![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
আজ উনিশে ডিসেম্বর। বাংলা ব্লগ দিবস। একজন সাবেক ব্লগার হিসেবে এ দিনটি আমার জন্য বিশেষ একটি দিন।
এই যে অনলাইনে দাপাদাপি করছি নানান হাবিজাবি কাজ করছি এর শুরুটা হয়েছিলো আমার কৈশোরেই। আমি সাংগঠনিক নানান কাজে যোগ দিয়েছিলাম তখন থেকেই! তারপর দীর্ঘদিন সে সব মরিচা ধরা অবস্থায় ছিলো। সেই মরিচা কেটে ব্যস্ততায় ডুবেছি ব্লগের হাত ধরেই। দিনে দিনে এর পরিধি, ব্যাপ্তি বেড়েছে।
বাংলা ভাষায় লেখালিখি ব্লগ নিতে মাতামাতি!
আহা।
ওয়ু মাধ্যমে দীর্ঘ একটা সময় কেটেছে।
এখন বয়স হয়েছে।
বুড়া হয়ে গেসি তাই অতো হাহা-হিহি করি না।
এর মাঝে ব্লগে এসেছে শত, হাজার নতুন নতুন ব্লগার। এখন আমি তাদের লেখা পড়ি।
সময় পেলে কিছু মন্তব্য করি।
নিজেকে অভিনন্দিত করা উচিত। ব্লগে সময় একেবারে কম দেইনি। সকল ব্লগ মিলিয়ে আমি প্রায় ১৬০০ র বেশি পোষ্ট দিয়েছি, করেছি হাজার হাজার মন্তব্য!!
ভাবলে অবাক লাগে। কত্ত কিছুতে যে ছিলাম।
তবে ভালো লাগে ভাবতে যে ব্লগে আমার বেশিরভাগ কাজ ছিল মানুষের কল্যাণে।
ব্লগারদের সংগঠিত করে শিশু সহ আর্তজনের মুখে হাসি ফোটানোর।
রানা প্লাজার জরুরী স্বাস্থ্য রক্ত যোগারে। অসহায়দের পাশে থাকা।
নীমতলির অগ্নিকাণ্ডে হতাহত দের পাশে থাকায়।
শিশু রুশান এর সহযোগিতায়।
অসংখ্য বানভাসি মানুষের সহায়তায় যেমন কাজ করেছি তেমনি কাজ করেছি
দরিদ্র অসহায় অনেক আর্ত মানুষের জন্য।
নিজের লেখালিখি ঘুরাঘুরি প্রকাশনা ইত্যাদির পাশাপাশি এই কাজগুলোতে আমাকে সহায়তা করছেন অসংখ্য ব্লগার।
তাদের অবদান অনেক।
তাদের সকলের প্রতি আমার সালাম।
ভালোবাসা।
তাদের সকলের অবদান আমি ভালোবেসে স্মরণ করি।
বাংলা ব্লগ দিবস গত কয়েকবছর হতেই জোরেশোরে উদযাপন হচ্ছে না।
ব্লগাররা আগে এই দিনোটির জন্য অপেক্ষায় থাকতো, তা আর দেখা যায় না।
এটা বেদনার। হতাশার।
যে যেখান থেকেই বাংলা লিখছেন বাংলায় ব্লগিং করছেন করছেন সবাইকে ভালোবাসা ও অভিনন্দন জানাই। আলাদা করে বলতে হয় সামু ব্লগ কর্তৃপক্ষ তথা জানা আপা, অরিল্ড এই দুজনের কথা, সামহোয়্যার ইন ব্লগের মতোন একটি প্ল্যাটফর্ম তারা দিয়েছেন যেখানে এই মাতামাতি হচ্ছে, দিনের পর দিন তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েও ব্লগের কার্যক্রম বন্ধ করেননি আর এই সুযোগে আমরা চালিয়ে যাচ্ছি নানা সৃজনশীলতার চর্চা, এই কারণে এই দুজন মানুষ আমাদের সবার কাছে ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র। অভিনন্দন ও ভালোবাসা জানাই জানা আপা ও অরিল্ড এর প্রতি।
হ্যাপি ব্লগিং-
২০১২ সালে ব্লগ ডে পালনের কিছু ছবি দিলাম এই পোষ্টে।
সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার হলে হয়েছিল আয়োজন। বেশ কয়েকটি ব্লগ থেকে ব্লগাররা যোগ দিয়েছিলো আয়োজনে।
২০১৪ সালের ব্লগ ডে পালন করেছিলাম আমরা। সেদিনের কিছু ছবি।
...........................
