নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
জল ছুঁয়ে আসা উত্তরে হাওয়ায় আমি পড়ি তোমায়
ফুটেছে নিশিগন্ধা বকুল
আমি রোদ হয়ে যাই রাষ্ট্র তোমাকে যা ইচ্ছে বলুক আমি তোমাকে প্রণতি জানাই
বুকে মাখি গোলাপ ঘ্রাণ
শিশির জল
আমি আকণ্ঠ পান করি তোমায়—
.
নীলসাধু
ছবি শিমুল আহমেদ
২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৭
নীলসাধু বলেছেন: আন্তরিক ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
ভালো থাকবেন।
২| ২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- চমৎকার!!
২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৭
নীলসাধু বলেছেন: ভালোবাসা রইলো ।
৩| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:১৯
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লিখেছেন
২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৮
নীলসাধু বলেছেন: কৃতজ্ঞতা অশেষ জানবেন।
ভালোবাসা রইলো।
৪| ২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৩৩
ইসিয়াক বলেছেন: সুন্দর।
২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৮
নীলসাধু বলেছেন: থ্যাংক ইউ ইসিয়াক ভাই।
আশা করছি কুশলে আছেন।
৫| ২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৩৮
শেরজা তপন বলেছেন: ছবিতে আপনি ফেসবুক থেকে বুঝলাম-তবে নিকের ছবির সাথে অনেক বেশী অমিল।
কবিতা একটু কঠিনবোধ্য হলেও ভাল হয়েছে।
২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩০
নীলসাধু বলেছেন: আমি কবিতা লিখতে পারি না। তাও চেষ্টা চলমান আছে ৪০ বছরের বেশি হয়ে গেলো। লিখতে ভালো লাগে দু চাইর লাইন লিখি। আপ্নারা পড়েন এটাই আনন্দ।
ভালো থাকবেন শেরজা তপন ভাই।
৬| ২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: নীল দা লাল স্যালুট জানাই
ভাল থাকবেন----------
২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৯
নীলসাধু বলেছেন: থ্যাংক ইউ আলমগীর সরকার লিটন ভাই।
ভালো থাকবেন।
৭| ২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
এর চেয়ে নীল দা এই সকালে খেঁজুরের রস পান করুন
২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৭
নীলসাধু বলেছেন: হা হা
কবি আর আমিও দুইজন দুই মানূষ ছবি আপা। আমিতো আজ সকালে চা খেয়েই শান্তি পেলাম অনেক
৮| ২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৩
বাকপ্রবাস বলেছেন: কার প্রতি মগ্ন কবি ?
২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৬
নীলসাধু বলেছেন: এই প্রেম চিরন্তন
৯| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১১
কবিতা ক্থ্য বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
ভালো থাকবেন
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩৬
খায়রুল আহসান বলেছেন: সুন্দর! + +