নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
আজ ডোডোর গল্প সিনেমার শুটিং সেটে কিছুটা সময় ছিলাম। আমি যখন সেটে ঢুকলাম তখন মাত্রই একটি দৃশ্য-ধারণ সম্পন্ন হয়েছে!
নতুন করে সেট, লাইট ঠিক করার সময়ে আমি গেলাম।
নির্বাহী প্রযোজককে দেখলাম ব্যস্ত ভীষণ। সিনেমার নায়িকা পরীমনি গেলেন মেকআপ রুমে, আমি তাকে পাশ কাটিয়ে পরিচালক রেজা ঘটকের কাছে গেলাম। প্রযোজক ও পরিচালকের সাথে কুশল বিনিময় শেষ করেই নাশতা পেয়ে গেলাম। নাশতা খাবার সময়ে এলেন সিনেমার নায়ক সাইমন। টুকটাক কথাবার্তা আর নাশতা পর্ব শেষ করে সেটের ভীষণ গরম থেকে রক্ষা পেতে ছাদে গেলাম। সিগারেট খেতে খেতে পরিচালকের নানান আলাপ শুনলাম।
নিচতলায় গিয়ে আগামীকাল সকালের সেট নিয়েও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিলেন রেজা ঘটক।
প্রডাকশন থেকে সকলকে ডাকাডাকি শুরু হলে বুঝলাম সেট ও লাইট রেডি। আমরা আবার দোতলায় গেলাম। মনিটরের সামনে পরিচালক রেডি। আরো টুকটাক কাজকর্ম সারার পর জানা গেলো নায়িকা পরীমনির শরীর কিছুটা খারাপ।
তার প্রেশার ফল করেছে।
পরীমনির প্রেশার ফল করেছে শুনে আমিও প্রেসক্রিপশন দিলাম। চিনির শরবত খেতে হবে। স্যালাইন খেলেও হয়। নায়ক সাইমন বললেন সব খাওয়ানো হয়েছে। আমি বললাম, পরীমনিকে দুটো ডিম সেদ্ধ খাওয়ানো যায়। আমি তো জানি প্রেশার নেমে গেলে এগুলোই খায়। তখন সাইমন বললো, ডিম সেদ্ধ খেতে গিয়ে তার বমি হবার যোগার। আমরা তাঁকে গিয়ে একবার দেখেও এলাম। পরিচালক ও প্রযোজক মিলে তাকে বিশ্রাম দিয়ে ভিন্ন দৃশ্য ধারণের প্রস্তুতি নিলেন।
সিনেমার শুটিং মানেই নানা কিসিমের লোকজন ক্রু এডি ক্যামেরা লাইট আর প্রডাকশনের কারবার। আরও কিছুক্ষণ এইগুলা দেখে রেজা ঘটককে বললাম আমি যাই। সে তো ছাড়তে চায় না। আমি তবু চলে এলাম।
আমি সর্বশেষ সিনেমার সেটে গিয়েছিলাম প্রয়াত নায়ক সালমান শাহর একটি সিনেমার শুটিং এ। আজ অনেকদিন পর আবার গেলাম পরিচালক রেজা ঘটকের সরকারী অনুদানের সিনেমা 'ডোডোর গল্প' এর জন্য।
সরকারি অনুদান প্রাপ্ত ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক (তিনি এই ব্লগের একজন পুরনো ব্লগারও )। চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রযোজনা প্রতিষ্ঠানের।
নির্মাতা ও তার পুরো টিমের জন্য শুভকামনা।
জি সিরিজের এই চলচ্চিত্র সাড়া ফেলুক এই শুভকামনা রইলো।
পোষ্টে ব্যবহার করা একটি ছবি Pori Moni এর পেইজ হতে নেয়া। পরিচালকের ছবিটি আমার তোলা।
নীলসাধু
১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫৫
নীলসাধু বলেছেন: সোনাবীজ ভাই, তার হরিবোল এখনো সেন্সরে আটকে আছে। বাংলাদেশে রিলিজ হয়নি। তবে সেটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের কিছু প্রতিযোগিতায় গেছে। সেখানে প্রদর্শিত হয়েছে বলে জানি।
ডোডোর গল্প'র প্রযোজক দেশের খ্যাতনামা সঙ্গীত পরিবেশক জি সিরিজ।
আমার মনে হয় না এই সিনেমা নিয়ে কোন জটিলতা হবে।
ভালো থাকবেন।
২| ১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৪৭
সোনাগাজী বলেছেন:
এই নামে বই কে লিখলেন?
১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫৭
নীলসাধু বলেছেন: ডোডোর গল্প'র কাহিনি, সংলাপ, চিত্র্যনাট্য রেজা ঘটকের লেখা।
ধন্যবাদ।
৩| ১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:১৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: ‘ডোডোর গল্প’ কথাটা কি সোনাগাজীর কথা থেকে নেওয়া হয়েছে?
১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:২৬
নীলসাধু বলেছেন: জ্বি না।
৪| ১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:১৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: একনজরে ডডোর গল্পটা একটু বলতেন।
১১ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৬
নীলসাধু বলেছেন: আমি সবটা গল্প জানি না। তবে পরীমনির ছেলের নাম ডোডো। তাকে নিয়েই গল্প। গল্পে রয়েছে নানা চমক।
৫| ১০ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫৫
সোনাগাজী বলেছেন:
আমার তো মনে হয়, রেজাঘটক নামটা ব্লগ থেকে নিয়েছেন!
১১ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৭
নীলসাধু বলেছেন: ডোডো পাখির গল্প অনেকের জানা। এই নিয়ে নানা লেখালিখি আছে। কে কোথা থেকে কি নিয়েছে তা আমার জানা নেই সোনাগাজী।
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হরিবল কি মুক্তি পেয়েছে? ডোডোর গল্পও যদি আটকে থাকে!!!