নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

অন্যান্য ব্যক্তি/সংগঠনের মতই দীর্ঘ ১৫ বছর যাবত \'এক রঙা এক ঘুড়ি\' শীতার্তদের পাশে রয়েছে। যুক্ত হতে পারেন আপনিও।

১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১২



প্রতি বছর সামাজিক স্বেচ্ছাসেবী অসংখ্য সংগঠন তরুণ তরুণী দুঃস্থ অসহায় মানুষদের পাশ গিয়ে দাঁড়াচ্ছে। জেলার পর জেলা তারা তাদের সীমিত সামর্থ্য দিয়ে কাভার করার চেষ্টা করছে। যেখানেই শীতার্ত মানুষ, শৈত্য প্রবাহ সেখানেই কেউ না কেউ বা কোন সংগঠন সেই সব দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে।

অন্যান্য ব্যক্তি/সংগঠনের মতই দীর্ঘ ১৫ বছর যাবত 'এক রঙা এক ঘুড়ি' শীতার্তদের পাশে রয়েছে। আমরা আমাদের নিজেদের জমানো তহবিলের পাশাপাশি বন্ধু শুভাকাঙ্ক্ষীদের কাছ হতেও সহায়তা, শীতের কাপড় সংগ্রহ করি; প্রাপ্ত তহবিলের পুরোটা দিয়েই একাধিক অঞ্চলের শীতার্ত মানুষদের কাছে শীতবস্ত্র পৌঁছে দেই। এভাবেই নিয়মিত আর্ত মানবতার সেবায় অবদান রাখার চেষ্টা করছি।

ঢাকা বা দেশের যে কোন স্থান হতে নতুন কম্বল বা শীতবস্ত্র পাঠাতে চাইলে বার্তায় যোগাযোগ করার বিনীত অনুরোধ করছি।
মানবিক ও সুন্দর স্বদেশ গড়ায় আমাদের সঙ্গে থাকুন।

ধন্যবাদ।

শীতার্তদের শীতবস্ত্র বিতরণ উদ্যোগ বিস্তারিত:
কার্যক্রমে সহায়তা জমা দেবার শেষ তারিখ: ডিসেম্বর ২৫, ২০২২
ঘুড়ির পারসোনাল বিকাশ একাউন্ট নাম্বার: 01711310476

ব্যাংক একাউন্ট:
Ek Ronga Ek Ghuri
AC: 0100083596168
Janata Bank Limited
Dhanmondi Corporate Branch
Dhaka 1207, Bangladesh


ইভেন্ট লিংক Click This Link


উন্নয়ন সংস্থা ঘুড়ির কিছু কার্যক্রমের ছবি। বুঝতেই পারছেন ১৫ বছর আমরা যা করেছি তাঁর ১০ শতাংশ ছবি দিলে বেশ কিছু পোষ্ট দিতে হবে।






































মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.