নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
আমাকে প্রায়ই নীলক্ষেত যেতে হয়! কাগজ কলম খাম সহ যাবতীয় স্টেশনারী, কম্পোজ ফটোকপি সাংগঠনিক নানা কাজের ব্যানার স্টিকার সহ রাজ্যের হাবিজাবি কাজ সেখান থেকেই করি আমরা। একদিন এমনই কিছু কেনাকাটার জন্য সেখানে গেলাম। যে দোকান থেকে নানা কিছু নিলাম, সে দোকানী বেশ কিছুক্ষণ ক্যালকুলেটর টিপে টিপে হিসাব করে জানালো, বিল হয়েছে ৭০০ এর মতোন। টুকিটাকি বেশ কয়েকটা আইটেম।
তারপর সে আমার কেনা জিনিসগুলো একটার পর একটা পলিথিনে ঢুকাচ্ছে আর বলছে,
এই যে দ্যাহেন এটা,
বলে সে একটা আইটেম দেখালো- আর বললো, এইটার দামি ধরসি ২০০ টাকা কিন্তু অন্যান্য সবাই আপনার কাছ থেকে নিবো ২৫০ টাকা।
এই যে এটা দেখেন, বলে আরেকটা জিনিস দেখিয়ে বললো-
এটা যদি কিনেন ১২ টাকা করে ৫টা ৬০ টাকা রাখবে। আমি রাখলাম ৫০ টাকা।
এভাবে সে সব জিনিস দেখিয়ে বলেছিল কোন আইটেম সে কত রেখেছে। সব আইটেমেই কিছু কম করে রাখা। সবশেষে আমি হিসাব করে দেখলাম সে প্রায় ১০০ এর উপর কম রেখেছে। ৭০০ টাকার জিনিস বিক্রিতে ১০০ টাকা কম রাখা এক হিসেবে অনেক!
আমি চিন্তা করলাম এই লোকের সমস্যা কি?
সবাই যদি এমন দাম রাখে সে কেন কম রাখছে?
আমি তারে বললাম, আপ্নে তাইলে কম রাখলেন ক্যান? আমিতো এগুলার কোনটার দাম কত তা জানতাম না। আপনে বেশি বা অন্যন্যরা যা রাখে তাই রাখতেন।
আমার কথা শুনে সে লোক দেখি হাসে।
আমি তারে কইলাম, হাসেন ক্যান?
সে হাসতে হাসতে বললো, ভাই আমি অনেক বছর দেশের বাইরে আছিলাম। দেশে ফিরা আইসা এখানে দুকান নিসি। নীলক্ষেতের লুকজনের মতোন অহনো তেমন ব্যবসায়ী হইতে পারি নাই। তাই কম রাখি।
ব্যবসা শিখে ফেললে আর রাখুম না!
তার মুখে মিটমিট হাসি।
পরে আমি তার সাথে আরও কিছুক্ষণ কথা বললাম। একসাথে চা খেলাম। কর্মসূত্রে আমি নিজেও দেশের বাইরে ছিলাম। প্রবাসের মানুষের সাথে আমার দ্রুত সম্পর্ক তৈরি হয়।
মনে হলো লুকজনের মাঝে এখনো তাইলে সারল্য ব্যাপারটা আছে!! চারপাশে ভাল মানুষ নেই তা ঠিক নয়, আছে তারাও—
০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৩২
নীলসাধু বলেছেন: নাহ। আমি তা করি না।
আমি এই সারল্য আর ভালমানুষিক্টাকেই নিয়ে থাকি।
অযথা কালো খুজতে যাইনি আমি কোনোদিন। এটি আমার চারিত্রিক বৈশিষ্ট্য। আমরা সকলেই ভাল মন্দ মিলিয়ে মানূষ। তাই সাদার দেখা পেলেই আমি খুশি। সেই সাদা সত্যি সাদা কীনা তা যাচাই বাছাই করিনি কোনোদিন।
আমরা প্রতিটি মানূষ আলাদা।
ভালো থাকবেন। শুভেচ্ছা রইলো।
২| ০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:২৮
শূন্য সারমর্ম বলেছেন:
কোন দেশের প্রভাব উনার উপর ছিলো?
২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩৭
নীলসাধু বলেছেন: সম্ভবত তিনিও মধ্যপ্রাচ্যে ছিলেন। তবে এটা দেশের প্রভাব নয়, এটাই সে আসলে। এই সাদা নির্ভেজাল আচরণ তাঁর মজ্জাগত। আমার তাই মনে হয়েছে।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- জ্বী, ভালো মানুষ আছেন এখনো। একজন ভালো মানুষের একটি গল্প আমিও লিখবো একদিন।
২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩৮
নীলসাধু বলেছেন: জি লিখুন।
এই আলাপ গুলো বেশি বেশি হবার দরকার আছে।
ভালো মানূষের কথা ছড়িয়ে যাক।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:০৯
নেওয়াজ আলি বলেছেন: এমন কিছু ভালো লোক আছে বলেই পৃথিবী বাস যোগ্য
২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩৬
নীলসাধু বলেছেন: জি। তাঁর কথা শুনে তার আচরণে আমি মুগ্ধ বিস্মিত।
আমাদের আশেপাশে এমন ভালো মানুষ রয়েছে, তাদের নিয়েই আমরা আগামির স্বপ্ন বুনে যাই।
৫| ১০ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৯
শোভন শামস বলেছেন: অনেক ভাল মানুষ আমাদের দেশে আছে , এরা বেঁচে থাক বহুদিন
২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩৬
নীলসাধু বলেছেন: জ্বি আছে অবশ্যই।
তারা আছে বলেই এখনো আমাদের দেশে সবুজ দেখি নীলে ভাসি আমরা নাহলে অন্ধকারে ডুবে যেতাম হয়তো।
৬| ১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩৫
আরজু পনি বলেছেন: বাহ্ আমার মতো সরল মানুষ!!!
২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩৫
নীলসাধু বলেছেন: জি কিছু মানূষ তো থাকবেই
নাহলে আমরা কীভাবে এই দেশে দিন কাটাতাম
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১২
ঋণাত্মক শূণ্য বলেছেন: আচ্ছা, আপনার সাথে কেউ এমন করলে তারপর কি আপনি মার্কেট যাচাই করে দেখেন যে সে আসলেই কম রাখলো কি না?
আমি দেখি না। বরং কেউ আমাকে এমন বললে আমার কেমন যেন লজ্জা লাগে। মনে হয় পকেট থেকে আরও কিছু টাকা বের করে দেই।
আমার পরিচিত এক ভাই দেখে। উনি প্রথমে মার্কেট যাচাই করে সব চাইতে কম যেখানে পায় সেখানে যায়। এরপর আবার মার্কেট যাচাই করে। যদি পরবর্তিতে মার্কেট যাচাই করে উনি আরও কমে পায়, তাহলে উনি ফেরৎ গিয়ে আগের দোকানীর সাথে ঝামেলা বাঁধায়!