নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

আজ উনিশে ডিসেম্বর। বাংলা ব্লগ দিবস।

১৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৯



আজ উনিশে ডিসেম্বর। বাংলা ব্লগ দিবস। একজন সাবেক ব্লগার হিসেবে এ দিনটি আমার জন্য বিশেষ একটি দিন। এই যে অনলাইনে দাপাদাপি করছি নানান হাবিজাবি কাজ করছি এর শুরুটা হয়েছিলো আমার কৈশোরেই। আমি সাংগঠনিক নানান কাজে যোগ দিয়েছিলাম তখন থেকেই! তারপর দীর্ঘদিন সে সব মরিচা ধরা অবস্থায় ছিলো। সেই মরিচা কেটে ব্যস্ততায় ডুবেছি ব্লগের হাত ধরেই। দিনে দিনে এর পরিধি, ব্যাপ্তি বেড়েছে।
বাংলা ভাষায় লেখালিখি ব্লগ নিতে মাতামাতি!
আহা।
দীর্ঘ একটা সময় কেটেছে।

এখন বয়স হয়েছে।
বুড়া হয়ে গেসি তাই অতো হাহা-হিহি করি না।
এর মাঝে ব্লগে এসেছে শত, হাজার নতুন নতুন ব্লগার। এখন আমি তাদের লেখা পড়ি।
সময় পেলে কিছু মন্তব্য করি।
নিজেকে অভিনন্দিত করা উচিত। ব্লগে সময় একেবারে কম দেইনি। সকল ব্লগ মিলিয়ে আমি প্রায় ১৫০০ র বেশি পোষ্ট দিয়েছি, করেছি শত, হাজার মন্তব্য!!
ভাবলে অবাক লাগে।
কত্ত কিছুতে যে ছিলাম।
তবে ভালো লাগে ভাবতে যে ব্লগে আমার বেশিরভাগ কাজ ছিল মানুষের কল্যাণে।
ব্লগারদের সংগঠিত করে শিশু সহ আর্তজনের মুখে হাসি ফোটানোর।
রানা প্লাজার জরুরী স্বাস্থ্য রক্ত যোগারে। অসহায়দের পাশে থাকা।
নীমতলির অগ্নিকাণ্ডে হতাহত দের পাশে থাকায়।
শিশু রুশান এর সহযোগিতায়।

অসংখ্য বানভাসি মানুষের সহায়তায় যেমন কাজ করেছি তেমনি কাজ করেছি
দরিদ্র অসহায় অনেক আর্ত মানুষের জন্য।
নিজের লেখালিখি ঘুরাঘুরি প্রকাশনা ইত্যাদির পাশাপাশি এই কাজগুলোতে আমাকে সহায়তা করছেন অসংখ্য ব্লগার। তাদের অবদান অনেক।
তাদের সকলের প্রতি আমার সালাম।
ভালোবাসা।
তাদের সকলের অবদান আমি ভালোবেসে স্মরণ করি।
বাংলা ব্লগ দিবস এবার বেশ জোরেশোরে উদযাপনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করছি সেদিন আমিও আয়োজনে যোগ দেবো।
যে যেখান থেকেই বাংলা লিখছেন বাংলায় ব্লগিং করছেন, ফেসবুকিং করছেন তাদের সবাইকে ভালোবাসা অভিনন্দন।



মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৪০

আরজু পনি বলেছেন: ব্লগ দিব‌সের অনুষ্ঠা‌নে থাকার ইচ্ছে আছে। ব্ল‌গের শুরু থে‌কে এখন পর্যন্ত নিয়‌মিত বা অ‌নিয়‌মিত ভা‌লোবা‌সি সবসময়ই।



২৫৬৫৬ আপনার মন্ত‌বে‌্যর হি‌সেব পড়‌তে গি‌য়ে নি‌জেরটাও দে‌খে এলাম।

২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৭

নীলসাধু বলেছেন: আমরা অনেকেই সম্ভবত ৫০ হাজার প্লাস কমেন্ট করে ফেলেছি। আমার প্রথম আলোতে মন্তব্য ছিল অ নে ক।
এখানে আমি আড্ডা হৈচৈ এ ছিলাম না। তাছাড়া ভাব নিতে হয়। পুলাপাইন বয়সতো আর নাই।

২| ১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫০

নীল আকাশ বলেছেন: অভিনন্দন আপনাকে।

২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৬

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রইলো।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২১

কবিতা ক্থ্য বলেছেন: ব্লগদিবসের শুভেচ্ছা আপনাকেও নিরন্তর।

শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.