নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

একটু নড়াচড়া না করলে হচ্ছে না দেখছি। মতামত দিন।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩১




এবারেও ব্লগ ডে পালিত হলো না, আমরা ব্লগাররা শেষ কবে পিকনিক/বনভোজনে গেছি তা মনেই নেই। এই শনিবারেই (ডিসেম্বর ৩০) একটা আড্ডা হয়ে যেতে পারে। আমরা যারা ঢাকায় আছি/আছেন তারা মিলে গল্প-গুজব করলাম। পাশাপাশি আলাপ আলোচনা করে জানুয়ারিতে একটা বনভোজন আয়োজন করা যায় কীনা তা দেখি আমরা।
আর আসছে বইমেলা, তখন একটা ব্লগার গেট টুগেদার হলো।
এর মাঝে যদি ব্লগ কর্তৃপক্ষ ব্লগের যে প্রকাশনাটি নিয়ে কাজ করছেন তা ছাপানো হয়ে যায় সেটা নিয়েও একটা প্রকাশনা আয়োজন হতে পারে।
একটু নড়াচড়া না করলে হচ্ছে না দেখছি।
মতামত দিন।
এটিকে প্রস্তাবনা পোষ্ট ধরে নিতে পারেন। বেশিরভাগ সহ লেখকদের পজেটিভ রেসপন্স পেলে আমরা এগিয়ে যাবো আমরা।

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৫

স্বর্ণবন্ধন বলেছেন: খুব ভালো প্রস্তাবনা।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৭

নীলসাধু বলেছেন: থ্যাংক ইউ।
ভাবলাম শীতে জমে না গিয়ে একটু নড়াচড়া করে দেখি।
উৎসাহ পেলাম। দেখা যাক অন্যান্যরা কে কী বলেন।
তারপর ব্লগ কর্তৃপক্ষকে অবগত করে বসার ইনিশিয়েটিভ নেয়া যাবে।

২| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৫

বিজয় নিশান ৯০ বলেছেন: উত্তম প্রস্তাব

২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৭

নীলসাধু বলেছেন: থ্যাংক ইউ। উৎসাহ পেলাম বিজয় নিশান ৯০।
দেখা যাক অন্যান্যরা কে কী বলেন। তারপর বসার ইনিশিয়েটিভ নেয়া যাবে।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩০

বাউন্ডেলে বলেছেন: ভেন্যু দিনাজপুরের রাম সাগর করেন। চমৎকার জায়গা।
ভেন্যু দিনাজপুরের রাম সাগর করেন। চমৎকার জায়গা।

ভেন্যু দিনাজপুরের রাম সাগর করেন। চমৎকার জায়গা।
ভেন্যু দিনাজপুরের রাম সাগর করেন। চমৎকার জায়গা।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩২

নীলসাধু বলেছেন: পিকনিকের ভেনু?
গ্রেট।
আগে দেখি সবাই কী মতামত দেয়। তাপ্পর ভেনু বা আদার ইস্যুজ।

থ্যাংক ইউ।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩২

প্রামানিক বলেছেন: আমি প্রস্তাবে শতভাগ সমর্থন জ্ঞাপন করছি

২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৪

নীলসাধু বলেছেন: এই প্রোগ্রামের কথা ভাবার পর সবার আগে আপনার কথা মনে হইসে।
আপনি তো ইনশাআল্লাহ থাকবেনই।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪৩

রানার ব্লগ বলেছেন: করে ফেলুন। আয়োজন করে জানাবেন। সময় মতো হাজির হব

২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৯

নীলসাধু বলেছেন: গ্রেট রানার ব্লগ।
মন্তব্যে সাহস ও অনুপ্রেরণা পেলাম।
জানাবো সহসাই।

থ্যাংক ইউ।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৫

বিজন রয় বলেছেন: আপনার এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।
আপনি চেষ্টা করলে অনেক কিছু হবে বলে বিশ্বাস করি।
এগিয়ে যান। আয়োজন করুন।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৪

নীলসাধু বলেছেন: একটু হৈচৈ না করে, কাজকর্ম না করে থাকা মুশকিল।
এই ব্লগে শত শত হিট হৈচৈ হয়েছে একটা সময়।
আমরা চাইলেও এখনো গুছিয়ে কিছু আড্ডা আলোচনায় যুক্ত হতে পারি। দেশের জন্য মানুষের জন্য কিছু করে যেতে পারি। সেই সুযোগ সম্ভাবনা সবই রয়েছে আমাদের। আড্ডা আনন্দ লেখালিখি ভালো কিছু করার চেষ্টা থাকলে তা খুবই সম্ভব বলে মনে হয় আমার কাছে।

আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানবেন বিজন রয় দা।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪১

শরৎ চৌধুরী বলেছেন: নিশ্চয়ই তবে, ৩০ তারিখ আমার জন্য টাইট হবে। পরে হলে পারবো।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৯

