নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

নিজেরা ল্যাংটা বলেই কি আমরা অন্যদের ল্যাংটা দেখতে চাই? প্রাণপণে অন্যের লুঙ্গি খুলে ফেলতে চাই??

১৮ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

ভালো আমাদের টানে না, শুভ সুন্দর কিছুতে আর আরাম পাই না আমরা। কী ভয়ানক মানসিক রোগী আমরা দিনদিন হয়েছি দুদিন থেকে সেটাই ভাবছি।
মন্দ কিছুতে, অন্যের কাপড় খুলে ফেলায় আমাদের এই আগ্রহ কেন? নিজেরা মানসিক ভাবে এতোটাই দীনহীন হয়ে গেছি যে কারো ভালো নয় তার মন্দে, অনিষ্টে মন নেচে উঠে।
কেন?
নিজেরা ল্যাংটা বলেই কি আমরা অন্যদের ল্যাংটা দেখতে চাই? প্রাণপণে অন্যের লুঙ্গি খুলে ফেলতে চাই??

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

সুদীপ কুমার বলেছেন: নীল ভাই বিদ্যানন্দের বিষয়টি প্রোপাগান্ডার অংশ। অনেকগুলি টুকরো টুকরো প্রপাগান্ডা তারা একত্রিত করছে।

২| ১৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৫৩

কিরকুট বলেছেন: ভালো কিছুর স্বাদ আমরা নিতে পারি না কারন ভালো কোন কিছুই আমাদের সহ্য হয় না। কথায় আছে কুকুরের ঘি সহ্য হয় না।

৩| ১৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:১৭

নাহল তরকারি বলেছেন: এর জন্য আমাদের মুরব্বী, বাপ-মা, পাশের বাসার আন্টি সবাই দায়ী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.