নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

ছবির হাট

২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫৩



এটা না। ঐ যে হলুদ।
পাশের সবুজটা।
হ্যাঁ
হ্যাঁ ঐটা।
চারুকলার সামনে থেকে লাল, হলুদ সবুজের মিশেলের চুড়ি বাছতে বাছতে তুমি বললে-
সবুজের সাথে হলুদ মেশানো চুড়িগুলো পড়বো ফাল্গুনের প্রথম দিনে! ঝরা পাতার রঙ, অনন্ত সবুজ থাকবে আমার কাছে। আমার চোখে চোখ রেখে হেসেছিলে তুমি।
কবি নজরুলের মাজার ছুঁয়ে রোদ এসে পড়ছিল তোমার চোখে
ঝিলিমিলি ঝিকিমিকি
ভালোবাসি ভালোবাসি
লাল সাদা?
সেগুলো ভ্যালেন্টাইন ডেতে!
আহা।
তুমি আমায় ছুঁয়ে থাকবে।
ঐ যে নীলগুলোও দাও।
নীল কেন?
তোমার জন্যে!
.
.
.
নীলসাধু
#ছবিরহাট

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৮

আলমগীর সরকার লিটন বলেছেন: নীল দা অসাধারণ রোমান্টিক অনেক দিন পর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.