নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

ব্লগার কামরুন নাহার বীথি স্মরণে :: কামরুন নাহার স্কলারশিপ

২২ শে জুন, ২০২৩ বিকাল ৩:৫২



লেখক ব্লগার ও পরিব্রাজক কামরুন নাহার বীথি ব্লগ লিংক ছিলেন এমন একজন মানুষ যিনি ফুল ভালোবাসতেন, সবুজে ছাওয়া প্রান্তর গাছপালা প্রাণ প্রকৃতির জন্য তার ছিল অশেষ মায়া। তিনি ছিলেন ঘুড়ি স্কুলের শিশুদের প্রিয় মুখ। নিয়মিত তাদের কথা ভাবতেন, খোজ খবর নিতেন। কিছুদিন আগে আপা না ফেরার দেশে চলে গেছেন। কামরুন নাহার আপা নেই কিন্তু আমরা আপাকে ভুলে যেতে পারিনি। তিনি রয়ে গেছেন আমাদের স্কুলের প্রতিটি শিশুর অন্তরে। তাদের হাসিতে। তাদের আনন্দে।

আপার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমরা প্রতি বছর একজন ছাত্র বা ছাত্রীকে "কামরুন নাহার স্কলারশিপ" প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি। এর আওতায় সেই শিশুটি পড়ালেখার যাবতীয় খরচ পাবে। প্রাণ প্রকৃতি তথা পরিবেশের প্রতি তার মায়া ও দায়বদ্ধতা থাকবে। বছরব্যাপী সৃজনশীল নানা কার্যক্রমে অংশ নিতে পারবে।

একজন কামরুন নাহার আপা চলে গেছেন, আমরা চাই আপার মতোন চারিত্রিক গুণাবলী অর্জন করুক আগামী দিনের শিশুরা। আপা যেমন প্রাণ প্রকৃতির প্রতি অফুরান মায়া লালন করেছেন আমরা চাই তাঁর মতোন হয়ে উঠুক আমাদের আগামী প্রজন্ম।

মন্তব্য ২৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০২৩ বিকাল ৪:০৪

আলমগীর সরকার লিটন বলেছেন: ভাল উদ্যোগ নীল দা শুভ কামনা জানাই
কামরুন নাহার আপার প্রতি গভীর শ্রদ্ধা জানাই
মহান আল্লাহ জান্নাত বাসি করুণ আমিন

২২ শে জুন, ২০২৩ রাত ৮:৪২

নীলসাধু বলেছেন: ধন্যবাদ আলমগীর সরকার লিটন ভাই।

২| ২২ শে জুন, ২০২৩ বিকাল ৪:৫১

শেরজা তপন বলেছেন: কামরুন্নাহার বিথী- আপার আত্মা পরম শান্তিতে থাকুক।
খুব ভাল উদ্যোগ।

২২ শে জুন, ২০২৩ রাত ৮:৪২

নীলসাধু বলেছেন: আপার আত্মা পরম শান্তিতে থাকুক।

ভালবাসা জানবেন।

৩| ২২ শে জুন, ২০২৩ বিকাল ৫:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


এই সুন্দর উদ্যপগ নেওয়ার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ।

কামরুন্নাহার বিথী- আপার রুহের মাগফেরাত কামনা করছি।

২২ শে জুন, ২০২৩ রাত ৮:৪৩

নীলসাধু বলেছেন: আপার আত্মা পরম শান্তিতে থাকুক।

আন্তরিক ধন্যবাদ।

৪| ২২ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ। সফল হোক এ উদ্যোগ এবং আপনার প্রচেষ্টা। অনেক অনেক শুভ কামনা থাকলো নীল ভাই।

২২ শে জুন, ২০২৩ রাত ৮:৪৩

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা-
আশা করছি কুশলে আছেন সোনাবীজ ভাই।
দোয়ায় রাখবেন।

৫| ২২ শে জুন, ২০২৩ রাত ৮:২১

রাজীব নুর বলেছেন: শিশুকে লেখাপড়ার খরচ কতদিন দেবেন? এক বছর? এই টাকা টা কোথা থেকে আসবে?

২২ শে জুন, ২০২৩ রাত ৮:৪৭

নীলসাধু বলেছেন: স্বেচ্ছাসেবী সংস্থা, স্কুল পরিচালনা সহ আরো নানবিধ কার্যক্রম কীভাবে চলছে, কোথা থেকে ফান্ড আসে বা কীভাবে খরচ হয় তা তো আপনি জানেন না। শুধু এই আলাপ জেনে আর কী হবে?

