নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

মাঝে মাঝে খুব বিরক্ত হই।

০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৫

বাংলা ব্লগের শুরু থেকে আমরা আছি। বাংলাদেশের ব্লগ নিয়ে ইতিহাস লিখলে আমাদের অনেকের নাম না নিলে সেই ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। ভালো মন্দ হাবিজাবি-সাংগঠনিক-আর্ত মানবতা-প্রকাশনা-আড্ডা সহ রাজ্যের যুদ্ধ বিগ্রহ কাজে আমরা গত ১২/১৪ বছর ধরে যুক্ত আছি। হুট করে আমরা কেউ আসমান থেকে পরিনি। এই আমাদের যখন অনেকে ব্লগিং শেখাতে আসে, পেছনে কথা বলে, শিশুতোষ মন্তব্যে রাগিয়ে দিতে চায় তারা আসলে বোকা। মাঝে মাঝে খুব বিরক্ত হই। এদের অনেকে জানেই না আমাদের অবদান, অর্জন ও সাফল্য-গাঁথা। আমরা যে যেভাবে পারি ব্লগের জন্য, ব্লগারদের জন্য কাজ করে গেছি। সেটাও দীর্ঘ সময় ধরে। ব্লগারদের সাথে আমাদের অনেকের গভীর হৃদ্যতার সম্পর্ক। আমরা ব্লগে এলে, পোষ্ট বা মন্তব্যে আমাদের হেয় করা হলে সেটা শোভন দেখায় না। আপনি যদি ভালো মানের লেখক বা পাঠক বা ব্লগার বা ট্রাভেলর বা ফটোগ্রাফার যাই মনে করেন আপনি সেসব নিয়ে লিখেন পড়েন মন্তব্য করেন। কাউকে ছোট না করে কাউকে বিদ্রূপ না করেও ব্লগিং করা যায়। পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখেও ব্লগিং করা যায়।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: সামহোয়্যার ইনের সমৃদ্ধির পথে আপনার অবদান সমূহ কি কি ?

০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৫

নীলসাধু বলেছেন: হা হা
গুগল করেন।

২| ০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪১

জাদিদ বলেছেন: বলদ এবং মানসিক ভারসাম্যহীনদের ব্যাপারে কোন রাগ বা ক্ষোভ থাকা উচিত নয়, নীল দা।

০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৬

নীলসাধু বলেছেন: লাভ ইউ জাদিদ।
তুমি ক্যাম্নে কুল থাকো এই এক রহস্য। এই ব্যাপারে আমরা অনেকে তোমার কাছে নবীশ -

গ্রেট

৩| ০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যাপারটা সত্যিই বিরক্তিকর।

০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০২

নীলসাধু বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই শুভেচ্ছা জানবেন।
আশা করছি কুশলে আছেন।
আমরা সেভাবে আর কেউই ব্লগে সময় দিতে পারি না কিন্তু এর সাথে আমরা নানাভাবে যুক্ত। না এসেও পারি না। নানাভাবেই ব্লগারদের সঙ্গে আমাদের নিত্য আড্ডা হাসি গান
কিন্তু মাঝে মাঝে অনেক নবীণ ব্লগার এভাবে রিএক্ট করেন যে খুব অসহায় বোধ করি। আমরা ভালো মন্দে মিলিয়ে মানূষ, তাছাড়া আমার আবার হূট করে রেগে যাবার অভ্যাস আছে যে কারণে মেজাজ হারিয়ে ফেলি। পরে আবার ভাবি, ধুর। যা খুশি বলুক কিন্তু এইগুলো না হলেও হতো। আমরা যে যেখানেই আছি তারা সকলেই ব্লগঅন্ত প্রাণ মানূষ। কীভাবে কী হলো বা হচ্ছে তা নিয়ে অল্প হলেও বোধ বিবেচনা রাখি- আমাদের এই সম্মান শ্রদ্ধা টুকু ভার্চুয়াল জগতের সকলে দেখায়। আমরাও সেভাবে মিশি থাকি চলি, কিন্তু কিছু মানূষের আচরণ সত্যি হতাশা্র।

