নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ দলের এই দুই যুবার জন্য ভালোবাসা রইলো।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫২



অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের নুতন চ্যাম্পিয়ন বাংলাদেশ। অবশ্য ৪ বছর আগে আমরা অনূর্ধ্ব–১৯ বিশ্বজয় করে নিয়েছিলাম; এশিয়া কাপ বাকি ছিল এবার সেটাও করে ফেলেছে যুবারা।
জাস্ট গ্রেট!

আজকের ম্যাচের একটা ঘটনা খুব ভালো লাগলো,
ইতোমধ্যেই তা আলোচিত।

আশিফুর রহমান শিবলীর সেঞ্চুরিতে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ২৮২। তার সেঞ্চুরি পূর্ণ করার সময় অন্যপ্রান্তে ব্যাটিং করছিলেন আরিফুল ইসলাম। শিবলীর সেঞ্চুরি পূর্ণ হওয়া মাত্র বন্ধুর উল্লাস যেন থামেই না। সে ক্রিজের ঐ পারে গিয়েও উদযাপনে ব্যাস্ত। সেঞ্চুরি করে যতোটা না খুশি আরিফুর রহমান শিবলী তার চেয়ে বেশি খুশি মনে হলো তার বন্ধু আরিফুল ইসলামকে।
আহা বন্ধুত্ব!
অনাবিল।

আমরা তো এখন একজন অন্যজনের আনন্দে আন্দোলিত হতেই ভুলে যাচ্ছি। একলা জীবন যাপনে অভ্যস্ত হয়ে আমরা ভুলে যাচ্ছি একা নয় আনন্দ উদযাপন করতে হয়ে একের অধিক হয়ে।

বাংলাদেশ দলের এই দুই যুবার জন্য ভালোবাসা রইলো।





মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৭

নাহল তরকারি বলেছেন: সুন্দর।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫

নীলসাধু বলেছেন: জ্বি। নির্মল সবকিছুর সাথে সুন্দর মিশে থাকে।

২| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩০

অপু দ্যা গ্রেট বলেছেন:



এই যে একজনের সাফল্যে অন্যজন খুশি হয়েছে আমাদের দল যেন এটাই ভুলে গিয়েছে। টিম মানে সাথি, একে অপরকে সহযোগীতা করেই দলকে এগিয়ে নিয়ে যেতে হবে।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬

নীলসাধু বলেছেন: তারুণ্যের সময়টায় এই নির্মলতা স্বাভাবিক সুন্দর
দিন যায় আর পঙ্কিলতা যুক্ত হতে থাকে, এটা সবকিছুতেই।


থ্যাংকইউ।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই বন্ধুত্বটাই বড় হতে হতে কেন যেন এককেন্দ্রিক হয়ে যেতে থাকে...

১৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

নীলসাধু বলেছেন: হু। শৈশবে কৈশোরের সারল্য অনেকসময় তারুণ্যে ঝরে যায়।
প্লেয়ারদের মধ্যে এই প্রীতি বজায় থাকুক এই শুভকামনা রইলো।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০২

শেরজা তপন বলেছেন: অন্যরকম এক টিম স্পিরিট দেখলাম। সবার মধ্যে যেন আগুন টগবগ করে ফুটছে।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৬

নীলসাধু বলেছেন: হু এই টিমের সকলের সাথে বন্ধনও চমৎকার, আমি তাই শুনেছি।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৯

জ্যাক স্মিথ বলেছেন: সমস্যা হচ্ছে জাতীয় দলে এসে এরা সব ঝরে পড়ে যায়।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫২

নীলসাধু বলেছেন: এটা এক ইস্যু। আমাদের সৌম্য - সে এসেছিল অনুর্ধ ১৯ হতেই কিন্তু ...

৬| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৫

ঘুম ভাঙ্গা শহরে বলেছেন: এওটুক লিইখাই পূষ্ট নির্বাচিত পাতায়। চিল্লাইয়া বলেন মারহাবা।

১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪২

নীলসাধু বলেছেন: হা হা

৭| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে ।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

নীলসাধু বলেছেন: অভিনন্দন।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দন ও ভালোবাসা। এরা একদিন যোগ্য নেতৃত্ব দেবে বাংলাদেশ ক্রিকেটে সেই আশা রাখি।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৭

প্রামানিক বলেছেন: অভিনন্দন দলকে

২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৩

নীলসাধু বলেছেন: অভিনন্দন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.