ব্লগ ডে পালন করা নিয়ে ঝপট জানা আপার পরামর্শ শুনে নিচ্ছিলাম। এটা বিজয় র্যালীর দিন তোলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন ব্লগ ডে পালনের আগে ১৬ তারিখ সকালে বিজয় র্যালী করেছি আমরা ব্লগাররা।
বিজয় র্যালীর আরো কয়েকটা ছবি
ছবিতে যারা ছিল তাদের কজন বড়/বুড়ো হয়ে গেছে এখন - হা হা।
২| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৪
নীলসাধু বলেছেন:
২০১৪ এর আয়োজনের ছবি প্রামানিক ভাই। এখানে আপনাকে দেখা যাচ্ছে। এই ছবিটি ঘুড়ি ব্লগের সবার সাথে তুলেছিলেন জানা আপা।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩২
রোকসানা লেইস বলেছেন: বাহ ইতিহাস আর স্মৃতি জানা হলো দেখা হলো। আমি মনে হয় প্রথম আলো ব্লগ থেকে তোমার নাম জানি। সামুতে পরে দেখা হয়েছে।
অবশ্যই জানা এবং আরিল্ডকে ধন্যবাদ যারা এই প্লাটফর্মটি করেছেন এবং অনেক ঝড় ঝাপটার পরও চালিয়ে নিয়ে যাচ্ছেন।
এগারো নম্বর ছবিতে বাদিকের জন কি দীপন?
১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৭
নীলসাধু বলেছেন: আপা ১১ নম্বর ছবিতে বাদিকের জন্য কে আপনি চেনেন। তার নিক ছিল হরবোলা। প্রথম আলো ব্লগে। তার নাম আবু সাইদ আহমেদ। উনি আমাদের খুব ঘনিষ্ঠ। এখনো নিয়মিত যোগাযোগ আছে।
জ্বি আপা, আপনার সাথে আমার যোগাযোগের শুরুটা প্রথম আলো ব্লগ হতেই। তবে আমি সবার আগে নিক খুলেছিলাম সামুতে। বাংল;আ টাইপ পারতাম না তখন তাই এখানের চেয়ে পরে বেশি সময় দেয়া হয়েছিল প্রথম আলো ব্লগে।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৮
শেরজা তপন বলেছেন: ধন্যবাদ ভাই দারুন সব স্মৃতি শেয়ার করবার জন্য। ব্লগ আরো প্রাণোচ্ছল করার জন্য ব্লগ ডে আয়োজন করাটা খুব জরুরী। গতবছর তাও একটু আলোচনা হয়েছিল- এবার একেবারেই ঝিমিয়ে গেছে সবাই!
ব্লগ ডে আসে আর যায় ব্লগ যেমন আছে তেমনই রয়ে যায় কিংবা আরেকটু বয়সের ভারে নুয়ে পড়ে-শঙ্কা জাগায় কখন দীপ নিভে যায়!