৪| ০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৪

আলমগীর সরকার লিটন বলেছেন: নীল দা লাল সালাম জানাই কেমন আছেন
খুবি বাস্তবতার কথা বলেছেন, ভাল লাগল
তবে একটু যদি নিয়মত হতেন; আমি জানি
আপনার সময় কম তারপরও প্রাণের জায়গা
আসতে হয় ! দোয়া করি ভাল থবেন---------

০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ৯:১৯

নীলসাধু বলেছেন: আমরা আছি। নেই তা নয়। আপনারা অনেকেই নিয়মিত ব্লগিং করছেন। এটা আনন্দের।

৫| ০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
নীল সাধুজী,
মাথা ঠান্ডা করেন। ব্লগ ডে তে বিরিয়ানীর আয়োজন করেন।
অনেকদিন দেখা হয় না।

০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ৯:০৯

নীলসাধু বলেছেন: হা হা
হুম বিরানী হবে।

আয়োজন চলছে

৬| ০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: কে আপনাকে কি বলল, সেটা তো বলেন।
মানুষ তো শেখ হাসিনাকেও কত কি বলে।

০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ৯:১৩

নীলসাধু বলেছেন: হা হা

ভাই তেমন কিছু নয়।
ভালো থাকবেন।

৭| ০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫০

জুল ভার্ন বলেছেন: নীল সাধু ভাই, আমরা ব্লগাররাই সেই শ্বাস্বত থেকে শুরু করে কতো অসহায় আর্ত পীড়িতদের পাশে দাঁড়িয়েছিলাম, যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে লক্ষ লক্ষ মানুষের স্বাক্ষর সংগ্রহ করেছিলাম... সেইসব ইতিহাস অর্বাচীনরা জানতে চায়না, এরা চায় ব্লগে ক্যাচাল করতে, কাউকে অপমান অপদস্ত করতে!

০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ৯:২০

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা জানবেন জুল ভার্ন ভাই।
ভালো মন্দ মিলিয়ে দীর্ঘ একটা জার্নি। ১৪ বছরের বেশি সময় হলো আমরা হুটোপুটি করছি। একেবারেই ফেলনা ছিল সব?
যারা নতুন স্টার হচ্ছেন সেলিব্রেটি হচ্ছেন ক্যাচাল করছেন তারা আমাদের খোজ খবর একেবারেই রাখবেন না আবার নসিহত করবেন তা কীভাবে হয় বলেন?

৮| ০১ লা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৮

সোনাগাজী বলেছেন:



আমি লিখেছিলাম, "সব কিছুতেই লাভ করতে চান? "

-এতে আপনি রেগেমেগে একাকার?

-আপনারা সব কিছু থেকেই লাভবান হতে চান; সবাই লাভবান হতে চাইলে নতুন বই কিভাবে ছাপা হবে, নতুন লেখকদের কি হবে, সাধারণ মানুষ বই পড়বে কি করে?

০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ৯:০৯

নীলসাধু বলেছেন: যে পোষ্ট নিয়ে পন্ডিতি করছেন সেখানে এইসবের উত্তর আছে। গিয়ে পড়ে আসুন ।

৯| ০১ লা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪২

সোনাগাজী বলেছেন:



আমি ৫ শব্দের একটি কমেন্ট করায়, আপনি নতুন পোষ্ট দিয়েছেন, এত ব্যস্ততার মাঝেও ব্লগে ফেরত এসেছেন; ৭/৮ জন আপনাকে শাত্বনা দিয়ে কমেন্ট করেছেন; ভালো কিছু ঘটছে।

গরীব দেশে সবাই লাভের পেছনে দৌঁড়লে, সাধারণ মানুষের ক্ষতি হয়।

১০| ০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ৮:৪৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আর্ত-মানবতার সেবায় আপনার অবদান আছে কিন্তু ব্লগিং এ কী কী অবদান? বই প্রকাশ নিয়ে তো অনেক ব্লগারের অভিযোগও শোনা যায়।

০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ৯:১২

নীলসাধু বলেছেন: আইসক্রিম যে বেঁচে সেও সব বাচ্চাদের খুশি করতে পারে না। এটা নিয়মে নাই। কিছু লোক হাউকাউ করবেই।