নীলসাধু বলেছেন: শরত দা আপনাকে ছাড়া আড্ডায় বসতে চাইছি না। প্লিজ লাগে একটূ সময় বের করেন। ৩০ তারিখ প্রস্তাবনা ছিল মাত্র। আপনার জন্য কনভিনিয়েন্ট হয় কোন তারিখ জানালে আমরা সেদিন বসি। এটা তো শুধু ঢাকায় আমরা যারা আছি তাদের জন্য। পরে অন্যান্য ইস্যুগুলি নিয়ে আলাপ করে দিন তারিখ সহ ব্লগে জানালাম।

থ্যাংকইউ সো মাচ।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: এরকম আয়োজন করতে হবে মডারেটর সাহেবের।
তাহলেই সবাই সাড়া দিবে। এবং বিষয়টা সুন্দর দেখাবে।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৩

নীলসাধু বলেছেন: মডারেটর সাহেবের সাথে আপ্নে গিয়া পরামর্শ করেন গিয়া। কিছু ঠিকঠাক হইলে আমারে জানাইয়েন। আমার কাজ আমি করছি। ভালো লাগলে ভালো- না লাগলে আরো ভাল।

বিষয়টা এখনো সুন্দর আছে। থাকতে দ্যান। আড্ডায় যদি টাকা পয়সা পাই আমরা - তাইলে ফ্ল্যাট কিনলে আপ্নে সেটার বারান্দায় থাকতে পারবেন। ভাববেন নাহ।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৮

নীলসাধু বলেছেন: ব্লগ ব্লগারদের মডারেটর সাহেবের নয়।
মডারেটর থাকেন ব্লগের নানা টেকনিক্যাল কাজকর্মের জন্য।
তার দায়িত্ব আছে আরো অনেক। ব্লগিং করতে বা কোন আয়োজন করতে মডারেটর এর দর্কার হয়নি আমাদের।

বাংলা ব্লগে বিগত আয়োজন (গুলো) কারা করেছে তা একবার গুগল করে জেনে নিন। তাহলে এই নিয়ে জ্ঞানের যে অভাব আছে তা ঠিক হয়ে যাবে।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩২

বাকপ্রবাস বলেছেন: হওয়া দরকার। ব্লগ বন্ধুত্বটা এবং পরিবেশ টাইট হবে, ঝিমানি ভাব কমে যাবে। দূর থেকে সাথে আছি

২৫ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭

নীলসাধু বলেছেন: জ্বি, আমাদের ব্লগারদের মধ্যে গভীর বন্ধুত্ব।
সেটার উদাহরণ আমি নিজেই। আমার চারপাশে যারা আছে তাদের ৯০ ভাগ মানূষ ভার্চুয়াল থেকে- বাস্তবে আজ তাদের সাথে কথা গান গল্প কবিতা কাজ করছি। আমি দেশের বাইরে থেকে দেশে ফেরার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ৩৬ জন মিলিত হয়েছিলাম যারা এর আগে কেউ কাউকে দেখিনি। এই ৩৬ জনের সম্মিলিত মায়া টান ভালোবাসাকে আপনি ফেলে দিতে পারবেন না কোনোদিন। এই সবকিছুর শুরুটা অনলাইনেই।
তাই অনলাইনের এই সম্পর্ককে আমরা পরিচর্যা করতে পারি। একজন অন্যজনের বন্ধু হয়ে থাকতে পারি, এটাই সহজ ও সুন্দর। সমস্যা হচ্ছে অনেকেই এর মাঝে নানা নেগেটিভ ইস্যু নিয়ে আসে। ক্যাচাল করে। তবে আমি মনে করি সেইসবও জীবনের অংশ। সবই হবে।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

মোগল সম্রাট বলেছেন:

এ যাবৎ ব্লগারদের কোন আড্ডায় ইচ্ছে থাকা সত্বেও যোগ দিতে পারিনি। এবার অবশ্যই থাকতে চাই। আপনার প্রস্তাবের সাথে শতভাগ একমত পোষণ করছি। ঢাকায় যারা আছি একসাথে বসতেই পারি।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৮

নীলসাধু বলেছেন: এই নাহলে মোঘল সম্রাট!
আমি পরে আবার আপডেট দেবো। আপাতত এখানে সবার মতামত জেনে নেই আমরা।
তবে এই পরিকল্পনা বাস্তবায়নে আমরা একসাথে আছি। যা কিছু তা চলুক সাথে ব্লগেও আমাদের সরব উপস্থিতি সেটা অনলাইন/অফলাইন দুই মাধ্যমেই হোক।