১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১০
নীলসাধু বলেছেন: নানা কারণে করা হয়নি বা হয় না, তবে উদ্যোগ বা ভাবনা তা থাকে কিন্তু সেটা শেষ পর্যন্ত এসেও দু'বার ভেস্তে গেছে। তবে আমি মনে করি এই আয়োজন নিয়মিত হবার প্রয়োজনীয়তা রয়েছে। আসজা করছি ব্লগ কর্তৃপক্ষ এই বিষয়ে আগামীতে যত্নবান হবেন।
৫| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৩
বাকপ্রবাস বলেছেন: সামুকে ধন্যবাদ এমন একটা সুন্দর প্লাটফর্ম সৃষ্টি করার জন্য। ব্লগের প্রতি আপনার আন্তরিকতা একনিষ্ঠতার জন্য আপানাকেও ধন্যবাদ ও অভিনন্দন। সুস্থ্য সুন্দর ও সুষ্ঠু হয়ে উঠুক আমাদের সংস্কৃতি ও নিত্য দিনযাপন
১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১১
নীলসাধু বলেছেন: সুস্থ্য সুন্দর ও সুষ্ঠু হয়ে উঠুক আমাদের সংস্কৃতি ও নিত্য দিনযাপন
আন্তরিক মন্তব্যে ভালো লাগা রইলো।
ভাল থাকুন -
শুভকামনা জানবেন।
৬| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ সব স্মৃতি। সবার জন্য শুভেচ্ছা রইল।
সর্বশেষ ব্লগ-ডে'র কিছু ছবি আছে এই ফান-ভিডিওটাতে।
প্লিজ ক্লিক করুন এখানে
১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৩
নীলসাধু বলেছেন: জি আনন্দ স্মৃতি।
ছবিগুলো দেখলাম সোনাবীজ ভাই, আহা।
থ্যাংক ইউ।
ভালো থাকবেন।
৭| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এখনতো বাংলা ব্লগের আর তেমন কিছু অবশিষ্ট নেই বললেই চলে।
১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৮
নীলসাধু বলেছেন: হু বদলে গেছে অনেকটাই।
বদল স্বাভাবিক। এর পেছনে নানা কারণ।
মানুষ নিজেরাও প্রতিনিয়ত বদলে যাচ্ছে।
৮| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৪
কামাল১৮ বলেছেন: অনেক কিছু জানলাম।সব কিছুই একদিন ইতিহাস হয়ে যায়।
২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫১
নীলসাধু বলেছেন: জি। আনন্দের ব্যাপার আমরা সেই ইতিহাসের অংশ।
ধন্যবাদ জানবেন।
৯| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর তথ্যবহুল পোস্ট ।
২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩২
নীলসাধু বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।
১০| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগ দিবসে আমিও ছিলাম ।
পরিচয় হয়ে ছিল আপনি ,জাদিদ ভাই আরও
অনেকে । ভুলে গেছেন মনে হয় ।
কারন আর দেখা হয় নাই ।
........................................................................
সবাই কে স্মৃতি চারন করানোর জন্য ধন্যবাদ ।
১১| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:১০
রোকসানা লেইস বলেছেন: হরবোলা। প্রথম আলো ব্লগে। তার নাম আবু সাইদ আহমেদ।
না উনাকে চিনি না আমার মনে হলো দীপনের মতন।
দীপন অন্ধকার নামে ব্লগ লিখত।সামুতে।
যে প্রকাশককে হত্যা করা হয়েছিল সেই দীপনের কথা বলছিলাম।
১২| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৯
ডঃ এম এ আলী বলেছেন:
ব্লগ দিবসের পুরানো দিনগুলির মুল্যবান ছবি সম্বলিত
পোষ্টটি প্রিয়তে নিয়ে গেলাম ।
ব্লগের অগ্রযাত্রা সমৃদ্ধ হোক ব্লগ দিবসে
এ কামনা রেখে গেলাম ।
২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪১
নীলসাধু বলেছেন: ব্লগের অগ্রযাত্রা সমৃদ্ধ হোক
ভালোবাসা জানবেন ডঃ এম এ আলী ভাই।
শুভকামনা রইলো।
১৩| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৪
রাজীব নুর বলেছেন: পুরোনো ছবি দেখে ভালো লাগলো।
২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩
নীলসাধু বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০০
প্রামানিক বলেছেন: ব্লগ দিবস আসলেই পুরানো দিনগুলির কথা মনে পড়ে। ব্লগদিবসের আয়োজনে একত্রিত হওয়ার একটা সুযোগ আসতো এবং পরস্পরের মধ্যে কুশলাদি বিনিময় হতো।