নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

অমর একুশে বইমেলা ২০২২ :: ব্লগার আড্ডা

০৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:০৫




আমি এই ব্লগে এখন অনেকটাই অনিয়মিত।
আগে অভ্যাসবশত সামুর সাইট খোলা থাকতো, নিজে পোষ্ট না দিলেও অন্যদের লেখা পড়তাম। আসতাম। এখন সেটাও করা হয় না।
তবে ব্লগ বা ব্লগার তার সাথে নীলসাধুর যুক্ততা খুব স্বাভাবিক বলে হাবিজাবি বহু কিছুতে আমি থাকতে চেষ্টা করি। মাঝে মাঝে পারি আবার মাঝে মাঝে হয় না।
এই ব্লগের ভাব-সাব ও এখন বুঝি না,
যাইহোক, বইমেলা চলতাসে। আমাদের সহ ব্লগার অনেকের প্রথম বই প্রকাশিত হয়েছে; তারা আনন্দিত। উত্তেজিত। আমরাও যারা বই পড়ুয়া আছি তারাও খুশি। বই সংগ্রহ করছি। আড্ডা হচ্ছে। আনন্দ সময়।
এর মাঝেই ব্লগের অনেক প্রিয় মুখ মেলায় এসেছেন তাদের অনেকের সাথে দেখা হয়েছে।
এ স্মৃতিগুলোই আমাদের মনে রয়ে যাবে বহুদিন।

ব্যক্তিগত আলাপচারিতায় অনেক ব্লগার বইমেলায় ব্লগার আড্ডা আয়োজনের কথা বলেছেন। নির্ধারিত একটি দিনে যার হাতে সময় থাকবে সে বা তারা যদি মেলায় আসেন তাইলে একটা আড্ডা হইলো। সবার সাথে দেখা ট্যাখা হইলো। আমরা বই দেখলাম। সংগ্রহ করলাম। ছবি টবি তুললাম। এই হচ্ছে নির্ধারিত দিনের অনির্ধারিত কর্মসূচী।

আমরা ব্লগার আড্ডার সম্ভাব্য একটি দিন হিসেবে ঠিক করেছি ১২ই মার্চ শনিবার। সেদিন বিকাল ৪টায় আমরা সোহরাওয়ার্দী উদ্যানের লেখক বলছি এর মঞ্চের সামনে সমবেত হলাম। পাশেই বসার সুন্দর জায়গা আছে, সবাই মিলে বসলাম। খাবারের দোকান আছে পাশে, চাইলে চা কফি খাওয়া যাবে। মসজিদ আছে। আছে ওয়াশরূম। অজু নামাজ খানাদানা তাই কোন কিছু নিয়ে চিন্তা নাই। আরামে কিছুটা সময় কাটানো যাবে।

যদি বেশিরভাগ সহ ব্লগার এই দিন-তারিখ-সময়ে আসতে পারেন তবে আমরা এই নিয়ে একটা ফর্মাল ঘোষণা দেবো।
এটাকে আলুচনা পোষ্ট ধরে নিতে পারেন।

ধন্যবাদ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:৪০

আলমগীর সরকার লিটন বলেছেন: জি নীল দা খুবি ভাল একটা উদ্যোগ নিয়েছেন
অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল----
আমি চেষ্টা করব তবে অফিস থাকবে,
জানি না কি হবে--

০৬ ই মার্চ, ২০২২ দুপুর ২:২৩

নীলসাধু বলেছেন: অফিস ম্যানেজ করে চলে আসেন :)

২| ০৫ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১০

গেঁয়ো ভূত বলেছেন: ভালো উদ্যোগ ।

০৬ ই মার্চ, ২০২২ দুপুর ২:২২

নীলসাধু বলেছেন: আসেন মেলায়। দেখা হোক আমাদের সবার সাথে সবার।

৩| ০৬ ই মার্চ, ২০২২ রাত ১:২৯

রাজীব নুর বলেছেন: এসবের কোনো দরকার নাই। নো নিড।

০৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৩২

নীলসাধু বলেছেন: এটা আমাদের রীতিতে পরিনত হয়েছে। ১২ তারিখ আড্ডা হবে। ইচ্ছে হলে আসবেন নাহলে নেই। দরকার আছে কীনা তা জানতে চাইনি রাজীব নুর।

৪| ০৬ ই মার্চ, ২০২২ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: আরেহ ভাই রাগ করেন ক্যান?
ট্রাই টু আন্ডারস্টেন্ড।

প্রতিটা মানুষের অনেক গুলো দুনিয়া আছে। এক দুনিয়া আরেক দুনিয়ার সাথে মিলে না। হ্যাঁ যদি ব্লগ থেকে একটা তারিখ ঠিক করা হয়, তাহলে ঠিক আছে।

০৬ ই মার্চ, ২০২২ দুপুর ২:২১

নীলসাধু বলেছেন: রাগ করিনি। আপনি নো নিড বলতে পারেন না।
যাইহোক
ব্লগ কর্তৃপক্ষ কবে শেষ আয়োজন করেছিলেন আপনার মনে আছে?
মনে থাকার কথা নয়।
এই আড্ডা এটা সেটা যে আমরা করি তার পেছনে ব্লগ কর্তৃপক্ষের সায় থাকে কিন্তু তারা সরাসরি যুক্ত হতে পারেন না। কেন পারেন না তার হাজার কারণ আছে। আমরা ব্লগাররা যা ঠিক করি সেটাই হবে। আমরা কী ব্লগের খাই নাকি পরি যে তাদের বলে, সাথে নিয়ে সব আয়োজন করতে হবে? বরং ব্লগের আয়োজনেও আমরা ব্লগাররা অনেক সময় দিয়েছি যা স্বাভাবিক।
যাইহক এই পোষ্ট দেবার আগে আমার সাথে কথা হয়েছে সহ ব্লগার কামাল ভাই এর সাথে। কথা বলেছি কামরুন নাহার আপার সাথে। কথা হয়েছে জাদিদ এর সাথে। কথা হয়েছে আরো অন্মেক ব্লগারের সাথে। সবার সাথে আলাপের পরিপ্রেক্ষিতেই পোষ্ট দেয়া হয়েছে। এটা আমাদের আয়োজন। সময় থাকলে যোগ দেবো না পাড়লে নেই। এখানে কোন ফর্মালিটির ব্যাপার নেই।


ধন্যবাদ।
ভাল থাকবেন।

৫| ০৬ ই মার্চ, ২০২২ দুপুর ২:০৪

নীল আকাশ বলেছেন: ২৫ তারিখে আমি আপনার সাথে স্টলে দেখা করতে গিয়েছিলাম। কপাল খারাপ দেখা হলো না। ভাবীও ছিল না স্টলে।
ভাল থাকুন আপনি।

০৬ ই মার্চ, ২০২২ দুপুর ২:২২

নীলসাধু বলেছেন: মিস করেছি।
ইনশাআল্লাহ আবার কোন আয়োজনে দেখা হয়ে যাবে।
কৃতজ্ঞতা অশেষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.