নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

এভাবেও কেউ চলে যেতে পারে! যায় বুঝি?

১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৭



এভাবেও কেউ চলে যেতে পারে! যায় বুঝি?
জানি না। আমি অতোশতোর খবর রাখি না বলে যুগের হাওয়াদের কথাও জানি না। তুমি ঝড় হয়ে এসেছিলে, দামাল হাওয়াদের ওড়াউড়ি শেষে কোন বাতাসের বাড়িতে লুকিয়ে গেলে বুঝিনি আমি।
এ ঘর ও ঘর
তুমিতো ছিলে না কোথাও
আমি বোকা সে সব খেয়াল না করে কতোদিন মিছেই খুঁজেছি। কতো শতো বছর এভাবে পার হয়েছে জানি না
একটা সময় আমি বুঝতে পারলাম তুমি আসলে নেই কোথাও।
চোখের অলিন্দে
জমিয়ে রাখা বিন্দু বিন্দু সুখের স্পর্শে
তুমি হয়তো ছিলে
কিন্তু সত্যি করে কোনোদিনই আমার পাশে আসোনি
কাছে বসোনি। তোমার চুলের গন্ধ পাইনি-
আমি খবর রাখিনি
আমার সবুজ বাগান
বেখেয়ালি নদীর জল উড়ে গেছে সারস
এভাবেও কেউ চলে যায়
বা যেতে পারে তা আমি ভাবিনি।
আমি যে খুব করে ডেকেছি তাও নয়
তবু যাপিত জীবনের রঙ্গে ঢঙ্গে তুমি কিভাবে জানি মিশে গিয়েছিলে
কথায় কথায় দুপুর
বিকাল পেরিয়ে মধ্যরাত
আমি আর তুমি
নতুন পুরাতন সুর বেসুরো গান
গল্প
এবং বিরহের অনন্ত অসীম পথে হেটে যাওয়া

এক আকাশের নীচে
আমরা দুজন দুই ভুবনের বাসিন্দা
একলা সুরে গান
একলা প্রাণ
এভাবেও কেউ চলে যেতে পারে
যায় বুঝি
জানি না


পোষ্টের ছবি
সামাজিক মাধ্যম হতে নেয়া

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৪

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার দাদা...
শুভ দুপুর নীল দা...

১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৫

নীলসাধু বলেছেন: শুভ দুপুর সুপ্রিয় নয়ন।
আশা করি শীতে কাবু হয়ে যাননি।
সুন্দর থাকুন।

শুভকামনা।

২| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৬

জাহিদ অনিক বলেছেন: কবিতা ভালো লেগেছে।
চলে যাওয়ার রেশ আর প্রভাব হৃদয় আর মস্তিষ্ক নিংড়ে এসেছে শব্দে শব্দে-


কেউ কেন চলে যায়-
চলে যেতে কেউ আসলেই চায় কিনা- চলে যাওয়ার আগে বা পরে বা মধ্যবর্তী সময়ে; যে চলে যায় সে ভাবে কিনা; যদি ভাবে তাহলে 'মানুষ' ঠিক কিভাবে 'মানুষ''কে ছেড়ে যায় - এসব আমাদের অনেক ভাবায়; কিন্তু আমরা অনেক গল্প জেনেও তো জানি না। কেউ হয়ত বলতেই পারে না ঠিকমত; নিজেকেও না।

কবিতা ভালো লেগেছে বলেই অযথা অনেক কথা টাইপ করে ফেলেছি।

১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১১

নীলসাধু বলেছেন: আন্তরিক ধন্যবাদ রইলো জাহিদ অনিক।

'মানুষ' ঠিক কিভাবে 'মানুষ''কে ছেড়ে যায় - এসব আমাদের অনেক ভাবায়; কিন্তু আমরা অনেক গল্প জেনেও তো জানি না। কেউ হয়ত বলতেই পারে না ঠিকমত; নিজেকেও না।
হুম আমরা অনেক গল্প জানি না। নিজের সাথেও কথা বলা হয় না।
এক ভূবনে থেকেও আমরা সবাই আলাদা। একা খুব।

৩| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: মানুষ হারিয়ে যায়, কিন্তু স্মৃতিগুলোকে বিস্মৃত করার চেষ্টায় বরাবর আমরা ব্যর্থ হই।

১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৩

নীলসাধু বলেছেন: স্মৃতিগুলোকে বিস্মৃত করার চেষ্টায় বরাবর আমরা ব্যর্থ হই।
চমৎকার করে বলেছেন।
এই বিস্মৃতির চেষ্টা আমরা সবাই করে যাই। যাপিত জীবনের এটাই হয়তো শর্ত।

শুভেচ্ছা রইল রিয়াদ।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৬

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ রোমান্টিক প্রেমময় স্মৃতি
যার নেই কোন ইতি কবি নীল দা
ভাল থাকবেন

১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৪

নীলসাধু বলেছেন:
বেশ রোমান্টিক প্রেমময় স্মৃতি
যার নেই কোন ইতি
আলমগীর সরকারের মন্তব্যে
ভালো লাগা যথারীতি-

৫| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫২

রুরু বলেছেন: হারানো মানুষগুলো স্মৃতিগুলো খুব বেদনাদায়ক হয়।

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৩

নীলসাধু বলেছেন: ধন্যবাদ রুরু ।
ভালো থাকবেন।

৬| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: কবিতা লেখা সহজ বলেই বাংলাদেশে এত এত কবি।

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৩

নীলসাধু বলেছেন: বাংলাদেশে কবি আছে খুব অল্প ক'জন।

৭| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৪

শুভ জিত দত্ত বলেছেন: খুব ভালো লাগলো লেখাটি

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫১

নীলসাধু বলেছেন: ধন্যবাদ।

শুভকামনা রইল।

৮| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৯

বিজন রয় বলেছেন: একটা সময় আসলেই বুঝতে পারা যায় কেউ কোথাও থাকে না।
শূন্য, শূন্য আর শূন্য।

অনেক সুন্দর একটি কবিতা।

জাহিদ অনিককে ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৪

নীলসাধু বলেছেন: আন্ত্যরিক ধন্যবাদ।
জ্বি দিনশেষে শূন্যে বসবাস।

৯| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



যে চলে গেছে তাঁকে যেতে দিন। তাঁকে ধরে বেঁধে সম্ভবত রাখার মতো ব্যবস্থা ছিলো না। বা রাখা সম্ভবও না। যে চলে যাবে তাঁকে ধরে রাখা যায় না।

ভালো লিখেছেন। +++

১০| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:০০

জ্যাক স্মিথ বলেছেন: যেতে দেন চলে, দেখি কতদূর যেতে পারে।

১১| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৪

এম ডি মুসা বলেছেন: এরচেয়ে খারাপ করে চলে যেতে পারে, ভুলে থাকতে পারে মানুষ

১২| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বাংলাদেশে কবি আছে খুব অল্প ক'জন।

ভাল একটা কথা বলেছেন।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.