নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
━ তোমার বুকে ঠাই নেয়ার মতোন শীত পরসে।
━ এ কী কথা! শীতে লাগলে সোয়েটার, জ্যাকেট পড়বা। আমার বুকে আশ্রয় নিতে হবে ক্যান?
━ এসব বুঝবা না।
━ হুম সবতো তুমি একলাই বোঝো!
━ আমার ওমতো তোমার বুকের মইধ্যে জমা আছে। তুমি আমার রোদ সকাল। জারুল বন।
━ ফাজিল! দেখা হোক তোরে বুকের ওম কী বুঝামু!
━ আচ্ছা। মনে রাইখো আর বুঝাইয়ো। আসছে সোমবার।
━ কোথায়?
━ কৃষ্ণচূড়া ঐ গাছটার পাশেই।
━ আসো। তোমার বুকের ওম আমি বাইর করতাসি। কত্তো বড় ফাজিল। তার নাকি শীত লাগে। বুকের ওমের মতোন নাকি শীত নাকি পড়সে।
━ শোনো!
━ বলো।
━ তোমার একটা জামা আছে নাহ!
━ কোনটা?
━ ঐযে সামনে হলদে নকশা করা!
━ হু, আছে। তো?
━ ঐটা পরে আসবা।
━ কেন?
━ আছে কারণ। এখনই বলা যাবে না।
━ ফাজিল, তুই ফোন রাখ।
━ ক্যান? আমার আরো কথা বাকি বাকি আছেতো। পিঠার গল্প, শীতের গল্প-
━ তোর গল্প আমি সব বুঝসি। কাজের কথা বলি শোনো, রহমান চাচার জন্য একটা সোয়েটার নিয়ে আইসো। সেদিন দেখি শীতে কাঁপছে। সাথে একটা চাদরও নিয়ে আসবা।
━ চাদর কার জন্য?
━ ফাতেমার মায়ের জন্য। এই বুড়িও কষ্ট পাচ্ছে।
━ আচ্ছা আনবো। আর শোন তুমি নিজেও শাল ছাড়াই বের হইয়ো না; ঠাণ্ডা লাগবে কিন্তু!
#ওম
নীলসাধু
পোস্টে ব্যবহার করা ছবিটি আক্কাস মাহমুদ ভাই অথবা জেসমিন এর তোলা হতে পারে। ছবিটি মোবাইলে সেভ করা ছিল। সম্প্রতি এই দুই ফটোগ্রাফারই ফেসবুকে শীতের সকালের ছবি শেয়ার করেছেন। আমি তার মধ্যে কিছু সেইভ করে রেখেছিলাম।
ধন্যবাদ।
১৩ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৭
নীলসাধু বলেছেন: হা হা
শরীর থেইকা শরীরেই আছে।
একটা কাম এর শরীর।
আরেকটা অভাবের শরীর। মনের শরীর।
২| ১৩ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩২
ফুয়াদের বাপ বলেছেন: ব্রাজিল/আর্জেন্টিনা সমর্থকরা প্রতিযোগীতা করে কে কার চেয়ে লম্বা/বড় পতাকা বানাতে পারে অত:পর তা নিয়ে মহল্লায় হল্লা করে চিল্লাইতে পারে।
অথচ, তাদের হল্লা মিছিলের পাশেই হয়তো কোন শিশু/বৃদ্ধ শীতে কাঁপছে...
১৩ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৬
নীলসাধু বলেছেন: বেশ বলেছেন। আমরা বেহুদা কাজের লুক। ভালো কাজে আরাম পাইনা হয়তো।
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:০৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কই থাইক্যা কই গেছে, ভাবলে মাথায় খিলি মারে। কেলি থেকে কলহ, পরে জনদরিদি থেকে জনসেবা!
সত্যি অসাধারণ!