নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

আজ বিজয়ের দিন। আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৫




দাম দিয়ে কিনেছি বাংলা
কারো দানে পাওয়া নয়,
দাম দিছি প্রাণ লক্ষ কোটি
জানা আছে জগৎময়,
দাম দিয়ে কিনেছি বাংলা
কারো দানে পাওয়া নয়।

সতেরোশো সাতান্ন সনে,
ভাইবা দেখেন পড়বে মনে
দাম দিছি পলাশীর মাঠে
ইতিহাস তার সাক্ষী রয়
দাম দিয়ে কিনেছি বাংলা ...

সেইবারে জানিল বিশ্ব আমরা কত ধনী রে
দান করিতে লক্ষ জীবন তুচ্ছ বলে গনি রে
আঠারোশো সাতান্ন সালে
দাম দিছি ফের জানে মালে
ওরে পিছন ফিরে চাইলে পরে' একশ বছর কথা কয়
দাম দিয়ে কিনেছি বাংলা....

ব্রিটিশ গিয়া সইপ্যা গেল জল্লাদেরই হাতে রে
তারা মোদের খুন কইরাছে না না অযুহাতে রে
লক্ষ করুণ হাসি হাসি
খাইছে গুলি পরছে ফাঁসি
তবু না দুঃখিনী বাংলা তোমার আমার কারো হয়
দাম দিয়ে কিনেছি বাংলা...

বায়ান্নোতে মুখের ভাষা কিনছি বুকরে খুনে রে
বরকতেরা রক্ত দিল, বিশ্ব অবাক শোনে রে
দিছি রক্ত জন্মাবধি
কত সাগর সাগর নদী নদী
রক্তে বাংলা লাল কইরাছি এই কথা তো মিথ্যা নয়
দাম দিয়ে কিনেছি বাংলা...

ঊনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ রাতে রে
মেয়ের মায়ের বোনের ইজ্জত লুইটাছে ডাকাতে রে
বাপের সামনে বলুক তো ঝুট!
মেয়ের ইজ্জত হয়নি কি লুট?!
আজো বাংলার আকাশ বাতাস দুঃখে শোকো উদাস হয়
দাম দিয়ে কিনেছি বাংলা...

দাম দিয়াছি মায়ের অশ্রু বোনের সম্ভ্রম রে
ওরে বলতে কি কেউ পারো রে ভাই
দাম কি কারও কম রে?
কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা
দুঃখে বাংলার পদ্মা মেঘনা যমুন যে উজান বয়
দাম দিয়ে কিনেছি বাংলা...

দাম দিয়ছে বুদ্ধিজীবি নামী দামী লোক কত
এই জনমে ফুরাবে কি আমার বুকের সেই ক্ষত!
ঊনিশশো একাত্তর সনে ওরে ষোলই ডিসেম্বর সকালে
অবশেষে দুঃখিনী এই বাংলা মা যে আমার হয়
দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়।


কথা ও সুর : আবদুল লতিফ


আজ বিজয়ের দিন।
আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস।
এই দিন গোটা বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে পৃথিবীর মানচিত্রে একটি নতুন দেশের অভ্যুদয়। ৯ মাসের রক্তস্নাত সংগ্রাম শেষে ১৬ ডিসেম্বর বাংলার আকাশ রক্তিম হয়েছিল বিজয়ের লাল সূর্যোদয়ে।

আজ আমাদের অহংকারের দিন।
পুরো জাতি আজ শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছে, স্বাধীনতা-সংগ্রামের সকল শহীদদের।
সবার প্রতি বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।

ছবি Tithi Azad

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০১

নীলসাধু বলেছেন: জাগরণের গান ১ (একটি অসাধারন দেশাত্মবোধক গান। স্বাধীনতা যথার্থই আমাদের অর্জিত অহঙ্কার। গানটি শুনুন)

২| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৫

প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল

১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১২

নীলসাধু বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

মিরোরডডল বলেছেন:




নীলকে অনেক অনেক থ্যাংকস।
এ গানটা কি যে সুন্দর!
অসাধারণ একটা মন ছুঁয়ে যাওয়া দেশের গান,
একটা গানে সমগ্র বাংলার ইতিহাস উঠে এসেছে।
সুরটাও খুব ভালো লাগে, শুরুতে বাঁশিটা অসাম।
থ্যাংকস নীল।


১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৩

নীলসাধু বলেছেন: হু এই গানটা আমার বিশেষ প্রিয়। এ শুধু গান নয় এ এক অমোঘ ইতিহাস।
আমরা শেষ প্রজন্ম যারা দেশের গান শুনে বড় হয়েছিলাম।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১১

নীলসাধু বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৫

বিজন রয় বলেছেন: মহান বিজয়ের শুভেচ্ছা।

গানটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১১

নীলসাধু বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.