১১| ০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ১০:৩৮

রেজাউল৮৮ বলেছেন: গতকাল ঐ কমেন্ট দেখেছি, আমারো খারাপ লেগেছিল, তবে দূর্বল নেটওয়ার্কের কারণে লগ ইন করতে পারিনি বলে মন্তব্য করা হয় নি। আজ
মডারেটর যখন বল্লেন বলদ এবং মানসিক ভারসাম্যহীনদের ব্যাপারে কোন রাগ বা ক্ষোভ থাকা উচিত নয়, তখনো মেজাজ খিচরে ছিল।
কিন্তু কেউ যখন হাজিরা দিয়ে বল্লেন - ভাই আমি কিন্তু মানসিক ভারসাম্য হীন বা বলদ না, আমি ভীষণ ইস্মাট, তখন হাসি আর সাম্লাতে পার্লাম না।

০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪৯

নীলসাধু বলেছেন: হা হা

খুব মজা পেলাম।
আপনিতো পুরো বিষয়টা খেয়াল করেছেন দেখি।

ভাল থাকবেন। সেতো কদিন হল ব্লগে। আমরা পুরনো পাপী। আমার মাঝে মাঝে তবু খারাপ লাগে। দরকার নেই এইসবের। আমরা ব্লগেতো আসিই না বলা যায়। কিন্তু তাই বলে নিজের আস্তানায় এসে এই সব পাকনামি কার ভাল লাগে?

১২| ০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪৭

সোনাগাজী বলেছেন:



দেখছেন, গতকাল যখন বইয়ের প্যাভেলিয়ন নিয়ে পোষ্ট দিয়েছিলেন, কেহ আপনার পোষ্টে মন্তব্য করেননি; আমি করেছি। আজকে যখন এই পোষ্ট দিয়েছেন, অনেকে অনুমানে বুঝেছেন, এই কমেন্ট কে করতে পারেন; আলু পোড়ার গন্ধ পাচ্ছেন অনেকে; এই হলো ব্লগের বর্তামন অবস্হা।

আপনার সৌভাগ্য, জাদিদ সাহেব আপনার অন্ধভক্ত।

০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৮

নীলসাধু বলেছেন: এই ব্লগের সকল ব্লগারই আমাদের সহ ব্লগার। আমাদের পোষ্টে কে মন্তব্য করল, কে লাইক দিল এইসব ১৪ বছর আগের ইতিহাস। আমরাতো সেসবের জন্য ব্লগে আসি বা লিখি না। কাজের কিছু, প্রয়োজনীয় কিছু, দরকারি কিছু জানাতে বা জানতে আসি ব্লগে। অন্যান্যরা কে কী লিখছে তার দিকে চোখ রাখি। পড়ি।
আমরা কেউ ভার্চুয়াল চরিত্র নই। কাজে কর্মে আচার আচরণে বাদ প্রতিবাদে দিনের পর দিন একসাথে চলে ফিরে আজকের এই বর্তমানে আছি সবাই। আপনি কোন দুনিয়ায় থাকেন?
আমরা কারো সাথেই দ্বন্দ্বে জড়াই নাই তার কোন প্রয়োজন নেই। কাউকে অযথা অসম্মান করতে যাই না। পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখি। এগুলো আপনিও করুন। সেভাবে থাকুন তাহলে-তো সমস্যা হবার কথা নয়। অযথা খোঁচাখুঁচি করার কী প্রয়োজন? আপনার এই বদভ্যাস যাবে কবে?

আপনার অবগতির জন্য বলি আমি সহ আরো অনেকের প্রিয় মুখ জাদিদ।
সে নয় আমরা অনেকে তার অন্ধ ভক্ত।

১৩| ০২ রা ডিসেম্বর, ২০২২ রাত ১:৪২

সোনাগাজী বলেছেন:




আপনি বলেছেন, "আমরা কারো সাথেই দ্বন্দ্বে জড়াই নাই তার কোন প্রয়োজন নেই। "

-আপনি আমাকে "ভাল বলবেন", আমি আপনাকে "ভালো বলবো", এটাই তো বাংগালী নিয়ম; দ্বন্দ্বের কি দরকার? যে যা' বলছেন, সবই ভালো।

১৪| ০২ রা ডিসেম্বর, ২০২২ রাত ২:১৩

সোনাগাজী বলেছেন:



বাংলা ব্লগের এডমিন সাহেবের ভাষার সৌন্দয্য দেখছেন? এ'হলো বাংলাদেশ!