৬| ২২ শে জুন, ২০২৩ রাত ৮:৪২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আপনার প্রতিও সম্মান নিবেদন করছি এমন মহৎকর্মের জন্য।

২২ শে জুন, ২০২৩ রাত ৮:৪৮

নীলসাধু বলেছেন: ভালোবাসা রইল।
ভালো থাকুন। শুভেচ্ছা।

৭| ২২ শে জুন, ২০২৩ রাত ৮:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনাদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই ।

২২ শে জুন, ২০২৩ রাত ৮:৪৮

নীলসাধু বলেছেন: ভালোবাসা অবিরাম সেলিম আনোয়ার ভাই।

৮| ২২ শে জুন, ২০২৩ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: স্বেচ্ছাসেবী সংস্থা, স্কুল পরিচালনা সহ আরো নানবিধ কার্যক্রম কীভাবে চলছে, কোথা থেকে ফান্ড আসে বা কীভাবে খরচ হয় তা তো আপনি জানেন না। শুধু এই আলাপ জেনে আর কী হবে?

ওকে। ধন্যবাদ। ভালো থাকুন।

২২ শে জুন, ২০২৩ রাত ১১:৪০

নীলসাধু বলেছেন: শ্রদ্ধেয় কামরুন নাহার আপা এই স্কুলের উপদেষ্টা পরিষদ সদস্য ছিলেন। তাঁর স্মৃতিতে শুরু হচ্ছে এই স্কলারশীপ। পোষ্ট পড়লে বোঝা যায় এটি স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত। আপনার মাথায় আর কিছু এলো না, এই স্কুল কারা প্রতিষ্ঠা করলো, কারা চালাচ্ছে তা নিয়ে কিছু জানা নেই, কারাই বা এখানে পড়ে, তারা কারা? হুট করে মনে এলো স্কলারশীপের এই টাকাটা কোথা থেকে আসবে?
হাস্যকর।

ভাল থাকুন।

৯| ২২ শে জুন, ২০২৩ রাত ১১:৪৩

ডার্ক ম্যান বলেছেন: খুব ভালো উদ্যোগ

২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৮

নীলসাধু বলেছেন: হু

১০| ২২ শে জুন, ২০২৩ রাত ১১:৫২

কাছের-মানুষ বলেছেন: তিনি আর আমাদের মাঝে নেই আজকেই জানলাম! তাঁর পোষ্ট পড়ার সৌভাগ্য হয়েছিল আমার, তিনি গুনি ব্লগার ছিলেন।

ভাল উদ্যোগ।

২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৮

নীলসাধু বলেছেন: থ্যাংকিউ।

১১| ২৩ শে জুন, ২০২৩ সকাল ৯:৪০

নতুন নকিব বলেছেন:



চমৎকার একটি উদ্যোগ, নীল দা। ধন্যবাদ এবং শুভকামনা রইল। +

২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৮

নীলসাধু বলেছেন: ভালোবাসা রইলো।

১২| ২৪ শে জুন, ২০২৩ সকাল ১১:২৪

রানার ব্লগ বলেছেন: কেবল একটি লাইক দিয়ে নিজের ভাব প্রকাশ করলাম । এই ধরনের ব্লগ গুলো আমি এড়িয়ে যাই কারন আমার মেনে নিতে কষ্ট হয় । তাদের লেখা গুলো পড়লে মনে হয় তাদের সাথে কথা বলছি । আজ মন্তব্য দিলে কাল সে প্রতি মন্তব্যে তার ভাব প্রকাশ করবে । কিন্তু হায় সেই আকাঙ্ক্ষিত মন্তব্য আর আসে না ।

২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৯

নীলসাধু বলেছেন: প্রস্থান বেদনার।

ভাল থাকবেন।

১৩| ২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১২

হাসান মাহবুব বলেছেন: উনি মারা গেছেন! আমি জানতাম না। খুব কষ্ট পেলাম শুনে।

২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২১

নীলসাধু বলেছেন: জ্বি। আপা মারা গেছেন।
আপার অনুপস্থিতি এখনো টের পাই আমরা। খুবই ঘনিষ্ঠ ছিলাম আপার সাথে। তার আত্মার শান্তি কামনা করি। এই ব্লগের প্রতিও আপার সফট কর্নার ছিল অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.