যবাদ।

১০| ২৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি গতবার আসেন নি হুহ
কত ছবি তুলেছি
কী আনন্দ করেছি

০৩ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৭

নীলসাধু বলেছেন: আপা আয়োজনে যুক্ত থাকলেও একই দিনে আমার অন্য একটি আয়োজন থাকায় আসতে পারিনি কিন্তু তাতে সমস্যা হয়নি। সবাই এসেছিল - খুব মজা হয়েছে। সে আর বলতে :)

১১| ২৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ২০১৯ তে অনেক আনন্দ পেয়েছিলাম। অনেকের সাথে দেখা হয়েছিল। আপনার সাথেও দেখা হয়েছিল। চমত্কার স্মৃতি।

এবার তেমন কিছু হলে খুব ভালো হয়।

০৩ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৮

নীলসাধু বলেছেন: হু। মনে আছে। খুব সুন্দর বিকেল। আহা।
দেখি এবার কি প্ল্যান করেন ব্লগ কর্তৃপক্ষ। আমরাতো নানা য়োজন আর অনুষ্ঠান নিয়েই আছি। চাইলে এদিনেও করতে পারি তবে তার আগে ব্লগ কর্তৃপক্ষের অবস্থান জানা দরকার।

১২| ২৯ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

জ্যাকেল বলেছেন: চাঁদা টাদা দেওয়া লাগলে সমস্যা নাই দেওয়া যাইবে। ইহা অনুষ্টিত হোক।

০৩ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৯

নীলসাধু বলেছেন: জি অনুষ্ঠিত হোক তা আমরা অনেকেই চাই। এই উছিলায় সবার সাথে দেখা হলে ভালো লাগে। আনন্দ হয়। এই আর কি। কতোদিন পর পর একজন আসেন। দেখা যাক কী হয়। তবে এটা আয়োজনের জন্য অনেক টাকা লাগে তাও নয় বিষয়টা, ছোট পরিসরেও হতে পারে আয়োজন। দেখাদেখি আলাপ আড্ডাটাই আসল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.