০২ রা ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২১

নীলসাধু বলেছেন: বাংলা ব্লগের ভাষারীতি অনেক পরিবর্তন হয়েছে। গালিগালাজ খিস্তিখেউড় পার্ট অফ ব্লগিং ছিল। এখন তা নেই। মাঝে মাঝে কিছু ঘটনায় হাজার গালিগালাজ শত শত নিক যুক্ত থাকতো, সে সব দিনের কথা আপনারা জানেন না। ব্লগের সেই পরাক্রমশালী দিন আপনারা দেখেননি। আমিও বহু গালি জানি যা দিলে আপনাকে গোসল করে আসতে হবে। আমাদের মুখ ভালো যেমন তেমন খারাপ করতেও পারি। আমরা আর দশজনের মতোন এই দেশেই জন্মেছি বড় হয়েছি। সবসময় মনে পুলক থাকে না যে শৈল্পিক মন্তব্য করবো।

আপনিও যেভাবে এ'হলো বাংলাদেশ! বললেন তা আপত্তিজনক।
যেমনই হোক এটাই আমার দেশ, বাংলাদেশ। আমাদের জন্মভূমি প্রাণের দেশ। দেশ নিয়ে এভাবে কদর্য কটাক্ষ করতে পারেন না আপনি।

১৫| ০২ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: সেই মন্তব্যটা আমি দেখেছি।
জনাব, চাঁদাগাজী আপনাকে কোনো বাজে বা অসস্মান করে মন্তব্য করেন নি।
আপনি শুধু শুধু রসিকে সাপ ভেবেছেন।

চাঁদগাজী গ্রেট লোক।

০২ রা ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৯

নীলসাধু বলেছেন: আমি সাধু মানুষ। রশি ও সাপ দুইটা নিয়ে খেলতে পারি রাজীব নুর। একেকজনের দেখার দৃষ্টি ভঙ্গী একেক রকম। কাউকে চড় দিলেও রা করে না, কারো সামনে পান থেকে চুন খসলেও...
সে গ্রেট হলেতো ভালো। চ্যাট হলেও আমার বলার কিছু নাই। যার যার জীবন।

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ২:৪১

জাদিদ বলেছেন: নীল দা, আমি কিন্তু প্রথমে বুঝিনি যে আপনার মেজাজ কে খারাপ করলো। মন্তব্যটি করে পরে দেখলাম এবং বুঝলাম আমার মন্তব্যটি খুবই সঠিক এবং উপযুক্ত হয়েছে।

যে বাংলা ব্লগে - ব্লগিং এর নামে কিছু লোক ইতরামি ও অপরাধ করে বেড়ায়, কোন নিয়ম কানুন মানে না - সেই বাংলা ব্লগের এডমিনের ভাষা যে এর চেয়েও বেশি খারাপ হয় নি, সেই কারনে শোকর করা উচিত।

বাংলা ব্লগের এডমিনের ভাষা কিভাবে মধুর মত মিষ্টি লাগবে জানেন?
- ব্লগিং এর নামে ইচ্ছে মত ইতরামি করার অনুমুতি প্রদান করলে এডমিন সাহেবের ভাষা খুবই মিষ্টি লাগবে।

আফসোসের ব্যাপার হচ্ছে নীল দা, আমাদের সেই আগের দিন এখন আর নাই। শুধু ব্লগার হিসাবে থাকলে.... থাক আর কিছু বললাম না।

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৯

কেকিমন্তব্যকর্লেন্তাদেখতেএলাম বলেছেন: ২০২২ দুপুর ১:৪১১

জাদিদ বলেছেন: বলদ এবং মানসিক ভারসাম্যহীনদের ব্যাপারে কোন রাগ বা ক্ষোভ থাকা উচিত নয়, নীল দা।৷


হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.