নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

নগরে সাধু

১৬ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৩০



ঢাকায় এমন উৎসব নিয়মিত হয় বা হচ্ছে যেখানে টিকেটের দাম হাজার টাকা। ধরুন কদিন আগের লিট ফেস্টের কথাই। স্টেডিয়ামে খেলা দেখতে যান- দেখবেন উপচে পরা দর্শক। তারাও টিকেট কেটে খেলা দেখতে এসেছে।
আবার সুমন চ্যাটার্জি বা নোরা ফাতেহী টাইপ সেলিব্রেটিদের এমন সব বিনোদনের আসরেও মানুষ হুমড়ি খেয়ে পরে। সেই সব আয়োজনের টিকেটের দাম আকাশ ছোঁয়া হলেও সেটা আমাদের অনেকের চাই ই চাই।
ফানুস বেলুন আতশবাজিতে আমরা মিনিটে লক্ষ কোটি টাকা উড়িয়ে দিতে পারি।
নববর্ষ হ্যাপি নিউ ইয়ার পূজা পার্বণে মচ্ছব লেগে যায়।
খাবারের দোকানে যান - ওরে! ভিড় কাকে বলে।
কেনাকাটা করতে যান মার্কেটে ঢুকতে পারবেন না।
কদিন ধরে পেপারে পত্রিকা দেখছি দুবাই কানাডা সহ নানা দেশে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি বাড়ি কিনেছে।
মন্দা কই?
এইসব দেখে অর্থনৈতিকভাবে আমরা দুর্বল তাতো মনে হয় না।
এই যে এইসব মানুষদের সবাই না হোক একটা অংশও যদি তাদের উপচে পড়া অর্থের কিছুটা দান করতেন তবে আমাদের দেশের অসহায় দরিদ্র মানুষ যারা আছেন তারা কিছুটা হলেও স্বস্তিতে, আরামে থাকতে পারতেন। কিন্তু হাবিজাবি সব কিছুতে আমরা যেভাবে লাফিয়ে পরি ভালো কিছুতে আমরা কেমন যেন স্পৃহা পাই না। তেজ আসে না। নেতিয়ে চুপচাপ পরে থাকি।
এই অভ্যাস কেন আমাদের?


#নগরে_সাধু

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:২৭

আলমগীর সরকার লিটন বলেছেন: একধম চমৎকার কথা বলেছেন নীল দা
ভাল থাকবেন----------

১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০২

নীলসাধু বলেছেন: ধন্যবাদ আলমগীর ভাই।

২| ১৬ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০২

তোমার দখিনা হাওয়া বলেছেন: একান্ত বাস্তব।

১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০২

নীলসাধু বলেছেন: হু, তাইতো দেখছি চারপাশে।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৩

চারাগাছ বলেছেন:
আমাদের মধ্যে কি শো অফের ব্যাপারটা কাজ করছে?

১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫১

নীলসাধু বলেছেন: হু তা আছে প্রবলভাবেই।
কিন্তু অন্যান্য সকল কাজ চলছে পাশাপাশি এই মানবিক কার্যক্রমের দিকের যদিও তাদের কিছুটা খেয়াল হতো তাহলে ভাল হতো, তা হয় না।

ধন্যবাদ।

৪| ১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি একবার ১০,০০০ টাকা দিয়ে এ, আর, রহমানের কনসার্টের টিকেট কিনেছিলাম। ভি,আই,পি টিকেট।

খারাপ লাগেনি!

তবে যারা শুধুই নিজের আনন্দের পিছনে টাকা উড়ান তাদেকে পছন্দ করি না।

৫| ১৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমরা ফুটানি করাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.