নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

নগরে সাধু

১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১২



বেহুদা বহু কাজে আমরা সবাই এক হয়ে যাই, এটাই হুজুগে জাতির বৈশিষ্ট্য। আমরা অতি উত্তেজনা নিয়ে সেইসব অকাজে লাফ দিয়ে পরি। মানূষের ক্ষতি করার জন্য আমরা আগ্রহী। তার জন্য নিজের ক্ষতি হলেও তা মেনে নেই আমরা। ভাল কিছুতে একেবারেই নয় আমরা আগ্রহী অপরের নিন্দে বা মন্দে। সেই সব অকাজের তালিকা করলে কী আসে দেখুন-

১। গণপিটুনি
২। ফুটবল
৩। ক্রিকেট
৪। নিন্দা মন্দে পরচর্চায়
৫। গুজবে
৬। নায়ক নায়িকার ব্যক্তিগত ইস্যুতে
৭। ....
৮। ....


এই টাইপের কোন কাজে আমাদের পেছনে ফেলতে পারবে এমন জাতি পৃথিবীতে নেই। আমরাই সেরা।
আমাদের অতি লাফানো নিয়ে বলার কিছু নাই। এইটা নতুন কিছু না। আমরা এইসবে উস্তাদ গোত্রে পরি। আলাপ কর্তে কর্তে শহীদ হইয়া গ্যালেও মনে হইতে পারে কথা শ্যাষ হয় নাই।

'অভাব' শুধু
ভালো
শুভ
ঋদ্ধ কিছুতে
যুক্ত হবার ব্যাপক 'অনাসক্তি'।
সমস্যা হচ্ছে আমরা অতি আত্মকেন্দ্রিক, লোভী ও স্বার্থপর হয়ে গেছি। মুখোশ পরা শিখে গেছি।

ব্লগের কথাই ধরুন, এমনিতে ১৫/২০ বা ৩০ জন লগ ইন থাকে। একটা ক্যাচাল লাগলে ইউজার বাড়তে থাকে। যদি আরও কিছু অশালীন কদর্যতা হয় তাহলে দেখবেন শত মানুষ। শত উপদেশ। হাবিজাবি আলাপে শত মানুষে ব্লগ ভরা।

আপ্নার মধ্যেও যদি এইসব বদ গুণাবলি থাকে তবে তা ঝেরে ফেলুন। সুস্থ স্বাভাবিক মানূষ হয়ে সুন্দরের সাথে থাকুন। মানূষের কল্যাণ করুন। প্রাণ প্রকৃতির জন্য মায়া লালন করুন। নিজে ভালো থাকুন এবং অন্যরাও যেন ভালোভাবে থাকতে পারে তার জন্য নিজদায়িত্ব পালন করুন।


নীলসাধু

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:৪৭

জুল ভার্ন বলেছেন: বাংগালী চরিত্র!

১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:১০

নীলসাধু বলেছেন: জি জুল ভার্ন ভাই। শুনতে খারাপ লাগলেও এমনই হয়ে গেছি আমরা সবাই।

২| ১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি আসলে সাধু মানুষ।


আমারে যা বকা বকে! আমি নাকি দেশদ্রোহী, চোর বাটপাড়! আরো কত কী!! আমি ভয় পাইছি!

১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:০৯

নীলসাধু বলেছেন: কন কি হাক ভাই? কে বকে আপ্নারে?
আপনি একজন ভালো মানুষ। পুরনো ব্লগার।

আমিতো কিছু জানি না।
ব্লগের হিসাব বুঝি না। এরা যা খুশি বলে নাকি? যা খুশি করে নাকি? ব্লগেতো বহু ব্লগার আসেন - চোখ রাখেন। তারা কিছু বলে নাই? ক্যাচাল লাগলেতো এই ব্লগে মাতবরের অভাব দেখি না।

৩| ১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ব্লগে অন্তত আমার বাকস্বাধীনতা নেই।

আমি মাঝেমাঝে লেখা বুস্ট করি, হায় আল্লাহ, দেশের মানুষ এখন বিশ্বের সর্বোত্তম দেশে বাস করে। আমি হইলাম গিয়া লাউতলার লাউয়া!

দোয়া করবেন আমার জন্য।

১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৫

নীলসাধু বলেছেন: দোয়া রইলো।

ভালো আল্গলো আপনার পাগলামি একই রকম আছে দেখে।

আমিতো এই বন্যায় সিলেটে ছিলাম অনেকদিন। সুনামগঞ্জ আর সিলেটে বেশ কিছু উপজেলায় কাজ করে এলাম।

৪| ১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫৭

শেরজা তপন বলেছেন: কথা সিংহভাগ ক্ষেত্রে সঠিক, তবে ভাল অনেক বিষয় নিয়েও ব্লগে সবাই হুল-স্থুল করেছে একাট্টা হয়েছে সেটাও ঠিক!

১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩২

নীলসাধু বলেছেন: আমি একটু বেশিই বলেছি হয়তো। আমরা অতো খারাপ হইনি এখনো।
শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন।

৫| ১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: 'রাজনীতি' আপনার অকাজের লিস্টে থাকলে ভাল হত। এত বেশী রাজনীতি সচেতনতা দেশের জন্য ভাল নয়। সব কটা বিনোদনমূলক চ্যানেলে টক শো'র নামে চলে খিস্তি খেউর। অকাজে বেশী মাতামাতি করে বলেই আমাদের দেশের উন্নতি হয় না। এবং এই চরিত্র বিদেশেও নিয়ে যায় বলে ওখানেও অনেকে নিজের জাতিকে লজ্জায় ফেলেন...

১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৩

নীলসাধু বলেছেন: হা হা
সহমত জানাই। আমাদের রাজনীতি রঙ হারিয়েছে।
আগে সমাজের সবচেয়ে মেধাবী লোকজন রাজিনীতিতে আসতো আর এখন কারা কী করছে দেখছি আমরা সবাই।

৬| ১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার বাড়ি এখন সুনামগঞ্জে চলে গিয়েছে। জগন্নাথপুর থানা। লোকজন এখন অলস, কাজ করে না তাই অনাহারে মরে।

২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪১

নীলসাধু বলেছেন: আমরাতো সুনামগঞ্জেই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিলাম। দুটি গ্রামে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.