থ্যাংকইউ সো মাচ।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১০

জটিল ভাই বলেছেন:
প্রস্তাবনা মন্দ নয়। কিন্তু, ৭ তারিখের নির্বাচনের উপরে আবার এই বৈঠকের কোনো প্রভাব পরবে নাতো? =p~
এনিওয়ে, আপনাদের সেই আড্ডায় আমার একখানা প্রস্তাবনা রইলো, "ব্লগের সববিষয় যেহুতু মডুমিয়ার দেখা উচিৎ, তাই এখন হইতে পোস্ট-কমেন্টের বিষয়টাও কেবল তাহার জইন্যে বরাদ্দকৃত থাকুক" :D

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৩

নীলসাধু বলেছেন: "ব্লগের সববিষয় যেহুতু মডুমিয়ার দেখা উচিৎ, তাই এখন হইতে পোস্ট-কমেন্টের বিষয়টাও কেবল তাহার জইন্যে বরাদ্দকৃত থাকুক" :D

হা হা

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৪

নীলসাধু বলেছেন: দেখা যাক কী করা যায়। সবার মতামত পাবার পর এই নিয়ে আপডেট পোষ্ট দেবো। কথা বলে নেই আগে। আলাদা করেও জানাই। সবার রেস্পন্স কেমন বুঝি।

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৪

কামাল১৮ বলেছেন: বাংলাদেশে যারা আছেন তাদের জন্য ভালো খবর।আমারা এতোই দুরে যে ইচ্ছা থাকলেও সম্ভব না।সফল হোক কামনা করি।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৬

নীলসাধু বলেছেন: আহা। যারা দূরে আছেন অথবা অন্য কোন কারণে যুক্ত হবার সুযগ নেই তাদের মিস করি আমরা। সকল আড্ডা আয়োজনেই তাদের কথা বলা হয়।

থ্যাংকইউ।

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো প্রস্তাব। করে ফেলুন, যদিও আমার পক্ষে যোগ দেয়া সম্ভব হবে না।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৩

নীলসাধু বলেছেন: জ্বি তা জানি সোনাবীজ ভাই,
প্রস্তাবে সহমত জানাবার জন্য আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা রইলো।

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১৪

জ্যাক স্মিথ বলেছেন: ভালো আইডিয়া কিন্তু ৭ তারিখের পর করলে ভালো হবে, গোপন বৈঠকের অভিযোগে গ্রেফতার হতে হবে না তাছাড়া আগুন সন্ত্রাসের ভয় তো আছেই।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২২

নীলসাধু বলেছেন: হা হা

না না অতো সিরিয়াস হবার কিছু নেই।
এইসব নিরীহ আড্ডা।

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দু:খিত দেশে নেই
তাই উক্ত সময়ে অংশগ্রহন করতে পারছি না

..............................................................................
চেষ্টা করছি বরং একটি লেখা প্রকাশনায় দিতে পারি কিনা !!!
মনে হয় বই মেলার সময় করতে পারলে, ভালো ব্লগার অংশ গ্রহন করতে পারবে।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২১

নীলসাধু বলেছেন: থাকতে পারলে আনন্দের হতো অনেক স্বপ্নের শঙ্খচিল

প্রকাশনায় লেখা থাকবে এটা আনন্দের।
বইমেলায় আমরা দেখা সাক্ষাত করি। আড্ডা হয়। এবারেও হবে আশা করছি।

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৮

শেরজা তপন বলেছেন: খুব ভাল উদ্যোগ। আপনি দায়িত্ব নিলে হবে নিশ্চিত। বিশেষ কারনে সশরিরে আমি উপস্থিত থাকতে না পারলেও আমার আন্তরিক শুভকামনা থাকবে। ব্লগারদের মিলনমেলা পিকনিক সহ সব ধরনের উদ্যোগে যে কোন ধরনের সহযোগীতার জন্য আমার যোগ্যতা ও সামর্থ অনুযায়ী চেষ্টা করব।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩০

নীলসাধু বলেছেন: আমরা সবাই যদি মনে করি এই কাজগুলোতে আমরা যোগ দেবো, সফল করবো তবে তা করা খুব কঠিন কিছু নয়। আমাদের এই ব্লগের অনেকের সাথেই আমরা ঘনিষ্ঠভাবে যুক্ত, সেটা ব্লগীয় সম্পর্ক ছাড়িয়ে আরো গভীর। আমরা সবাই সবার টাচেই আছি। জাস্ট হাই হ্যালো করেও যদি একসাথে কিছু কাজের/আয়োজনের/উতসবের জন্য প্রস্তুতি নেই তা হতে পারে।
ব্লগের দু একজন এখনো মনে মনে এটা সেটা ভাবে, প্রকাশ করে কিন্তু আদতে ব্লগারদের মধ্যে সু সম্পর্ক বিরাজমান। আমি বাস্তবে তাই দেখি। কারো সাথে কারো দেখা হলে সেটা বোঝা যায়।
আমি আবার এই নিয়ে আপডেট পোষ্ট দেবো, তখন আরো একটূ বিস্তারিত জানাবো।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.